শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২

দ্বিগুণ করুন আপনার কম্পিউটার এর গতি মাত্র ২.৫ এমবি সাইজের সফটওয়্যার দিয়ে

আসসালামু আলাইকুম। বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের নিকট হাজির হলাম ছোট একটা জটিল সফটওয়্যার নিয়ে। যে সফটওয়্যার ব্যবহার করে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনার কম্পিউটার এর স্পিড সেই নতুন কম্পিউটার এর মত হয়ে যাবে। এই সফটওয়্যার ব্যবহার করা অনেক সহজ তাই আপনাদের মাথা ঘামিয়ে আগে শিখতে হবে না। আমার মতে সফটওয়্যার টি বেশ কাজের।

কি কি কাজ করে এই সফটওয়্যার দিয়েঃ

  • অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা
  • রেজিস্ট্রি পরিষ্কার করা ও ডিফ্রাগমেন্ট করা
  • প্রতিটি ড্রাইভ চেক করা ও অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা
  • ইন্সটল করা আছে এমন সফটওয়্যার এ যদি সমস্যা থেকে সেটা ঠিক করা
  • হাডওয়্যার এর ছোট খাট সমস্যা ঠিক করা।
  • নেটওয়ার্ক স্পিড আপ করা
  • সিস্টেম সিকুরিটি ঠিক আছে কিনা সেটা রিপোর্ট করা
  • ব্যক্তিগত সিকুরিটি সম্বন্ধে রিপোর্ট করা সহ আরও অনেক কিছু

এবার চলুন দেখে নেই এই সফটওয়্যার টি যেভাবে ব্যবহার করবেনঃ

সফটওয়্যার টি সেটআপ করার পর ওপেন হলে নিচের চিত্রের মত আপনার পিসিকে চেক করবে।
0221 দ্বিগুণ করুন আপনার কম্পিউটার এর গতি মাত্র ২.৫ এমবি সাইজের সফটওয়্যার দিয়ে

এবার স্ক্যান শেষ হলে নিচের ছবির মত ওপেন হবে এবং সেখানে Fix Now বাটনে ক্লিক করুন।

033 দ্বিগুণ করুন আপনার কম্পিউটার এর গতি মাত্র ২.৫ এমবি সাইজের সফটওয়্যার দিয়ে

এবার নিচের ছবির মত আসলে সেখানে Continue বাটনে ক্লিক করুন।

044 দ্বিগুণ করুন আপনার কম্পিউটার এর গতি মাত্র ২.৫ এমবি সাইজের সফটওয়্যার দিয়ে

এবার নিচের ছবির মত করে আপনার পিসি ক্লিন ও সমস্যা দূর করবে। হয়তো ২ থেকে ৫ মিনিট সময় লাগতে পারে।

077 দ্বিগুণ করুন আপনার কম্পিউটার এর গতি মাত্র ২.৫ এমবি সাইজের সফটওয়্যার দিয়ে

এবার হয়তো আপনার কম্পিউটার রিস্টার্ট করতে চাইবে রিস্টার্ট করুন। কম্পিউটার রিস্টার্ট করার পর দেখুন আগের তুলনাই অনেক ফাস্ট হয়েছে।

সফটওয়্যার টি এখানে ক্লিক করে ডাউনলোড করুন


পোষ্টটি লিখেছেন টিজে - parvage

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

YAHOO MESSENGER HACKING.হ্যাঁ ইয়াহু মেসেঞ্জার হ্যাক করুন।

MULTIPLE LOG INTO YAHOO MESSENGER

হ্যাঁ, এখন আমি আপনাদের দেখাব কিভাবে yahoo messenger এ multiple log করবেন কন সফটওয়্যার সারা।Follow these steps
1. Go to Start ----> Run . Type regedit, then enter .
2.Navigate to HKEY_CURRENT_USER --------> Software --->yahoo -----
>pager---->Test
3.On the right pane , right-click and choose new Dword value .
4.Rename it as Plural.
5.Double click and assign a decimal value of 1.
That's it done!!
এখন  registry বন্ধ করুন আর ইয়াহু মেসেঞ্জার restart করুন।  For signing in with
new id open another messenger .
্মজা করুন।
সবাই ভাল থাকবেন


 টিউন করেছেন : MRN Hacker

IDM এর যেকোন ভার্সনকে ফুল ভার্সন বানিয়ে ব্যবহার করুন আজীবন!!! (IDM এর রেজি: ঝামেলার দিন শেষ)

বিসমিল্লাহীর রহমানির রাহীম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহর রহমতে  সবাই ভাল থাকুন এই বলে আমার পোষ্ট শুরু করছি।
আজ আমি যে পোষ্টটি করতে যাচ্ছি তা হল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি অন্যতম জরুরী সফট IDM (Internet Download Manager) সম্পর্কিত. এটি ব্যবহার করলে সুবিধার কোন শেষ নাই। আর অসুবিধা তো একটা থাকলেই চলে তা হল Serial key না থাকা। তবে অনেকে Crack, Patch প্রভূতি দিয়ে রেজি: এর কাজ চালান। আবার এখন দেখলাম Crack, Patch, সিরিয়াল প্রভূতি ছাড়াও এর ফুল ভার্সন পাওয়া যাচ্ছে। তবে আমার কথা হল কিভাবে এই IDM কে Crack, Patch, সিরিয়াল প্রভূতি ছাড়াই তৈরী করা হচ্ছে, আর ব্যবহার করা যাচ্ছে আজীবন। আমি সফটওয়্যার সম্পর্কে তেমন জানি না। কিন্তু খুজতে থাকলাম রহস্য। অবশেষ পেয়ে গেলাম। কিভাবে এটিকে HACK করে ফুল ভার্সন তৈরী করা যায়। তাই আগেই বলছি ভাই যারা IDM কে হ্যাক করতে পারেন তারা আমরার বকবকানি না শুনলেও চলবে অর্থাত আপনার জন্য ভাই এই পোষ্টটি না পড়লেও চলবে। আর যারা IDM কে HACK করার জন্য প্রস্তুতি নিয়েছেন সেই সকল ভাইয়েদের জন্য মূল কথা লেখা শুরু করলাম।
### ভাই প্রথমেই বলছি এই কাজটি কিন্তু খুবই সহজ। বলতে গেলে পানির মতই সহজ। তবে শর্ত হল আপনাকে মনযোগ দিয়ে লেখাটি পড়তে হবে এবং ধৈর্য্য সহকারে কাজগুলো ধাপে ধাপে  গুলো করতে হবে। ###

১. সর্ব প্রথম এখানে ক্লিককরে ১ কেবি ওজনের একটি ফাইল ডাউনলোড করে নিন। এটি একটি Hosts ফাইল। তবে আপলোডের সুবিধার্থে আমি এটিকে .rar ফরম্যাটে রেখেছি। তাই Extract করার জন্য WinRAR বা 7ZIP ব্যবহার করুন।
২.  WinRAR বা 7zip সেটআপ হয়ে গেলে, প্রথমে ডাউনলোড করা ১কেবি ওজনের Hosts ফাইল টিতে রাইট বাটনর ক্লিক করে Extract এ ক্লিক করুন। দেখবেন Extract হয়ে গিয়েছে।
এখন আপনার পিসির Run এগিয়ে নিচের লেখাটি হুবহু পেষ্ট করে OK বাটনে ক্লিক করুন।                                           C:\WINDOWS\system32\drivers\etc                                                                                                              
 ৩. দেখবেন নতুন একটি উইন্ডো এসেছে। এখানে Extract করা hosts ফাইলটির একটি কপি এনে পেষ্ট করুন। যদিকোন কিছু দেখায় তাহলে Replace বা Overwrite এ ক্লিক করুন।                                                                                                                      
  ৪. এখন সব কিছু ক্লোজ করে, পিসিকে রিষ্টার্ট দিন।                                                                                                         
 ব্যাস দেখবেন আপনার IDM এবার রেজি: ছাড়াই আজীবন কাজ করবে ইনশআল্লাহ।

 টিউন করেছেন : Ferari Nasim

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

জিপি মডেম থেকে কল করার প্লাগিন

আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই টিউন। আমরা অনেকেই গ্রামীন ফোন এর ইন্টারনেট মোডেম ব্যাবহার করি। GP Internet Modem ব্যাবহার করার সময় আমাদের অনেক সময় Account Balance Check করার দরকার পরে। এবং অনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে। কিন্তু সমস্যা হল GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Function গুলা থাকে না। তাই আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি ভাল লাগবে। গ্রামীন ফোনের মোডেম ব্যাবহার করে কম্পিউটার থেকে সরাসরি কল করার জন্য এবং Account Balance চেক কল রিসিভ করার জন্য আপনারা একটা সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। সফটওয়্যারটির নাম হোল GP USSD Activator Plugin আরেকটি কথা এই সফটওয়্যার ইন্সটল করলে Grameen Phone মোডেম এর সাথে থাকা Default Homepage (internet.grameenphone.com) এর বদলে পাচ্ছেন (http://www.google.com)। আশা করি আপনাদের কাজে লাগবে।কাজটি খুব সহজ। আসুন দেখে নেই কাজটি কিভাবে করতে হবেঃ Support Windows XP, Vista, 7 ( 32 and 64 bit) এখন GrameenPhone Internet সফটওয়্যার টি Exit অথবা Close করুন। এখন উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা GP USSD Activator Plugin সফটওয়্যারটি ইন্সটল করুন। (প্রয়োজনে Instraction দেখে নিন।) এখন আবার ডেস্কটপ থেকে অথবা All Program থেকে GrameenPhone Internet সফটওয়্যারটি Open করুন।
সুতরাং আর দেরি না করে উপভোগ করুন গ্রামীন ফোন মোডেম থেকে সরাসরি Account Balance চেক এবং কল করার মজা। সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলঃ

Download

GP USSD Activator Plugin From Here Support Windows XP, Vista, 7 ( 32 and 64 bit)
সবাই ভাল থাকবে।
আশাকরি টিউনটি আপনাদের ভাললাগছে ।
অবশ্যই আপনাদের মতামত দিবেন ।

 টিউন করেছেন : justahasan

শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

একদম ফ্রী তে ডাউনলোড করুন Eset nod32 Serial key-20 September 2012।

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন । আমিও আপনাদের দুয়াই ও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব,  Eset nod32 Serial key-20 September 2012 ।
আপনারা সকলেই জানেন যে, World এর আরেকটি অন্যতম AntiVirus Eset nod32 । যারা ফ্রী Trail Version ব্যবহার করেন তাদের জন্য এই  Serial key খুবি দরকারি। কারন Trail Version বেসি দিন ব্যবহার করা জাইনা, এবং তেমন ভাল মত কাজ অ করে না। এ জন্য আপনাদের সুবিধার্থে  আমি আপনাদের জন্য নিয়ে এলাম  Serial key ।

যাইহোক বেশি কথা বারাবনা। জাদের প্রয়োজন নিচের থেকে ডাউনলোড করে নিন।
free eset nod32 antivirus license একদম ফ্রী তে ডাউনলোড করুন Eset nod32 Serial key 20 September 2012।

PassWord Is: [www.netalamin.blogspot.com]
Download Now


পোষ্টটি লিখেছেন টিজে - মোঃ আল-আমিন হুসাইন

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

সেরা ১০ এন্ড্রয়েড HD গেমস ২০১২ । ফ্রী ডাউনলোড!

এন্ড্রয়েড এর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী, এব্যাপারে কোন সন্দেহ নেই। বাংলাদেশে যার ব্যাপ্তি দিন দিন বেড়েই চলছে।  SmartPhone এর বাজারটাই দখল করে নিয়েছে এন্ড্রয়েড চালিত মোবাইলগুলো। আইফোনের তুলনায় দামে কম হওয়ায় এবং অগনিত Customization ফ্যাসিলিটি থাকার দরুন সবাই এখন এন্ড্রয়েড এর দিকেই বেশি ঝুঁকছে।
এন্ড্রয়েড এর জনপ্রিয়তা কে মাথায় রেখেই এই কালেকশন এ আপনাদের দিচ্ছি ২০১২ সালের সেরা ১০ এন্ড্রয়েড গেমস।  ২০১২ সালেও সবাইকে মোবাইল গেমের স্বাদ থেকে বঞ্চিত করেনি সেরা মোবাইল গেম নির্মাতা Gameloft। যথারীতি বের করেছে Asphalt 7: Heat, Amazing Spiderman, The Dark Knight Rises এর মত কাঙ্খিত গেমগুলো। কালেকশনে এ গেমস গুলো ছাড়াও আর ৭ টি গেমস থাকছে।
গেমস লিস্টঃ
Asphalt 7: Heat
ডাউনলোড লিঙ্কঃ [Asphalt 7 Apk]  Asphalt 7 sd data-[Part1] [Part2] [Part3] [Part4] [Part5]
Amazing SpiderMan
ডাউনলোড লিঙ্কঃ [Amazing SpiderMan Apk] Amazing SpiderMan sd data-[Part1] [Part2] [Part3]
Dark Knight Rises
ডাউনলোড লিঙ্কঃ [Dark Knight Rises Apk] Dark Knight Rises sd data-[Part1] [Part2] [Part3] [Part4] [Part5]
Modern Combat 3: fallen Nation
ডাউনলোড লিঙ্কঃ [Modern Combat 3 Apk] [Modern Combat 3 sd data]
Mass Effect: Infiltrator
ডাউনলোড লিঙ্কঃ [Mass Effect Apk] Mass Effect sd data-[Part 1] [Part 2]
Max Payne
ডাউনলোড লিঙ্কঃ [Max Payne Apk] [Max Payne sd data]
Fifa 2012
ডাউনলোড লিঙ্কঃ [Fifa 2012 Apk & sd data torrent]
Pes 2012
ডাউনলোড লিঙ্কঃ [Pes 2012 Apk] Pes 2012sd data-[Part1] [Part2]
Dungeon Hunter 3
ডাউনলোড লিঙ্কঃ [Dungeon Hunter 3 Apk] [Dungeon Hunter 3 sd data]
Dead Trigger
ডাউনলোড লিঙ্কঃ [Dead Trigger Apk] [Dead Trigger sd data]



 টিউন করেছেন : Lycanbd



Android + Cricket প্রেমিরা এখন থেকে T20 worldcup এর Live Score দেখুন আপনার পছন্দের Android – এ


 টিউন করেছেন : রিফান


প্রথমে বলে রাখা ভাল...... এই app এবং  widget টি আমাদের বাংলাদেশি কিছু ভাইদের পরিশ্রমের ফসল :)
এখন থেকে ক্রিকেট প্রেমিরা  T20 worldcup এর liver score দেখতে পারবেন আপনার নিজের পছন্দের android smart phone টি তে.........
যাদের android smart phone আছে তারা এই app টি এবং Widget টি ফ্রি তে ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দের android smart phone টি তে
এই app টি ডাউনলোড করুন এখান থেকে

এবং widget টি ডাউনলোড করুন এখান থেকে











বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২

ডাউনলোড করে নিন নতুন কিছু গুরুত্বপূর্ণ এন্ড্রোয়েড সফটওয়্যার

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
আমরা জানি তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে। ধরা দিচ্ছে প্রযুক্তির নাগালের অবস্থানরত মানুষের হাতে। প্রযুক্তি নির্ভর মানুষগুলোর কারণেই তথ্যপ্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এবং অসাধারন কিছু এন্ড্রোয়েড সফটওয়্যার আশা করি সফটওয়্যার গুলু এন্ড্রোয়েড প্রেমিদের কাজে লাগবে। ভাল লাগলে কমেন্ট করে জানাবেন
1
AVG Antivirus Pro 2.11.1 Apk

Download Now

2
Locus Pro 2.4.0 Apk

Download Now

3
n7player Music Player Full 1.2.2 Apk

Download Now

4
WiFi File Explorer PRO 1.7.3 (v1.7.3)

Download Now

5
HDR Camera+ 2.20 [v2.20]

Download Now

6
FaceLock for apps Pro 2.5.5 (v2.5.5)

Download Now

7
Root Uninstaller Pro 2.8

Download Now

8
BlackList Pro 2.97

Download Now

9
SECuRET SpyCam 1.9.3 (v1.9.3)

Download Now

10
APK JELLY BEAN THEME GO LAUNCHER APK V5.2 (5.2)

Download Now

+++++++++++++

----------------------------------------------------------------------------------------------------



 টিউন করেছেন : প্রতিবাদী মাস্টার

ডাউনলোড করে নিন Microsoft Office 2013 Professional Plus (x86x64) ফ্রী মিডিয়াফাইয়ার লিংক থেকে । সাথে রয়েছে সিরিয়াল কি……!!!

আসসালামুওয়ালায়কুম বন্ধুরা সকলে কেমন আছো??? আসা করি ভাল । আজ অনেক দিন পর টিউন করতে বসেছি কারন আমার মা আবার স্ট্রোক করেছে । সকলে আমার মা-র জন্য দোয়া করবেন ।
আচ্ছা আসল কথায় ফিরে আসি আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি

Microsoft Office 2013 Professional Plus (x86x64)

এর সাথে রয়েছে সিরিয়াল কি একদম ফ্রী সরাসরি মিডিয়াফাইয়ার লিংক থেকে ।
ডাউনলোড করার জন্য ক্লিক করুন এইখানে
যদি আপনাদের আরও এমন নতুন সফটওয়্যার, গেমস, মুভি, ওয়ালপেপার, মিউজিক প্রয়োজন হয় তাহলে ক্লিক করুন এইখানে ।


 টিউন করেছেন : আসিফ আজাদ

HiDownload ম্যানেজার,এ ডাউনলোডে ভাল স্পিড পাওয়া যায়। ( কী-জেন সহ )

আচ্ছালামু আলাইকুম,
HiDownload একটি ডাউনলোড ম্যানেজার যে খুবই দরকারী যখন আপনি ওয়েব থেকে বা FTP সার্ভার থেকে বড় ফাইল ডাউনলোড করতে চান. প্রায় সমস্ত ব্রাউজারের একটি ডাউনলোড ম্যানেজার কোন না কোন  ধরণের রয়েছে কিন্তু তাদের অধিকাংশই একাধিক ভাগে বিভক্ত ফাইল এবং তাদের ডাউনলোড আলাদা আলাদাভাবে ভিবক্ত এবং ক্ষমতা খুবি কম।
এই অ্যাপ্লিকেশনের দ্বারা  আপনার ব্যান্ডউইথ অধিকাংশ করে তোলে যাতে উল্লেখযোগ্যভাবে আপনি আপনার ডাউনলোড স্পিড পান।
যদি আপনার  কম্পিউটার বন্ধ থাকে বা ডাউনলোড করবেননা  ডাউনলোড পরে পুনরায় শুরু করতে পারেন.( অথ্যাৎ রিসিউম ডাউনলোড ) সুবিদা পাবেন এতে।
এ ছাড়া আরো অনেককিছু আছে এতে আমি এখন ডাউনলোড করলাম এবং ইন্সটল শেষ করেই
আপনাদের সাথে শেয়ার করতে বসেছি।
আইডিএম এ,যাহা যাহা আছে আমার মনে হয় এতে তার ছেয়ে সামান্য কিছু অপশিন
বেশি দেখা জাচ্ছে,দেখা যাক আমি ও ব্যাবহার করে দেখি আর আপনারা ও দেখুন।
ফলাফল জানাতে ভুল করবেন না।
হাইডাউনলোড ম্যানেজার কে ডাউনলোড করার জন্য এখানে প্রেস করুন
রেজিস্ট্রেশন কী-জেন এর জন্য নিছে ক্লীক করুন।
এখানে প্রেস করুন। মিডিয়াফায়ার লিংক
এখানে প্রেস করুন। টু-শেয়ারেড লিংক
এখানে প্রেস করুন। ড্রপবক্স লিংক
আল্লাহ্‌ হাফিজ।

হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখুন একদম সহজে [ কোন সফটওয়্যার ছাড়া] !!

শুভ সকাল বন্ধুরা ।
এখন আমি আপনাদের একটা মিনি টিপস শেয়ার করব ।
আমাদের কম্পিউটারে অনেক সময় অনেক ব্যক্তিগত  তথ্য থাকতেই পারে, যেগুলো আমরা অন্যদের দেখাতে চাই না।
সে ক্ষেত্রে আপনি চাইলে হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ সব বাক্তিগত তথ্য রেখে ড্রাইভটি লুকিয়ে রাখতে পারেন।
এজন্য যা  করবেন , দেখে নিন ……
প্রথমে স্টার্ট মেনু থেকে Run-এ যেতে হবে বা কীবোর্ড থেকে Windows+R প্রেস করতে হবে ।
এর পর সেখানে cmd লিখে এন্টার করুন।কমান্ড প্রম্পট চালু হবে।
কমান্ড প্রম্পট চালু হলে  diskpart লিখে এন্টার করুন।
উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে একটি নোটিফিকেশন আসবে। সেটাতে ইয়েস করে দিলেই নতুন একটি কমান্ড প্রম্পট (নতুন উইন্ডো) চালু হবে।
সেখানে DISKPART> এর পরে লিখুন list volume এবং এন্টার করুন।সব কটি ড্রাইভের একটি তালিকা চলে আসবে।
এখন যে ড্রাইভটি আপনি লুকাতে বা হাইড করতে  চান, সেটির ভলিউম নম্বর লিখুন।
একটু খেয়েল করলে দেখতে পাবেন, প্রতিটি ড্রাইভের পাশেই এর ভলিউম নম্বর দেয়া আছে।
যেমন—আপনি যদি E:\ ড্রাইভ হাইড করতে চান, তাহলে E:\ ড্রাইভের ভলিউম নম্বর লিখে এন্টার করুন।
E:\ ড্রাইভের ভলিউম নম্বর 4 হলে লিখুন DISKPART>-এর পরে লিখুন select volume 4, তাহলে আপনার E:\ ভলিউমটি নির্বাচন করা হবে।
তারপর হাইড করার জন্য DISKPART>-এর পরে লিখুন remove letter E, তাহলে আপনার নির্বাচিত  ড্রাইভটি হাইড হবে।
এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন না ।
যদি ড্রাইভটি আবার দেখতে চান, তাহলে হাইড  ড্রাইভটি একই পদ্ধতিতে নির্বাচন করে লিখুন assign letter E এবং Command Prompt বন্ধ করে দিন।
এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন।
সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আমার জন্যও দোয়া করুন ।


পোষ্টটি লিখেছেন: কম্পিউটার ভাইরাস

Google Chrome এ যুক্ত করুন ইচ্ছে মত Add-Ons (সাথে কিছু দারুণ Add-Ons এর লিস্ট)

Google এর যেকোনো পণ্য এক কথায়  গুনে মানে অনন্য ! Google Chrome বর্তমানের সব থেকে ফাস্ট ব্রাউজার !
Google Chrome এর অনেক কুটিনাটি এখনো আমাদের অনেকের অজানা !
আসুন প্রথমে জেনে নেই ব্রাউজার এর Add-Ons বা Extensions /Plugins কি?
তার আগে বলে নেই Add-Ons এই নাম টা ব্যাবহার করে মুলত Mozilla Firefox
আর Google Chrome ব্যাবহার করে Extensions নামে।
ভিন্ন ভিন্ন নাম ব্যাবহার করলেও কাজ আসলে একি ।
এখন আসুন এই  Add-Ons এর কাজ গুলা নিয়ে হালকা একটু ধারণা আপনাদের দেই ।
Add-Ons হল ব্রাউজারের সাহায্যকারী বস্তু, বা টুলস , অনেক  সৌখিন বা পেশাদার ওয়েব ডেভালোপার /ডিজাইনার রা তৈরি করে এই সব Add-Ons বা Extensions।
এই Add-Ons ব্যাবহার কারিদের মাঝে তুমুল জনপ্রিয় ! কারন Add-Ons ব্যাবহারের ফলে ব্রাউজিং এ সময় অপচয় কম হয় এবং সফটওয়্যার ব্যাবহার না করেই ব্রাউজার দিয়ে অনেক কাজ করে নেয়া যায় ।
এত্তক্ষন লেকচার দিলাম এখন আসি আসল কাহিনীতে :P
———————————————————————————————–
Google Chrome এ (Extensions) Add-Ons যুক্ত করতে প্রথমে যান >Setting > Extensions >Get more extensions
(নিচের চিত্র দেখুন)

অতবা এই লিংক এ ক্লিক করুন >
https://chrome.google.com/webstore/category/home
এখন নিচের চিত্রর মত পেজ আসবে
↓↓

লাল চিহ্ন দেয়া অংশে আপনার কাঙ্কখিত Extensions টি সার্চ দিয়ে খুজে নিতে পারেন তার পর যে Extensions টি পছন্দ হবে ওটার উপর মাউস নিয়ে ক্লিক করুন GET TO CROME এ  এবং একটু সময় অপেক্ষা করুণ এই তো হয়ে গেল আপনার Google Chrome এ Add ons + করার কাজ !
——————————————————————————————————–
এতক্ষন দেখালাম কেমন করে Google Chrome এ Add ons + করতে হয় । আসুন এবার কিছু দারুণ দারুণ Add ons এর লিংক দেই ! লিংক গুলাতে জাস্ট ক্লিক করে অ্যাড করে নিন  ↓↓
  1. Facebook Photo Zoom
  2. FireShot: Webpage Screenshots + Anno
  3. Unfriend Finder for Facebook
  4. Google Calendar
  5. Google Translate
  6. Gmail Offline
  7. Picasa
  8. Facebook Notifications
  9. Facebook Colour Changer
  10. IP Address
আরও অনেক মজার মজার Add ons পাবেন আমি জানি এখন আপনারা নিজে নিজেই অ্যাড করে নিতে পারবেন :)


এই পোস্টটি মুলত Google Chrome নতুন ব্যাবহার কারি দের জন্য ।
চেষ্টা করেছি সহজ করে ব্যাখ্যা করে বুঝাতে , কতো টুকু সফল হলাম জানি না ।
নিচের কমেন্ট বক্স আপনাদের হাতে ছেড়ে দিলাম ।
ভাল থাকবেন সবাই , আল্লাহ্‌ হাফেজ


পোষ্টটি লিখেছেন: B Islam

 

মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

সফটওয়্যারের সয়ংক্রিয় আপডেট বন্ধ করুন

সবাইকে শুভেচ্ছা ।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিছু সফটওয়্যার ইন্টারনেট সংযোগ থাকলে নিজে নিজে আপটেড হয় ফলে ইন্টারনেট ব্যবহার হয় অগোচরেই। বেশীর ভাগ ক্ষেত্রেই এসব আপডেটের প্রয়োজন হয় না। একটি ছোট সফটওয়্যার দ্বারা এসকল সয়ংক্রিয় আপডেট বন্ধ করা যায়।
updatefreezer
এজন্য www.updatefreezer.org থেকে সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করে ইনস্টল করুন।
এবার সফটওয়্যারটি চালু করে পছন্দের সফটওয়্যারটির সয়ংক্রিয় আপডেট ডিজেবল করুন।
ধন্যবাদ । 

উইন্ডোজ এর Welcome Screen এ যুক্ত করুন নিজস্ব মেসেজ

এক্ষণ থেকে আপনি পারবেন উইন্ডোজ এর Welcome Screen এ নিজস্ব মেসেজ দিতে ।
নীচের পদ্ধতিটি অনুসরণ করুন আর যুক্ত করুন আপনার যেকোন মেসেজ ।

  • ১। Start>Run>Regedit টাইপ করে এন্টার চাপুন।
  • ২।এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন।
  • ৩।এবার ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন।
  • ৪। এবার ডান দিক থেকে LegalNoticeText এ ডাবল ক্লিক করুন। আপনি কি মেসেজ দিতে চান তা এর মধ্যে টাইপ করুন।
এবার কম্পিউটার রিবুট করুন আর ফলাফল দেখুন ।

রিমুভ করতে হলেঃ
আপনি যেখানে LegalNoticeCaption এবং LegalNoticeText লিখেছেন সেখানের text গুলো মুছে দিয়ে রির্স্টাট করুন।
ধন্যবাদ ।

আপনার কম্পিউটারের USB Port বন্ধ করে দিন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আপনাদের আজ কম্পিউটারের USB Port বন্ধ করা শিখাব । 
আপনার কম্পিউটারের ইউএসবি ডিভাইস লাগালে তা Show করবে না ! এই কাজটি করা গেলে একটু মজা হত । তাহলে এবার শিখে নিন কিভাবে করতে হয় ।
প্রথমে আপনার কম্পিউটারের Desktop এর My Computer এর উপর Mouse এর Right button ক্লিক করুন। তারপর Manage এ ক্লিক করুন। 

এরপর Device Manager ক্লিক করুন, তারপর  Universal Serial Bus controllers এর উপর ডবল ক্লিক করুন, তারপর USB Root Hub নামে 4টি অপশন পাবেন, সেখান থেকে সবার শেষের আগের  USB Root Hub এর উপর Mouse এর Right button ক্লিক করে Disable করে দিন। 

এরপর থেকে আপনার কম্পিউটারে আর Pen drive এবং Modem যাই প্রবেশ করান তা আর শো করবে না, 
আবার একই উপায়ে USB Root Hub এর উপর Mouse এর Right button ক্লিক করে  Enable করে দিলে Show করবে।
সবাইকে ধন্যবাদ । 

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

নিয়ে নিন Kaspersky Anti Virus 2013 & internet security 2013 with 1 year serial key. 100% work.

আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম Kaspersky Anti Virus 2013 & internet security 2013 with 1 year serial key।
যারা Kaspersky Anti Virus  & internet security চালান বা চালাতে ইচ্ছুক তাদেরকে আর টাকা দিয়ে KEY কিনতে হবে না। তারা ইচ্ছে করলে এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন।
এখানে ক্লিক করুন     Kaspersky Anti Virus 2013
Kaspersky internet security 2013
এবং KEY ডাউনলোড করুন   ।
সফটওয়্যার ইনষ্টল করার পর আপনার Internet সংযোগ বন্ধ করে
activevation  code  লিখুন 11111-11111-11111-1111X

এরপর NEXT  এ  ক্লিক করুন ।  তারপর নিচে ডাউনলোড করা কী ফাইল সিলেক্ট করুন,

এবং ACTIVE/NEXT এ ক্লিক করুন।
সব কাজ শেষ।
 ্
যারা সফল ভাবে কাজটি করতে পারবেন তারা অবশ্যয় জানাতে ভুলবেন না
আর ্ ্যারা পারবেন না তারা অবশ্যয় জানাবেন কোথায় সমস্যা হচ্ছে।
এখনকার মত এখানেই শেষ করলাম।

পোষ্টটি লিখেছেন টিজে - apurbo02

অপেরা মিনি দিয়ে বাংলা দেখুন ও লেখুন

সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহ্‌ অশেষ কৃপায় ভাল আছেন । আমি আজ যে টিউনটি করবো এটা আগেও একবার প্রকাশিত হয়েছে ।
আপনারা সবাই এ সম্পর্কে জানেন কিন্তু যারা নতুন তাদের জন্যই মূলত আমি এই টিউনটি করেছি বলতে পারেন। কেননা প্রায় ১ বছর আগে এই টিউনটি প্রকাশিত হয়েছিল ।
সুতরাং , যারা নতুন এসেছেন তারা এই টিউন নাও পেতে পারেন । আমি মনে করি প্রায় সবার জন্য এ টিউন প্রয়োজন (বিশেষ করে যারা java সমর্থিত মোবাইল দিয়ে বাংলা ওয়েব সাইট পড়তে চান)
তাই আমি নতুনদের উদ্দেশে এই টিউন করলাম । কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি ।
যেসব মোবাইলে বাংলা সাপোর্ট নাই, সেসব মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। এতদিন আমরা এটাই জেনেছি।
কিন্তু এখন অপেরা মিনি দিয়ে বাংলা দেখা যায় ।
আপনার মোবাইলে যদি জাভা সমর্থিত থাকে, তাহলে প্রথমে অপেরা মিনির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।
মোবাইল থেকে ডাউনলোড করতে যান http://mini.opera.com এ ।
অপেরামিনির সর্বশেষ ভার্সন opera mini next ডাউনলোড করতে যান http://mini.opera.com/next এ ।
তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার'এ লিখুন about:config অথবা opera:config (www. ছাড়া লিখতে হবে)
কিছুক্ষন অপেক্ষা করুন কিছু অপশন আসবে । সবার শেষে যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts)
এখানে yes করে দিন। এবার save এ ক্লিক করুন ।
বার দেখুন, মোবাইলে বাংলা সাইট আসে কি না ।
এখন অপেরা মিনি দিয়ে বাংলা লিখা যায় । বাংলা লেখার জন্য অপেরা মিনি বাংলা রাইটএবল ব্যবহার করতে হয় ।
অপেরা মিনি বাংলা রাইটএবল ডাউনলোড দেওয়ার লিঙ্ক হচ্ছে http://joybd.com/opera-mini-bangla-writeable/

 টিউন করেছেন : মেহেদী হাসান জিছেল

এবার Play Store এর Android Application ডাউনলোড করুন PC থেকে।

PC HELPLINE BD তে আমার প্রথম পোস্ট এটি, ভুল হলে ক্ষমা করবেন।
যারা জানেন তাদের জন্য নয়।
অনেক সময় আমাদের ANDROID APPLICATION DOWNLOAD করার জন্য PLAY STORE থেকে DOWNLOAD দিতে হয়। এতে আমাদের ফোন এ ইন্টারনেট প্যাকেজ এর প্রয়োজন পরে। কিন্তু যদি ইন্টারনেট প্যাকেজ না থাকে ফোন এ???? তাহলে কি আপনি ANDROID APPLICATION DOWNLOAD দিবেননা? এই যুগে কি তা মেনে নেয়া যায়???
আপনার যদি একটি পিসি থাকে ও সেটাতে ইন্টারনেট থাকে আপনি অতি সহজেই PLAY STORE থেকে APPLICATION DOWNLOAD করতে পারবেন ও পরে সেটি আপনার প্রিয় ফোন এ ব্লুটুথ অথবা ডাটা ক্যাবল দিয়ে ট্রান্সফার করে ইন্সটল করতে পারবেন।
নিচে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়মটি দেখানো হলঃ
১. আপনি প্রথমে DESKTOP থেকে GOOGLE CHROME BROWSER টির একটি আলাদা Shortcut কপি বানাবেন, তারপর আপনার পছন্দ মত জায়গায় রাখুন।

২. তারপর GOOGLE CHROME BROWSER Shortcut টিতে রাইট ক্লিক করে নিচের ছবি অনুযায়ী কাজ করুন।
Add   –ignore-certificate-errors    at the end of the target field.
৩. এখন নিচের লিঙ্ক থেকে APK DOWNLOADER EXTENSION for chrome টি DOWNLOAD করুন
http://www.mediafire.com/?fhchd71ljy8vw11
ফাইলটি ২৯.১৭ কেবি মাত্র।
৪. DOWNLOAD করার সময় chrome একটু ঝামেলা করতে পারে


chrome ওপেন করে নিচের ছবি দেখে কাজ করুন।




এভাবে EXTENSION এ গিয়ে আপনি APK DOWNLOADER EXTENSION টি DRAG করে Chrome এ আনবেন। আমি APK DOWNLOADER EXTENSION DESKTOP এ রেখেছি।


APK DOWNLOADER EXTENSION টিতে LEFT MOUSE BUTTON চেপে DRAG করুন DROP to install লেখাটি আসবে।

Add করার পর একটি নতুন Window আসবে

To find device id Open dial pad, call *#*#8255#*#* ( 8255 = TALK ). If it opens “GTalk Service Monitor”, find lines that begin with JID and Device ID. Your email is JID, and your device id is a string that after android- prefix
For example: if it shows android-1234567890abcdef , then your device ID is 1234567890abcdef
Do not type in random email or device ID, it won’t work
JID তে যেই email আছে সেটি ও device ID হিসেবে Device ID : android-XXXaaXXXaXXaXaaX (16  code)

কাজ শেষ এখন শুধু DOWNLOAD আর DOWNLOAD কিন্তু কিভাবে??? খুবই সহজ।
ভিডিওটি দেখুন।
আর একটি কথা Application APK format এ Download হবে।
তারপর আপনার প্রিয় ফোনে সাধের Application APK format ট্রান্সফার করুন।
কিন্তু কিভাবে ইন্সটল করবেন?
GO TO SETTINGS>APPLICATION>UNKNOWN SOURCES>TICK>OK
তারপর আপনি যেখানে Application রেখেছেন সেখান থেকে যেটা ইন্সটল করতে চান সেটা ওপেন করুন।
আপনি যদি Chrome দিয়ে না পারেন তবে Comodo Dragon Use করুন অবশ্যই হবে।
http://www.comodo.com/home/download/download.php?prod=browser
APK DOWNLOADER অফিসিয়াল ওয়েবসাইট হলো এটিঃ http://codekiem.com/2012/02/24/apk-downloader/
শুধুমাত্র FREE APPS ডাউনলোড করা যাবে।
নিজ দায়িত্বে কাজ করবেন কোনো ক্ষতির জন্য লেখক কিংবা সাইট দায়বদ্ধ নয়।
ধন্যবাদ।

আপনার কম্পিউটার এর ডেস্কটপ এ দিন অসাধারণ 3D ইফেক্ট

যারা ডেস্কটপকে একটু ভিন্ন আমেজে সাজাতে চান তাদের জন্য দারুন দারুন কিছু এ্যানিমেটেড ওয়ালপেপার শেয়ার করতে চাই। যা ব্যবহার করে আপনিও বেশ মজা পাবেন। আমি যে এ্যানিমেটেড ওয়ালপেপার কথা বলছি সেটা পানিতে ভেসে বেড়াবে আপনার ডেস্কটপ।
  তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন ।
 সিরিয়াল নাম্বারের জন্য এখান থেকে  Keygen ডাউনলোড করে নিন। 
 সফটটি মাত্র ১.১৭ মেগাবাইট।  
Watery Desktop 3D নামের সফটটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ডেস্কটপ আইকনে ক্লিক করলেই টাস্কবার আইকন আসবে আপনি এখান থেকে স্ক্রীন সেভারের গতি নিয়ন্ত্রন করতে পারেন। তাহলে দেরী না করে ডাউনলোড করে নিন। 
আরও বেশ কিছু এ্যানিমেটেড ওয়ালপেপার ডাউনলোড করার লিংক  নিন।
এখান থেকে বিভিন্ন ধরনের এ্যানিমেটেড ওয়ালপেপার ডাউনলোড করে নিতে পারেন http://www.push-entertainment.com/products.html

ভুল করে ডিলেট করা ফাইল রিকভার করে নিন

ভুল করে ডিলেট করা ফাইল গুলি প্রয়োজন হলে রিকভার করে নিতে পারেন একটি রিকভারি সফট দিয়ে । যার নাম Pandora Recovery সফটওয়্যার। আমাদের প্রতিদিন কাজের মাঝে ভুলের কারনে কম্পিউটার কিংবা মেমোরি/ পেনড্রাইভ থেকে অনেক প্রয়োজনীয় ডাটা ডিলেট হয়ে যায়, যা রিসাইকেল বিনে না থাকলে পড়ে যেতে হয় মহা বিপদে। এই বিপদ থেকে অনেকটা উদ্ধার করবে Pandora Recovery সফটওয়্যার। মাত্র ৩.২৭ মেগাবাইটের সফট। একেবারে ফ্রী। কোন সিরিয়াল বা ক্র্যাকের প্রয়োজন নেই।  
ডাউনলোড লিংক- এখানে ক্লিক করুন।
এটি খুব দ্রুত আপনার ড্রাইভ, মেমোরি বা পেন ড্রাইভ কে স্ক্যান করে ফিরিয়ে দেবে হারানো ডাটা। কিভাবে এটি কাজ করে দেখে নেয়া যাক। ইন্সটল করুন। 
ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে Pandora Recovery ওপেন করুন । 
রিসাইকেল বিনে কিছু না পেলে No, I did not find my files এ টিক চিহ্ন দিয়ে Next করুন।
এবার যে ড্রাইভ টি স্ক্যান করতে চান তা সিলেক্ট করে Next করুন।
প্রথম অপশন সিলেক্ট করে Next করুন।
আপনি যে ড্রাইভটির হারানো ফাইল ডাটা খুজছেন তা দেখা যাবে । 
এবার আপনি যে ফাইল বা ডাটাটি রিকভার করতে চান তাতে সিলেক্ট করে রিকভার করুন অন্য কোথাও। রিকভার করার জন্য আপনাকে যা করতে হবে- আপনি যে ফাইলটি রিকভার করতে চান তা সিলেক্ট করলে মেনু বারে রিকভার করার অপশন আসবে তাতে ক্লিক করুন, দেখুন একটি নতুন উইন্ডো আসবে তাতে আপনি রিকভার করা ফাইলটি কোথায় রাখবেন তা সিলেক্ট করুন এবং Recover Now এ ক্লিক দিন কিছুক্ষনের মধ্যেই দেখবেন ফাইলটি রিকভার হয়ে গেছে। উপরোক্ত পদ্ধতি ছাড়াও আর একটি উপায়ে ফাইল রিকভার করার সিস্টেম আছে, চলুন সেটি দেখি। সবার উপরে যে চিত্রটি রয়েছে তাতে Exit Wizard ক্লিক দিন । 

এখানে আপনি Browse, Search Surface Scan অপশন পাবেন। Surface Scan অপশন এর বিশেষত্ব হচ্ছে আপনি ইচ্ছে করলে আলাদা আলাদা ভাবে স্ক্যান করে রিকভার করতে পারেন। যেমন- ইমেজ,জিপ,অফিস ডকুমেন্ট,মিউজিক ও পিডিএফ ফাইল। প্রতিটি আলাদা ভাবে সিলেক্ট করে স্ক্যান করে রিকভার করতে পারেন।
রিকভার সফট নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি বেশী উচ্চাশা দিয়ে বলবো না। আমি শুধু এইটুকুই বলবো আপনার কম্পিউটারের ড্রাইভ, মেমোরি অথবা পেন ড্রাইভ থেকে ফাইল কোন কারনে মুছে গেলে এই সফট দিয়ে রিকভার করার চেষ্টা করুন কাংখিত ফলাফল পাওয়া যাবে। দেরী না করে প্রয়োজনীয় সফটওয়্যারের তালিকায় Pandora Recovery কে রাখুন এবং প্রয়োজনে একে ব্যবহার করুন। 
ধন্যবাদ । 

ডেমো কিংবা ট্রায়াল সফটওয়্যারকে সারা জীবন ব্যবহার করুন

আজকে একটি ভাল মানের সফটওয়্যার নিয়ে এসেছি সবার জন্য। কিছু সফ্টঅয়ার আছে যেগুলো ফ্রি ব্যবহার করতে দেয় আবার কিছু সফ্টঅয়ার আছে যা ৩০/৯০দিনের জন্য ট্রায়াল হিসেবে দিয়ে থাকে । যখন ৩০/৯০ দিন শেষ হয় তখন সেটি বন্ধ হয়ে হয়ে যায়। সেটি বন্ধ হলে একটা নির্ধারিত টাকার বিনিময়ে ক্রয় করে ব্যবহার করতে হবে। আপনি ইচ্ছে করলে একটি ছোট্ট সফট দিয়ে ডেমো কিংবা ট্রায়াল সফটওয়্যার সারা জীবন ব্যবহার করতে পারবেন।

সফটটির নাম টাইম স্টপার। টাইম স্টপার আপনাকে সাহায্য করবে ট্রায়াল সফট এর দিন গননা কে বন্ধ করতে যেটা সফট ইন্সটল এর দিন থেকে শুরু হয়েছিল।

এখন দেখুন সফট টি কিভাবে ব্যবহার করবেনঃ

১ম ধাপঃ সফট টি সেটাপ দিন । তারপর ওপেন করুন ।
২য় ধাপঃ ব্রাউজ করে দেখিয়ে দিন *.exe file যেই সফট এর সময় পেছাতে চান।
৩য় ধাপঃ নতুন একটা ডেট দিন যেটা হবে ট্রায়াল প্রিয়ড এর মধ্যে যেকোন দিন।
৪র্থঃ নতুন জীবন পাওয়া সফট এর আইকন এর নাম দেবার জন্য নাম লিখুন।
৫মঃ এখন থেকে নতুন তৈরী হওয়া আইকন দিয়ে ব্যবহার করতে থাকুন।
ডাউনলোড লিঙ্কঃ
http://timestopper.blinkweb.com/
মিডিয়া ফায়ার লিংক>>
ধন্যবাদ । 
1

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews