শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন ?

মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন ???
আমরা অনেক সময় মোবাইলের ডিফল্ট সিকিউরিটি কোড পরিবর্তন করে ফেলি । কিন্তু যদি মোবাইলের সিকিউরিটি  ভুলে যাই তখন ফ্লাশ দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না ।  কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এমন একটি পদ্ধতি যা ১০০% কাজ করবে । এজন্য আপনার যা প্রয়োজন :
1. একটি কম্পিউটার ।
2. আপনার মোবাইলের ডাটা কেবল ।
3. একটি সফটওয়্যার ।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখনে ক্লিক করুন ।
আগে স্কিন সটটা দেখুন তারপর কার্যপদ্ধতি বলছি
Image1 300x162 মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন তো কি হয়েছে??? আমি আছি না!!   
Image4 300x199 মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন তো কি হয়েছে??? আমি আছি না!!
Image21 300x199 মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন তো কি হয়েছে??? আমি আছি না!! 
কার্যপদ্ধতি :


1.প্রথমে সফটওয়্যারটি সেটআপ।
2.এবার সেটআপ করে সফটওয়্যারটি ওপেন করুন
3.এবার com/usb cable এর মাধ্যমে connect করুন
connection type
নির্বাচন করুন
phone type
নির্বাচন করুন
এবার read বাটনে ক্লিক করুন
এবার দেখুন আপনার সিকিউরিটি কোড ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews