মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

আপনার কম্পিউটারের USB Port বন্ধ করে দিন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আপনাদের আজ কম্পিউটারের USB Port বন্ধ করা শিখাব । 
আপনার কম্পিউটারের ইউএসবি ডিভাইস লাগালে তা Show করবে না ! এই কাজটি করা গেলে একটু মজা হত । তাহলে এবার শিখে নিন কিভাবে করতে হয় ।
প্রথমে আপনার কম্পিউটারের Desktop এর My Computer এর উপর Mouse এর Right button ক্লিক করুন। তারপর Manage এ ক্লিক করুন। 

এরপর Device Manager ক্লিক করুন, তারপর  Universal Serial Bus controllers এর উপর ডবল ক্লিক করুন, তারপর USB Root Hub নামে 4টি অপশন পাবেন, সেখান থেকে সবার শেষের আগের  USB Root Hub এর উপর Mouse এর Right button ক্লিক করে Disable করে দিন। 

এরপর থেকে আপনার কম্পিউটারে আর Pen drive এবং Modem যাই প্রবেশ করান তা আর শো করবে না, 
আবার একই উপায়ে USB Root Hub এর উপর Mouse এর Right button ক্লিক করে  Enable করে দিলে Show করবে।
সবাইকে ধন্যবাদ । 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews