বুধবার, ৩ অক্টোবর, ২০১২

উইন্ডোকে সচ্ছ করুন

কম্পিউটারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টিটাস্ক। এর ফলে কম্পিউটার এক সাথে একাধিক প্রোগ্রাম/এ্যাপলিকেশন নিয়ে কাজ করা য়ায়। কিন্তু একাধিক প্রোগ্রাম বা ফোল্ডারে উইন্ডো খোলা থাকলে নিচের উইন্ডোটি বা ডেক্সটপ দেখা যায় না। কোন উইন্ডো যদি সচ্ছ (ট্রান্সপারেনিন্স) হতো তাহলে সহজেই নিচের উইন্ডো বা ডেক্সটপ দেখা যেত। আপনি চাইলে এমনই বৈচিত্র আনতে পারেন। গ্লাস২কে নামের মাত্র ৫৬ কিলোবাইটের একটি সফটওয়্যারের সাহায়্যে এমনটি করা য়ায়। http://chime.tv/products/glass2k/Glass2k.exe লিংক থেকে আপনি সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করুন, তাহলে টাস্কবারে সফটওয়্যারের আইকন দেখা যাবে। এবার যে উইন্ডোকে সচ্ছ করতে চান সেই উইন্ডোর উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে একটি মেনু আসবে যেখানে যে সংখ্যার উপরে ক্লিক করেলে শতকরা কত ভাগ গ্লাস হিসাবে দেখতে চাচ্ছেন সেই হিসাবে সচ্ছ হবে। আপনি চাইলে সেটিং থেকে আনুসঙ্গিক কিছু পরিবর্তন করে নিতে পারেন।

 লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]

1 মন্তব্য(গুলি):

egentakamoto বলেছেন...

Casinos with Bitcoin in NJ - BCSJON
Some casinos may offer virtual casino games for real money online. They're 스트립 포커 a big choice for anyone looking to 피망 포커 현금화 test 바카라배팅전략 the 위닉스 먹튀 casino's game 사설 토토 사이트

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews