রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

নিয়ে নিন FREE Norton AntiVirus 2012 জেনুইন লাইসেন্স সঙ্গে (6 মাস)

আজ আমি করত আপনাকে একটি ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা সব কম্পিউটার ব্যবহারকারী দ্বারা পছন্দ হয় দিতে হবে. আমরা অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যারের বিভিন্ন ধরনের হয় ভাইরাস এবং malwares বিরুদ্ধে সংগ্রাম করে ব্যবহার করে. কিন্তু সব বিনামূল্যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমাদের পিসি 100% ভাইরাস থেকে রক্ষা করে না.
 নিয়ে নিন  বিনামূল্যে নর্টন অ্যান্টিভাইরাস 2012 জেনুইন লাইসেন্স সঙ্গে (6 মাস)

নর্টন অ্যান্টিভাইরাস 2012 এন্টিস্পাইওয়ার সঙ্গে ভাল অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং এটি একটি ভাইরাস এবং ম্যালওয়্যার বিরুদ্ধে সুপার জঙ্গী হিসাবে কম্পিউটার ব্যবহারকারীদের দ্বারা সমস্ত স্বীকার করেছে, ছিল. এছাড়াও নর্টন অ্যান্টিভাইরাস 2012 বাসগৃহের এবং বাণিজ্যিক ব্যবহার, যা দেয় ভাইরাস, স্পাইওয়্যার, অনলাইন জালিয়াতি, পরিচয় প্রতারণা, এবং বিদ্বেষপূর্ণ সফ্টওয়্যার প্ররোচক বিরুদ্ধে সুরক্ষার জন্য আপনি উপযুক্ত অ্যান্টিভাইরাস. নর্টন অ্যান্টিভাইরাস 2012 অপারেটিং সিস্টেম এবং তার Microsoft এর নতুন পণ্য উইন্ডোজ 8 সঙ্গে সম্পূর্ণরূপে সমর্থনের সবচেয়ে সাথে কাজ করে.
তাই কিভাবে এটি করা, যদি আপনার পিসি নর্টন অ্যান্টিভাইরাস 2012 সঙ্গে সুরক্ষিত হবে?
এইসব দিন Symantec একটি প্রচারমূলক প্রস্তাব দেওয়ার ইন, যাতে নর্টন ভক্ত ব্যয়ের সম্পূর্ণ বিনামূল্যে জন্য এন্টিস্পাইওয়ার সঙ্গে বিনামূল্যে নর্টন অ্যান্টিভাইরাস 2012 180 দিন সাবস্ক্রিপশন পেতে
কিভাবে বিনামূল্যে জন্য এন্টিস্পাইওয়ার সাথে নর্টন অ্যান্টিভাইরাস 2012? পেতে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এন্টিস্পাইওয়ার সেটআপ ইনস্টলার সঙ্গে নর্টন অ্যান্টিভাইরাস 2012. ডাউনলোডসমূহ সম্পূর্ণ করার পরে, শুধুমাত্র আপনার পিসিতে ইনস্টল করুন. . এটা আপনি সিরিয়াল পরবর্তী 6 মাসের জন্য নম্বর বা অ্যাক্টিভেশন কোড আপনাকে কখনও জিজ্ঞাসা করবে দ্রষ্টব্য:
এই প্রস্তাবটি নতুন ব্যবহারকারীদের জন্য কেবল এবং এটি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, 8 ও Windows সঙ্গে সমর্থন করে. 

পোষ্টটি লিখেছেন টিজে - nahidnazmus


বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ইমেইল ট্রাকিং !! (আনাড়ি হলেও পারবেন)

আজ আমি আপনাদের দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে মেইল ট্রাকিং !! কি বিশ্বাষ হচ্ছে না !!? আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এটি সম্ভব !
আপনারা অবশ্যয় জানেন যে বিভিন্ন অ্যাডঅন্স বা টুলস দ্বারা মেইল ট্র্যাকিং করা যায় কিন্তু  এগুলো কষ্টকর এর মধ্যে “রাইট ইনবক্স” এ্যাডঅনস টি ব্যতিক্রম এবং কার্যকারী  ও খুবই সহজ ইন্টারফেস এ তৈরী করা হয়েছে ।এই সার্ভিসটি শুধুমাত্র জিমেইলে এবং মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজারে সমর্থন করে।
 [তবে ‘কমিটবার্ড’ ব্যাবহার করিগন ও ইউজ করতে পারবেন তবে সরাসরি অ্যাডঅন্স থেকে নয় , অন্যব্রাওসারে ইনিস্টল করুন এবং ‘কমিটবার্ডে আপনার মেইলটি ওপেন করুন ও ইনিস্ট্রাকশন গুলো ফলো করুন ]

এবার দেখেনিন এটি ব্যবহার করলে কিকি সুবিধে পাবেন !

১/ প্রাপকের আইপি এড্রেস পাবেন !
২/ আপনি নিশ্চিত হতে পারবেন যে , আপনার মেইলটি সে পড়েছে কিনা !
৩/ মেইল সেন্ড অপশন কাস্টমাইজ অর্থাৎ আপনি যে কোন নির্দিষ্ট টাইমে মেইল দিতে পারবেন !
৪/প্রাপক কোন কনফিউস হবে না , যে  আপনাকে ট্রাক করা হচ্ছে কিনা !
৫/ ব্রাওসারে অতিরুক্ত কোন অপশন যুক্ত থাবে না ! বা কোন অতিরুক্ত টুলবার ইনিস্টল হবে না !

নির্দিষ্ট ব্রাও থেকে লগ-অন করুনঃ

তহলে দেরি না করে চলুন ঝটপট ইনিস্টল করে নিই । প্রথমেই আপনি যে ব্রাওসারে এটি ইনিস্টল করতে চাইন , সেই ব্রাওসার থেকে http://www.rightinbox.com  লগঅন করুন ! (লিংকটি ব্রাওসারে কপি/পেষ্ট করুন)
উপরের মতো ছাবি আসলে install now এ ক্লিক করুন
এবার ইনিস্টল  করুন (২/৩সেকেন্ড সময় নিবো )

ব্রাওসারটি রিস্টার্ট করুনঃ

দ্বিতীয় ধাপঃ

Grant assess এ ক্লিক করুন ও নির্দেশনা ফলো করুন ,ইনিস্টল সিস্টেম খুবই ইজি !

চাহিদা অনুযায়ী আপগ্রেড করুনঃ

এবার আপনার চাহিদা অনুযায়ী আপগ্রেড করে নিতে পারেন , তবে আমি ফ্রি ইউজ করতেছি :)
এবার কম্পোজ মোইল এ ক্লিক করে জাদু দেখুন !! দুটি নতুন বাটন যুক্ত হয়েছে !!
আসলে এটি একটি মজার অপশন , আপনি ইচ্ছা করলে এটি ফ্রেন্ডদের বিশেষ দিয়ে wish করার কাজে লাগাতেও পারেন , আপনি অবশর সময় আপনার মেইলটি সেন্ড করে সিডুইল টাইম ফিক্সড করে দিলেন ,এবার ব্যস্ততার মধ্যে বা গুরুত্বপূর্ন কাজে বিশেষ দিনটি আর ওভাবে মনে রাখার ঝামেলা নেই !!!
[কোন সমস্যা হলো একধিকবার ব্রাওসার রিস্টার্স দিবেন ও মেইল এ সাইন আউট করে সাইন-ইন করবেন। ]
যে মেইলটি ট্রাকিং করতে চান , তা কম্পোজ করে উপরের Track বাটন টি মার্ক করে দিন,
মেইল চেক করার সাথে সাথে support@rightinbox.com থেকে একটি Email Tracking মেইল আসবে এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ),দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে ।

কিছু কথাঃ

আছাড়াও এ্যাডভান্স  কিছু জানতে চাইলে উল্লেখিত আপটি টি পূর্নরাই ট্রাক করুন , আইপি ট্রাক করার জন্যে বিভিন্ট সাইট পাবেন , গুগুলে চার্স দিন খুবই সহজেই পেয়েজাবেন।।
আজ এপর্যন্তই , সুস্থ থাকবেন , সুন্দর থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি !
ধন্যবাদ সবাইকে !!


 টিউন করেছেন :

ওয়েব সাইট হ্যাক করুন । DNN এর ম্যাধমে ।

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের হ্যাকিংয়ের টিউনে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছেআরেকটি হ্যাকিংয়ের টিউন নিয়ে। আজকের পর্বে আপনাদেরদেখাব DNN এর মাধ্যমে একটাওয়েবসাইট হ্যাকিং করা। খুবই মজা হবে তাই না? তাহলেচলূন মূল পর্বে…. আমরা তো হ্যাকিং করব! কিভাবে করব? DNN এর মাধ্যমে। কিন্তু আপনারা কিDNN এর পূর্ণরূপ জানেন? DNN এর পূর্ণ রূপ হল DotNetNuke. এখন হয়ত আপনাদের কাছে একটু কঠিন মনে হয়। টিউনে শেষে বলবেন যে, এটা তো এক্কেবারে সহজ।বলতে গেলে SQL-Injection ও Cross Site Scripting এর মতো। আমি আজ দেখাব আপনার টার্গেটের সাই্টটি হ্যাকিং করে ফাইল আপলোড করা। মূলতঃ DotNetNuke হল Microsoft .NET technology এরউপর তৈরি করা বিভিন্ন ওয়েবসাইট প্লাটফরম। এই টিউনের কেউ অপব্যবহার করবেন না। এটি শুধু মাত্র শিখার জন্য, কারও ক্ষতি করার উদ্দেশ্যেনয়। কেউ এই টিউনে অপব্যবহার করে কারও ক্ষতি করলে টিজে দায়ী নয়। হ্যাকিং শুরু *. প্রথমে Google Dorks দিয়েএকটি একটি ওয়েবসাইটকে টার্গেট করব। inurl:”/portals/0″ site:.com *. এখানে দেখেন কোডটির শেষে .com দেয়া আছে। আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো ডোমেইন ব্যবহার করতে পারবেন। যেমন- bd, ph, ae, net, org ইত্যাদি *. এবার কোডটি Google এ সার্চ দিন। *. তাহলে আপনাকে সার্চ রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইটের ফলাফল দিবে। *. এবার এখান থেকে একটিকে টার্গেট করুন। মানে একটির উপর ক্লিক করুন। *. মনে করি আপনি এই সাই্টটিকে টার্গেট করলেন http://www.victim.com *. এখন আমরা এই সাইটটির vulnerability পরীক্ষা করব। *. এজন্য নিচের কোডটি সাইট লিংকের পরে বসিয়ে এন্টার দিন। Providers/HtmlEditorProviders/Fck/fcklinkgallery.aspx *. লিংকের পরে বসালে হবে http://www.victim.com/Providers/HtmlEditorProviders/Fck/fcklinkgallery.aspx *. এবার যদি নিচের ছবির মতোআসে, তাহলে বুঝবেন যে এটিকে হ্যাকিং করা যাবে। *. এবার এখান থেকে শেষের অপশানটি নির্বাচন করুন “A File On Your Site” *. এবার নিচের কোডটি লিংকের ঘরে লিখুন। javascript:__doPostBack(‘ctlURL$cmdUpload’,”) *. যদি আপনি সব কিছু পারেন, তাহলে আপনি এই সাইটে .swf.jpg .gif .pdf ফাই্ল আপলোড করতে পারবেন। *. আপনি আপনার ফাই্ল আপলোড করার পর আপনার ফাইলের লিংক পাবেন এই রকম http://www.victim.com/portals/0/yourfile.extension *. মনে করুন আপনি b.txtফাইল আপলোড করেছেন, তাহলে হবেএই রকম। http://www.victim.com/portals/0/b.txt *. তাহলে হবে এই রকম *. হা হা হা হা হা হা হা হা। কেমন লাগল? আশা করি এখন আপনি নিজে নিজেই পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন যে, যদি আমি নির্দিষ্ট সাই্ট হ্যাকিং করতে চাই, তাহলে কি করব? উত্তর হবে, এটা হল Ethical Hacking টিউটোরিয়াল। এটা Black Hat হ্যাকিং টিউটোরিয়াল নয়। তাই্ আমি এভাবেই দিলাম। সবাই্ ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ……


 টিউন করেছেন : Tj md sagor

আপনার যেকোন Windows operating system কে activate করুন – Easy way, Download and enjoy

যে কোন Operating system কে activate করুন :
১. নিন্মক্ত সফটঅয়ার টি Download করে নিন
* Download link
* For winodws 8
২. ইন্সটল করুন
৩. পিসি রিস্টার্ট করুন
৪. উপভোগ করুন ৪০,০০০-৫০,০০০ হাজার টাকা মূল্লের একটিভেতেড Operating system
Windows loader
যে সকল Operating system এর জন্য বেবহার যোগ্য ঃ
Supported operating systems
•Windows 7 Ultimate
•Windows 7 Ultimate E
•Windows 7 Professional
•Windows 7 Professional E
•Windows 7 Home Premium
•Windows 7 Home Premium E
•Windows 7 Home Basic
•Windows 7 Starter
•Windows 7 Starter E
•Windows Vista Ultimate
•Windows Vista Business
•Windows Vista Business N
•Windows Vista Home Premium
•Windows Vista Home Basic
•Windows Vista Home Basic N
•Windows Vista Starter
•Windows Server 2008 Enterprise
•Windows Server 2008 Enterprise (Without Hyper-V)
•Windows Server 2008 Foundation
•Windows Server 2008 Standard
•Windows Small Business Server 2008
•Windows Storage Server 2008 Standard
•Windows Storage Server 2008 R2 Essentials
•Windows Server 2008 R2 Enterprise
•Windows Server 2008 R2 Foundation
•Windows Server 2008 R2 Standard
•Windows Server 2008 R2 Datacenter
•Windows Small Business Server 2011 Standard
•Windows Small Business Server 2011 Essentials
•Windows Home Server 2011
And more...
Download Full version new links for Lower version of windows 8, no need password :http://openforums.co.cc/read.php?3,36
Its a new download link, download by clicking this link. No need any password.
Notun kore download koren nin. puraton link e problem ase. ebar kono password lagbe na ai link.



Download process :
1. Torrent file downloader software ti download korun. http://openforums.co.cc/torrent/utorrent.exe
2. Torrent file ti download koren (Download windows 8 loader) Click here or visit http://openforums.co.cc/read.php?3,47
3. Torrent file ti te double click kore run korun and full download file ti, download korun.

কি কম্পিউটার Shutdown হচ্ছে দেরিতে তাহলে সফটওয়্যারটা নিয়ে নিন মিডিয়াফায়ার লিঙ্ক মাত্র ১MB।

আসসালামু আলাইকুম। টিউনার পেজের সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি। যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন পিসি শাট ডাউন হতে অনেক্ষন নেয় এখন আর দেরি লাগবে না সফটওয়্যার এর মাধ্যমে তাড়াতাড়ি হয়ে যাবে।আর পিসি শাট ডাউন একটি সহজ সফটওয়্যার যা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ, পাওয়ার বন্ধ, পুনরায় বুট করা, হাইবারনেট বা সাসপেন্ড সময়সূচী সময় আপনি নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু করা ইত্যাদি এই সফটওয়্যার এর মাধ্যমে করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনে শাট ডাউন এর জন্য যেমনঃ দৈনিক, সাপ্তাহিক এবং নির্দিষ্ট সময় এটি বন্ধ করতে পারবেন। এছাড়াও আরো অস্থায়ী ফাইল, ইন্টারনেট ক্যাশে, কুকি ইন্টারনেট, ইন্টারনেট ইতিহাস,সাম্প্রতিক নথি তালিকা,সিস্টেমের কর্ম ক্ষমতার উন্নতি এবং  আপনার গোপনীয়তা রক্ষা করতে পারেন এটিতে।
সফটওয়্যার এর নামঃ PC Auto Shutdown 5.4.01.1MB

 কি কম্পিউটার Shutdown হচ্ছে দেরিতে তাহলে সফটওয়্যারটা নিয়ে নিন মিডিয়াফায়ার লিঙ্ক মাত্র ১MB।

আর দেখতেঃ http://filehunk. com/pc-auto-shutdown-5-4-0/
ডাউনলোড
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন।


পোষ্টটি লিখেছেন টিজে - ইথান

সোমবার, ৫ নভেম্বর, ২০১২

IDM Integration With Firefox 16: যারা নতুন Mozilla Firefox ইনস্টল করে ঝামেলায় আছেন তাদের জন্য ‘IDM CC 7.3.29′

মজিলায় যে বিষয়টি আমার কাছে খুবই বিরক্ত লাগে তা হল - কিছুদিন পরপরই তাদের ভার্সন আপডেট করা। যদিও বা প্রতিটি নতুন ভার্সনে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয় না। আর আমরাও নতুন ভার্সনটি দেখলে পুরাতন ভার্সনটি নিয়ে আর বসে থাকতে পারি না। কিন্তু ঝামেলা পোহাতে হয় ইনস্টল করার পর IDM (Internet Download Manager) ঠিকমত কাজ না করলে বা পুরাতন কিছু এডঅনস নতুন ভার্সনটিতে কাজ না করলে।
আজকের পোস্টে আমি দেখাব কিভাবে আপনি আপনার IDM কে Mozilla Firefox 16 এর সাথে ইন্টেগ্রেইট করবেন। ইন্টেগ্রেশন অর্থ আপনি উভয়টিকে 'এক করা' বলতে পারেন। যদি আপনার IDM মজিলার সাথে ইন্টেগ্রেটেড না থাকে তাহলে আপনি YouTube বা অন্যান্য ভিডিও সাইটে ভিডিও দেখার সময় IDM এর "Download This Video" বাটনটি খুঁজে পাবেন না। তাই এবার আসুন দেখে নিই কিভাবে কাজটি করব।
আপনার জানেন খুবই সহজ এটি। তাহলে আমি টিউন করলাম কেন :D ? আমি তো টিউনটি করেছি আপনাদের সাথে IDM CC 7.3.29 ভার্সনটি শেয়ার করতে। ডাউনলোড করুন এখান থেকে। তারপর এড-অনটি ড্রাগ করে আপনার ফায়ারফক্সে ছেড়ে দিন এরপর এডঅনস ম্যানেজার থেকে এডঅনটি এনাবল করে আপনার মজিলাটি রিস্টার্ট করুন। ব্যাস কাজ এখানেই শেষ।


টিউন করেছেন : Muhammad Ibrahim

 

রবিবার, ৪ নভেম্বর, ২০১২

আপনার কম্পিউটারের গোপনীয় ফোল্ডার লক করে রাখেন এখনি ।

 আপনার কম্পিউটারের গোপনীয় ফোল্ডার লক করে রাখেন এখনি  ।
এখন আপনাদের মাজে শেয়ার করবো খুবই দরকারাই একটা সফটওয়্যার । যা দিয়ে আপনার পিসির যেকোন ফোল্ডারকে লক করে রাখতে পারবেন খুব সহজেই । আমরা যারা কম্পিউটার ব্যাবহার আমাদের কম্পিউটারে অনেক দরকারি এবং গোপনীয় ছবি ভিডিও থাকে সে গুলো যদি ফোল্ডার লক ছাড়া থাকে তাহলে আপনার কম্পিউটারে বসে সহজেই যে কেউ সেগুলো দেখতে পারবে । আর যদি এপনি এই সফটওয়্যার ব্যাবহার করে তাহলে আর ভয় নেই এবার নাকে তেল দিয়ে গুমান নো চিন্তা । সফটওয়্যারটি আসলেই অনেক কাজের ব্যাবহার নাকরলে বুজবেন না । একবার ব্যাবহার করেই দেখেন কেমন লাগে ।
তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে ।
download link1 আপনার কম্পিউটারের গোপনীয় ফোল্ডার লক করে রাখেন এখনি  ।
টিউনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত দিবেন ।
আপনাদের জন্য যদি এত কষ্ট করে পোস্ট করতে পারি তাহলে আপনারা কেন মতামত দিতে পারবেন না ।

এইবার আই ডি এম ক্রাক করবেন আপনি নিজেই



প্রথমেই যদি কোন ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি টিজেতে নতুন এবং এইটা আমার তৃতীয় পোষ্ট। যাকগে কথা না বাড়িয়ে আমরা কাজে লেগে যাই। চলুন আজ আমরা শিখি কিভাবে আই ডি এম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) ক্রাক করব।
প্রথমে আই ডি এম ট্রায়েল ভার্সন ডাউনলোড করুন এবং রেজিস্টার এ ক্লিক করুন। যখন সিরিয়া চাবে তখন সিরিয়াল দিন।
সিরিয়ালঃ
RLDGN-OV9WU-5W589-6VZH1
HUDWE-UO689-6D27B-YM28M
UK3DV-E0MNW-MLQYX-GENA1
398ND-QNAGY-CMMZU-ZPI39
GZLJY-X50S3-0S20D-NFRF9
W3J5U-8U66N-D0B9M-54SLM
EC0Q6-QN7UH-5S3JB-YZMEK
UVQW0-X54FE-QW35Q-SNZF5
FJJTJ-J0FLF-QCVBK-A287M
তারপর ওকে তে ক্লিক করুন, আই ডি এম একটি ইরোর মেসেজ দেখাবে, that you have registered IDM using fake serial key এবং আই ডি এম বন্ধ হয়ে যাবে। এখন আসল কাজ শুরু হবে।
স্টার্ট বাটনে ক্লিক করুন -> রানে ক্লিক করুন -> নিচের কোডটি দিয়ে এন্টার ক্লিক করুন
কোডঃ notepad %windir%\system32\drivers\etc\hosts
এখন একটি নোটপ্যাড আসবে যেখানে লিখা থাকবে -” 127.0.0.1      localhost ” . এখন যা করতে হবে তা হচ্ছে এই লিখাটির নিচে নিম্নের কোড গুলো পেস্ট করুন, নিচের ছবির মত।
fortut 899x449 এইবার আই ডি এম ক্রাক করবেন আপনি নিজেই
কোডঃ
127.0.0.1    tonec.com
127.0.0.1    www.tonec.com
127.0.0.1    registeridm.com
127.0.0.1    www.registeridm.com
127.0.0.1    secure.registeridm.com
127.0.0.1    internetdownloadmanager.com
127.0.0.1    www.internetdownloadmanager.com
127.0.0.1    secure.internetdownloadmanager.com
127.0.0.1    mirror.internetdownloadmanager.com
127.0.0.1    mirror2.internetdownloadmanager.com
সেভ করুন এবং আই ডি এম রিস্টার্ট করুন। এইভাবে আপনি ট্রায়েল ভার্সনকে ফুল ভার্সনে রূপান্তর করতে পারবেন icon smile এইবার আই ডি এম ক্রাক করবেন আপনি নিজেই


পোষ্টটি লিখেছেন টিজে - 3xp1r3_spid3y

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews