সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২

Kaspersky 2013 উপভোগ করুন বিনে পয়সায় এবং kaspersky 2014 ও !!!

Computer কে virus free রাখতে সকলেই কোন না কোন Anti Virus ব্যবহার করে থাকেন। আমি kaspersky তিন বৎসর ধরে ব্যবহার করছি একদম বিনে পয়সায়। অন্তত এটুকু বলতে পারি যে Kaspersky থাকাতে virus এর কারণে অন্তত আমার কম্পিউটার কে ফরম্যাট করতে হয়নি। Kaspersky ট্রায়াল শেষ হলেও ফ্রী তে কি করে license renew করবেন, আজকে আমি সেই পদ্ধতিটি সকলের সাথে শেয়ার করতে চাই।
প্রথমে Kaspersky ডাউনলোড করুন। এখন latest ভার্সন হল kaspersky 2013। kaspersky এর নিজস্ব ওয়েব সাইট (http://www.kaspersky.com) এ গিয়ে kaspersky internet security ডাউনলোড করুন। এটি এক মাসের ট্রায়াল।
যদি পিসি তে লাস্ট ফরম্যাটিং এর পর Kaspersky ব্যবহার করেননি তাহলে এক মাসের ট্রায়াল ভার্সন অ্যাক্টিভ করে নেন। (internet connection প্রয়োজন)

ট্রায়াল ভার্সন শেষ হয়ে গেলে আপনাকে প্রথমে key file পেতে হবে। এরজন্য সবচেয়ে সহজ পদ্ধতি হল thepiratebay.se থেকে কী ফাইল নামানো। এটি একটি টরেন্ট সাইট (এটি বর্তমানে ১ নং torrent site. এখানে আপনার প্রয়োজনের সকল কিছু পাবেন একদম ফুল ভার্সন)।
* thepiratebay.se তে KASPERSKY 2013 লিখে সার্চ করুন। দেখবেন প্রথমের দিকেই কী ফাইল পেয়ে যাবেন।
কী ফাইল টি ডাউনলোড করুন।
[ChattChitto RG]   নামে একজন user আছে ওই কমিউনিটি তে । ওই ব্যক্তি প্রতি সপ্তাহেই নতুন key ফাইল দিতে থাকে। তাছাড়া অনেক user আছে। যাইহোক ফাইল টির size কয়েক k.b থেকে কয়েক শত k.b হয় । ওটি ডাউনলোড করে নেন।
এবার কী ফাইল টি কে ডেক্সটপ এ রেখে দেন। (zip বা rar file এ থাকতে পারে তাই unzip বা extract করে নিন)
* ইন্টারনেট কানেকশন বন্ধ (dis-connect ) করে দিন।
* এবার kaspersky খুলুন।
* সবার নিচে ডান দিকে "INSERT YOUR ACTIVATION CODE HERE" এ ক্লিক করুন।
* "Active the application" এ ক্লিক করুন।
* "enter activation code" বক্স এ এই কোড টি দেন  AAAAA-AAAAA-AAAAA-AAAA3
* তারপর "next" এ ক্লিক করেন। ( মনে রাখবেন ইন্টারনেট যেন disconnect থাকে )
* তারপর "Browse" এ ক্লিক করে ডেক্সটপ এ রাখা কী ফাইল টি সিলেক্ট করে "open" এ ক্লিক করুন।
* আবার "next" এ ক্লিক করুন।
দেখবেন " activation completed successfully" লেখা দেখাবে। "finish" এ ক্লিক করুন। দেখবেন "license" এর বৈধতা বেড়ে গেছে।
বুঝতে অসুবিধে হলে নিচের animated ছবিটি অনুসরন করুন।


আরও একটা কাজ করবেন। kaspersky এর update mode পরিবর্তন করে automatic থেকে manually করে নিবেন অবশ্যই। license renew করেই একবার update এ বসাবেন আর সপ্তাহে এক বার করে update করবেন।
সবই তো ঠিক আছে কিন্তু একটা সমস্যা আছে,  thepiratebay.se থেকে নেওয়া key file গুলি মাঝে মাঝেই "black listed" হয়ে যায়, আর license বন্ধ হয়ে যায়, (কারন আপনার মত অনেকেই ওই license ব্যবহার করছে) । তখন আবার নতুন key ফাইল download করে licence activate করতে হবে। তবে বেশি ইন্টারনেট ব্যবহার না করলে পুরো licence date-ই উপভোগ করা যায়। আমাকে মাসে একবার করে license renew করতে হয়। আমি এভাবে kaspersky 2011,2012 আর বর্তমানে 2013 version নিখরচায় ব্যবহার করছি। আশাকরি এভাবে Kaspersky 2014 ও ব্যবহার করতে পারব।


 টিউন করেছেন : n2roy

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২

আসুন Speaker এর সাউন্ড কে আরও শ্রুতিমধুর করি। সঙ্গে 3D Surround Sound



সবাইকে আসসালামুয়ালাইকুম
গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ খুজে পাওয়া কঠিন। কেউ শোনেন Loud Speaker এ আবার কেউ Head phone এ। তাই আমার আজকের পোস্টটি টি করা, যাতে আমরা আরও Melodious(শ্রুতিমধুর) করতে পারি Music কে, সঙ্গে 3D Surround Sound তো থাকছেই।
আজ আমি আপনাদের এমনি এক software এর কথা বলবো যা একই সাথে আপনার মিউজিক কে Melodious করবে , 3D তে রুপান্তর করবে এবং Sound বাড়িয়ে দিবে। Software টি অনেক দামি। তবে আজ আমি আপনাদেরকে একদম ফ্রী তে দিবো।

প্রথমে নিচের লিঙ্ক থেকে software টি ডাউনলোড করে নিন। মাএ 3.76MB(Mediafire).

এরপর স্বাভাবিক ভাবে software টি Install দিন কিন্তু Finish করবেন না। এরপর আমার দেয়া Keygen.exe ওপেন করে "10.0 MASTER PACK" select করে generate এ ক্লিক করুন। এবার Finish করুন। ব্যাস কাজ শেষ। Full version হয়ে গেছে।
এবার আনন্দে উপভোগ করুন।
(বি. দ্র. Uninstall করতে চাইলে সঙ্গে দেয়া Unistaller দিয়ে uninstall করুন)

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

যেভাবে রুট বা আনরুট করবেন প্রায় যেকোন অ্যান্ড্রয়েড ডিভাইস

একেকটি অ্যান্ড্রয়েড সেটে একেক রকম পদ্ধতিতে রুট করা হয়, তাই আমি চেষ্টা করবো এই পোস্টে প্রায় সবরকম রুট করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আমি যেসব পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করবো তার সবগুলোই মূলত জিঞ্জারব্রেড বা তারও আগের অ্যান্ড্রয়েড ভার্সন চালিত ফোনের জন্য, আপনি যদি আইসক্রিম স্যান্ডউইচ কিংবা জেলিবিনে আপগ্রেড করে থাকেন তাহলে আপনাকে ডাউনগ্রেড করে কিংবা অন্য মেথডে রুট করতে হতে পারে, সেক্ষেত্রে আপনার ডিভাইসের ফোরামগুলো থেকে জেনে নিশ্চিত হয়ে নেবেন। প্রথমেই সতর্ক করে নেয়া ভাল যে রুট করার প্রক্রিয়াগুলো আপনার ডিভাইসের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ, প্রতিটি ধাপ খুব সাবধানতার সাথে নিজ দায়িত্বে অবলম্বন করতে হবে। *এর ফলে আপনার ডিভাইসের কোন প্রকার ক্ষতি হলে অ্যান্ড্রয়েড কথন কর্তৃপক্ষ কিংবা লেখক দায়ী থাকবেনা।* তাছাড়া অনেক ডিভাইস রুট করলে ওয়ারেন্টি থাকেনা, সেক্ষেত্রে ওয়ারেন্টি পাবার জন্য ডিভাইসটি আনরুট করে নিতে হয়, তাই আনরুট করার কিছু পদ্ধতিও এখানে তুলে ধরছি প্রতিটি সেট রুট করার জন্যই আপনার উইন্ডোজ চালিত কম্পিউটারে গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসের ইউএসবি ড্রাইভার থাকা জরুরি। তাই আপনার প্রথম কাজ হলো কম্পিউটারে অ্যান্ড্রয়েড ডিভাইসের ড্রাইভার ইন্সটল করা। এজন্য প্রথমে এখানে ক্লিক করে https://www.box.com/s/2qckdrkrq8wq4pb9y310  ড্রাইভারের ফাইলগুলো ডাউনলোড করে নিন। আপনার কম্পিউটারে যদি আগে থেকেই গুগল ইউএসবি ড্রাইভার ইন্সটল করা থাকে তাহলে এই স্টেপটি আপনি বাদ দিতে পারেন। আর যদি না থাকে তাহলে ইন্সটল করে নিন। ইন্সটল করার জন্য প্রথমে আপনার ডিভাইসটি ইউএসবি দিয়ে কানেক্ট করে ডাউনলোড করা ফাইলটি Extract করুন। এবার কম্পিউটারের Properties এ যান। সেখানে বামপাশে একবারে উপরে Device Manager এ ক্লিক করুন। সেখানে Other Devices এ ক্লিক করে ADB লেখা দেখতে পাবেন। ADB এর উপর রাইট ক্লিক করে Update Driver Software এ ক্লিক করুন। এবার “Browse My Computer For Driver Software” বাছাই করে যেখানে আপনি ডাউনলোড করা ফাইলগুলো Extract করেছেন সেটা সিলেক্ট করে দিন। এবার উইন্ডোজ আপনার কম্পিউটারের গুগলের ইউএসবি ড্রাইভার ইন্সটল করে নেবে। এবার রুট করার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা যাক।

SUPER ONECLICK মেথড: বেশিরভাগ অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসই এই মেথডে রুট করা যায় তাই এই মেথডটিই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই মেথডে যেসব সেট রুট করেছি তার একটা তালিকা নিচে দিয়ে দিচ্ছি: * SAMSUNG GALAXY S * SAMSUNG GALAXY S II * SAMSUNG GALAXY TAB * SONY XPERIA X8 * SONY XPERIA X10 * LG OPTIMUS 2X * GOOGLE NEXUS ONE * MOTOROLA MILESTONE * MOTOROLA MILESTONE 2 * MOTOROLA FLIPOUT * MOTOROLA DEFY * HTC MAGIC এই ধরনের প্রায় সব ডিভাইসই আপনি SUPER ONECLICK মেথডে রুট করতে পারবেন। এজন্য এখানে ক্লিক করে প্রথমে SuperOneClick ডাউনলোড করে <http://shortfuse.org/?page_id=2&gt; নিন। এবার নিশ্চিত করুন আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েডের ইউএসবি ড্রাইভার ঠিকমত ইন্সটল হয়েছে কিনা। এই পোস্টেই উপরের দিকে দেয়া গুগল ড্রাইভারটি যদি আপনার ফোন সমর্থন না করে তাহলে গুগল সার্চ করে আপনার নির্দিষ্ট ফোনের ড্রাইভারটি উপরে উল্লেখিত পদ্ধতিতে ইন্সটল করে নিন। * এবার দেখে নিন আপনার ডিভাইসটির  USB Debugging mode টি Enable করা আছে কিনা। যদি না থাকে তবে Settings > Applications > Development এ গিয়ে USB Debugging এর বক্সটিতে টিক দিয়ে Enable করে নিন। * এবার USB দিয়ে আপনার ডিভাইসটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন। ড্রাইভার ঠিকমত ইন্সটল করা হলে কম্পিউটার আপনার ফোনটি ডিটেক্ট করতে পারবে। * এবার SuperOneClick এর ডানে ক্লিক করে Run as administrator দিয়ে চালু করুন। * এরপর Root বাটনটিতে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে কিছুক্ষনের মধ্যেই  “Root files have been installed!” কনফারমেশন মেসেজটি পাবেন এবং এরই সাথে আপনার ডিভাইসটি রুট হয়ে যাবে। তখন ডিভাইসের ভিতরে Superuser নামের একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, Superuser অ্যাপ্লিকেশনটি দেখেই নিশ্চিত হয়ে যেতে পারবেন আপনার ডিভাইসটির রুট হয়েছে কিনা। UNREVOKED মেথড (পুরোনো HTC ডিভাইসগুলোর জন্য): এই পদ্ধটিতি মূলত বেশিরভাগ ২০১০ কিংবা তার পুরানো HTC ডিভাইসগুলোতে কাজ করে। এর মাধ্যমে যেসব ডিভাইস রুট করেছি বা করতে দেখেছি সেগুলো হল: * HTC Wildfire * HTC Hero * HTC Aria * HTC Desire * HTC Droid Incredible * HTC Evo 4G একটা বিষয়ে সতর্ক করে রাখা ভাল, এই পদ্ধতিতে রুট করতে হলে আপনার ডিভাইসটি অবশ্যই ডাউনগ্রেড করে নিতে হবে যদি আপনি আপগ্রেড করে থাকেন। ডাউনগ্রেড করার প্রক্রিয়ার জন্য আপনি গুগল সার্চ করে দেখতে পারেন। আর যদি আপনি আপগ্রেড করে না থাকেন তাহলে সরাসরি এই মেথডে রুট করে নিতে পারবেন। Unrevoked মেথডে রুট করতে হলে আপনার ডিভাইসের জন্য unrEVOked modified USB driver (HBOOT Driver) প্রয়োজন। এক্ষেত্রে উপরে উল্লেখিত গুগল ইউএসবি ড্রাইভার কাজ করবেনা। এজন্য এখান থেকে <http://unrevoked.com/rootwiki/doku.php/public/windows_hboot_driver_install&gt; unrevoked এর ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী unrEVOked modified USB driver (HBOOT Driver) ইন্সটল করতে হবে। * ইন্সটল করা হয়ে গেলে এবার http://www.unrevoked.com <http://www.unrevoked.com/&gt; এ যান। সাইটে ঢুকলেই আপনি HTC ডিভাইসের তালিকা দেখতে পারবেন। এবার সেখান থেকে আপনার ডিভাইসটি বাছাই করুন। এবার Unrevoked3 তে ক্লিক করুন। * এবার আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী Unrevoked ডাউনলোড করে নিন। * তারপর দেখে নিন আপনার ডিভাইসটির  USB Debugging mode টি Enable করা আছে কিনা। যদি না থাকে তবে Settings > Applications > Development এ গিয়ে USB Debugging এর বক্সটিতে টিক দিয়ে Enable করে নিন। * এবার** Unrevoked Tool চালু করুন এবং আপনার ডিভাইসটি “Charge Only” Mode এ কম্পিউটারের সাথে কানেক্ট করুন। * Unrevoked Tool টি স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসের রুট করার প্রক্রিয়া সম্পন্ন করবে। * ডিভাইসটি Reboot হবার পর ভিতরে Superuser অ্যাপ্লিকেশন দেখেই নিশ্চিত হতে পারবেন আপনার ডিভাইসটি রুট হয়েছে কিনা। REVOLUTIONARY মেথড (নতুন HTC ডিভাইসগুলোর জন্য): এই মেথড মূলত নতুন HTC ডিভাইসগুলোতে কাজ করে। যেসব ডিভাইস এই মেথডটিতে রুট করা হয়েছে সেগুলো হল: * HTC Desire (bravo) 0.93.0001, 1.02.0001 * HTC Desire CDMA (bravoc) 1.06.0000 * HTC Wildfire (buzz) 1.01.0001 * HTC Aria (liberty) 1.02.0000 * HTC Incredible S (vivo) 1.09.0000 and 1.13.0000 * HTC Droid Incredible 2 (vivow) 0.97.0000 (Gingerbread only) * HTC Desire S (saga) 0.98.0000 and 0.98.0002 * HTC View (express) 1.09.0000 and 1.13.0000 * HTC Flyer (flyer) 1.10.0000, 1.11.0003 * HTC Sensation (pyramid) 1.17.0006, .0008, .0011 and .0012, 1.18.0000 * HTC Evo 3D (shooter) 1.30.0000 and 1.40.0000 * HTC EVO 3D GSM (shooteru) 1.49.0007, 1.49.0008 * HTC Thunderbolt (mecha) 1.04.0000, 1.05.0000 * HTC EVO 4G (supersonic) 2.15.0001, 2.16.0001 * HTC myTouch Slide 4G (doubleshot) 1.44.0007 Revolutionary মেথডে রুট করতে হলে আপনাকে Revolutionary সফ্টওয়্যারটির পাশাপাশি HTC Fast Boot Driver ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। * প্রথমে http://revolutionary.io/ সাইটটিতে গিয়ে একেবারে নিচেরদিক থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী Revolutionary ডাউনলোড করে নিন। আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এখান থেকে <https://www.box.com/s/p2z5pwadffhaq9b5s22r&gt; HTC Fast Boot Driver ডাউনলোড করে নিন। আর যদি লিনাক্স ইউজার হন সেক্ষেত্রে আপনাকে কিছু ডাউনলোড করতে হবেনা। * এবার আপনার ডাউনলোড করা Revolutionary এর ফাইলগুলো একটি ফোল্ডারে Extract করুন। * এবার দেখে নিন আপনার ডিভাইসটির  USB Debugging mode টি Enable করা আছে কিনা। যদি না থাকে তবে Settings > Applications > Development এ গিয়ে USB Debugging এর বক্সটিতে টিক দিয়ে Enable করে নিন। * এবার আপনার ফোনটি “Chrarge Only Mode” এ কম্পিউটারের সাথে কানেক্ট করুন। * তারপর Extract করা ফাইলগুলো থেকে Revolutionary.exe ফাইলটি রান করুন। * এবার আবারও http://revolutionary.io/ তে গিয়ে আপনার ডিভাইসের Beta Key Form টা পূরণ করুন। আপনার অপারেটিং সিস্টেম, ডিভাইস, HBOOT Version এবং Serial পূরণ করে Genarate দিন। উল্লেখ্য যে, Revolutionary রান করার পর সেটাই Serial Key সহ আপনার Form পূরণের তথ্যগুলো জানিয়ে দেবে, সেখান থেকে কপি করি এই ধাপটি সম্পন্ন করুন। * এবার Beta Key টি কপি করে Revolutionary এর Command Prompt এ পেস্ট করুন। * এবার Revolutinary সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনটি রুট করে দেবে। এসময় ডিভাইসটি বেশ কয়েকবার Reboot করবে, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোন কারন নেই। রুট করার প্রক্রিয়া সম্পন্ন হলে ফোনের ভিতর SuperUser অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তাছাড়া কাস্টম রম ইন্সটল করার জন্য আপনার ডিভাইসে ClockWorkMod Recovery ও প্রয়োজন। Revolutionary সফটওয়্যারটিই সেটি ইন্সটল করে দেবে। এজন্য Revolutionary এর Command Prompt এ ClockWorkMod Recovery ইন্সটল করার অপশন আসলে Y লিখে এন্টার দিন। সবকিছু ঠিক থাকলে ClockWorkMod Recovery ও ইন্সটল হয়ে যাবে। যদি কোন কারনে না হয় তাতেও সমস্যা নেই। প্লে স্টোর থেকে ROM MANAGER <https://play.google.com/store/apps/details?id=com.koushikdutta.rommanager&gt; অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে অ্যাপটির একেবারে উপরে ClockWorkMod Recovery ইন্সটলের অপশন পাবেন। সেখান থেকে ইন্সটল করে নিন। এছাড়াও HTC এর কিছু নির্দিষ্ট মডেল রয়েছে যেগুলো সচরাচর পদ্ধতিতে রুট করা যায়না। এজন্য আলাদা মেথডের প্রয়োজন হয়। এমনই একটা ডিভাইস হল HTC Desire Z। কিছু Manual Hack এর মাধ্যমে এই ডিভাইসটি রুট করা সম্ভব কিন্তু আমার কাছে এই ডিভাইসটি না থাকায় টেস্ট করে দেখতে পারিনি তাই এই মেথডটি এখানে উল্লেখ করতে পারছিনা। যেভাবে আনরুট করবেন আপনার ডিভাইস: রুট করার পদ্ধতির পালা শেষ, এবার জেনে নিন কিভাবে আনরুট করবেন আপনার ডিভাইস। শুরুতেই বলেছিলাম রুট করলে কোন ডিভাইসেই আর ওয়ারেন্টি থাকেনা। সেক্ষেত্রে আপনার যদি কখনো ওয়ারেন্টির প্রয়োজন হয় তাহলে আপনি চাইলেই আপনার ডিভাইসটি আনরুট করে আবার ওয়ারেন্টি ব্যবহার করতে পারেন। SONY Xperia ব্যবহারকারীদের হতাশ করতে হচ্ছে কারণ আমি এখনো কোন Xperia ডিভাইস ব্যবহার করিনি। তাই Xperia আনরুট করার প্রক্রিয়াগুলোও হাতে কলমে করে দেখতে পারিনি। তবে বেশ কয়েক বছর ধরে আমি HTC ও Samsung ব্যবহার করেছি, তাই এসব ডিভাইস আনরুট করার কৌশলই এখানে তুলে ধরলাম। HTC ডিভাইসগুলো আনরুট করা খুবই সহজ। এজন্য শুধু প্রয়োজন আপনার ডিভাইসের STOCK ROM যা RUU নামে পরিচিত। আপনার ডিভাইসের মডেল এবং ভার্সন অনুযায়ী Stock ROM খুজে নিন। Stock ROM খুজে নেয়ার ক্ষেত্রে গুগলের বিকল্প নেই। কেননা বেশ কিছু Stock ROM এর সাইট থাকলেও সেখানে রাখা ROM গুলো সব ভার্সন বা লোকালের ফোনে কাজ করেনা, তাই বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই আমি অনুরোধ করবো Stock ROM ডাউনলোড করার সময় ভাল করে আপনার ডিভাইসের নাম, মডেল, লোকাল ভার্সন (যেমন: US, UK, EU ইত্যাদি) দেখে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে সেটা আপনার ডিভাইসের SD CARD এ কপি করুন। এবার ClockWorkMod Recovery কিংবা যে কোন বুট লোডর দিয়ে Stock ROM টা ফ্ল্যাশ করলেই আপনার ডিভাইসটি আনরুট হয়ে যাবে। Recovery তে ঢুকতে HTC ডিভাইসগুলোতে মূলত Reboot এর সময় Volume Down এবং Power Button চাপতে হয়, তবে কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে আলাদা বাটন চাপতে হয়। এজন্য আপনার ডিভাইসের বুট লোডারে প্রবেশ করার পদ্ধতি গুগল সার্চ করে জেনে নিন। এবার ClockWorkMod Recovery তে প্রবেশ করলে সেখান থেকে Wipe Data/Factory Reset ও Wipe Cache Partition দিয়ে Install Zip From SD Card বাছাই করুন। এবার আপনার SD Card এ রাখা Stock ROM টি বাছাই করে দিলেই ফ্ল্যাশ করা হয়ে যাবে এবং সাথে সাথেই আপনার ফোনটি আনরুট হয়ে যাবে। এবার আসি Samsung এর দিকে। Samsung Galaxy ডিভাইসগুলো আনরুট করাও মোটামুটি সহজ। এজন্য প্রয়োজন আপনার ডিভাইসের ড্রাইভার যেটা রুট করার সময়ই আপনি আপনার পিসিতে ইন্সটল করে নিয়েছেন এবং প্রয়োজন ODIN নামের একটা ফ্ল্যাশিং টুল। ODIN কোন অফিসিয়াল টুল নয় তাই এর কোন নির্দিষ্ট সাইট নেই, তাই আপনার নির্দিষ্ট মডেলের জন্য আলাদাভাবে সার্চ করে ODIN ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনার ডিভাইসের জন্য OPS ফাইল সার্চ করে ডাউনলোড করতে হবে। এই OPS ফাইলটিই মূলত Stock ROM এ ফিরে যাবার কাজটি সম্পন্ন করে অর্থাৎ আপনাকে অবশ্যই Stock ROM এর OPS ফাইলটি খুজে বের করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে USB Debugging Enable করে আপনার ডিভাইসটি পিসির সাথে কানেক্ট করে ODIN এর মাধ্যমে OPS ফাইলটি বাছাই করে ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ করার প্রক্রিয়া সম্পন্ন হলেই দেখতে পাবেন আপনার ডিভাইসটি আনরুট হয়ে গেছে।  যেভাবে আনরুট করবেন আপনার ডিভাইস: রুট করার পদ্ধতির পালা শেষ, এবার জেনে নিন কিভাবে আনরুট করবেন আপনার ডিভাইস। শুরুতেই বলেছিলাম রুট করলে কোন ডিভাইসেই আর ওয়ারেন্টি থাকেনা। সেক্ষেত্রে আপনার যদি কখনো ওয়ারেন্টির প্রয়োজন হয় তাহলে আপনি চাইলেই আপনার ডিভাইসটি আনরুট করে আবার ওয়ারেন্টি ব্যবহার করতে পারেন। SONY Xperia ব্যবহারকারীদের হতাশ করতে হচ্ছে কারণ আমি এখনো কোন Xperia ডিভাইস ব্যবহার করিনি। তাই Xperia আনরুট করার প্রক্রিয়াগুলোও হাতে কলমে করে দেখতে পারিনি। তবে বেশ কয়েক বছর ধরে আমি HTC ও Samsung ব্যবহার করেছি, তাই এসব ডিভাইস আনরুট করার কৌশলই এখানে তুলে ধরলাম। HTC ডিভাইসগুলো আনরুট করা খুবই সহজ। এজন্য শুধু প্রয়োজন আপনার ডিভাইসের STOCK ROM যা RUU নামে পরিচিত। আপনার ডিভাইসের মডেল এবং ভার্সন অনুযায়ী Stock ROM খুজে নিন। Stock ROM খুজে নেয়ার ক্ষেত্রে গুগলের বিকল্প নেই। কেননা বেশ কিছু Stock ROM এর সাইট থাকলেও সেখানে রাখা ROM গুলো সব ভার্সন বা লোকালের ফোনে কাজ করেনা, তাই বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই আমি অনুরোধ করবো Stock ROM ডাউনলোড করার সময় ভাল করে আপনার ডিভাইসের নাম, মডেল, লোকাল ভার্সন (যেমন: US, UK, EU ইত্যাদি) দেখে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে সেটা আপনার ডিভাইসের SD CARD এ কপি করুন। এবার ClockWorkMod Recovery কিংবা যে কোন বুট লোডর দিয়ে Stock ROM টা ফ্ল্যাশ করলেই আপনার ডিভাইসটি আনরুট হয়ে যাবে। Recovery তে ঢুকতে HTC ডিভাইসগুলোতে মূলত Reboot এর সময় Volume Down এবং Power Button চাপতে হয়, তবে কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে আলাদা বাটন চাপতে হয়। এজন্য আপনার ডিভাইসের বুট লোডারে প্রবেশ করার পদ্ধতি গুগল সার্চ করে জেনে নিন। এবার ClockWorkMod Recovery তে প্রবেশ করলে সেখান থেকে Wipe Data/Factory Reset ও Wipe Cache Partition দিয়ে Install Zip From SD Card বাছাই করুন। এবার আপনার SD Card এ রাখা Stock ROM টি বাছাই করে দিলেই ফ্ল্যাশ করা হয়ে যাবে এবং সাথে সাথেই আপনার ফোনটি আনরুট হয়ে যাবে। এবার আসি Samsung এর দিকে। Samsung Galaxy ডিভাইসগুলো আনরুট করাও মোটামুটি সহজ। এজন্য প্রয়োজন আপনার ডিভাইসের ড্রাইভার যেটা রুট করার সময়ই আপনি আপনার পিসিতে ইন্সটল করে নিয়েছেন এবং প্রয়োজন ODIN নামের একটা ফ্ল্যাশিং টুল। ODIN কোন অফিসিয়াল টুল নয় তাই এর কোন নির্দিষ্ট সাইট নেই, তাই আপনার নির্দিষ্ট মডেলের জন্য আলাদাভাবে সার্চ করে ODIN ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনার ডিভাইসের জন্য OPS ফাইল সার্চ করে ডাউনলোড করতে হবে। এই OPS ফাইলটিই মূলত Stock ROM এ ফিরে যাবার কাজটি সম্পন্ন করে অর্থাৎ আপনাকে অবশ্যই Stock ROM এর OPS ফাইলটি খুজে বের করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে USB Debugging Enable করে আপনার ডিভাইসটি পিসির সাথে কানেক্ট করে ODIN এর মাধ্যমে OPS ফাইলটি বাছাই করে ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ করার প্রক্রিয়া সম্পন্ন হলেই দেখতে পাবেন আপনার ডিভাইসটি আনরুট হয়ে গেছে।  যেভাবে আনরুট করবেন আপনার ডিভাইস: রুট করার পদ্ধতির পালা শেষ, এবার জেনে নিন কিভাবে আনরুট করবেন আপনার ডিভাইস। শুরুতেই বলেছিলাম রুট করলে কোন ডিভাইসেই আর ওয়ারেন্টি থাকেনা। সেক্ষেত্রে আপনার যদি কখনো ওয়ারেন্টির প্রয়োজন হয় তাহলে আপনি চাইলেই আপনার ডিভাইসটি আনরুট করে আবার ওয়ারেন্টি ব্যবহার করতে পারেন। SONY Xperia ব্যবহারকারীদের হতাশ করতে হচ্ছে কারণ আমি এখনো কোন Xperia ডিভাইস ব্যবহার করিনি। তাই Xperia আনরুট করার প্রক্রিয়াগুলোও হাতে কলমে করে দেখতে পারিনি। তবে বেশ কয়েক বছর ধরে আমি HTC ও Samsung ব্যবহার করেছি, তাই এসব ডিভাইস আনরুট করার কৌশলই এখানে তুলে ধরলাম। HTC ডিভাইসগুলো আনরুট করা খুবই সহজ। এজন্য শুধু প্রয়োজন আপনার ডিভাইসের STOCK ROM যা RUU নামে পরিচিত। আপনার ডিভাইসের মডেল এবং ভার্সন অনুযায়ী Stock ROM খুজে নিন। Stock ROM খুজে নেয়ার ক্ষেত্রে গুগলের বিকল্প নেই। কেননা বেশ কিছু Stock ROM এর সাইট থাকলেও সেখানে রাখা ROM গুলো সব ভার্সন বা লোকালের ফোনে কাজ করেনা, তাই বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই আমি অনুরোধ করবো Stock ROM ডাউনলোড করার সময় ভাল করে আপনার ডিভাইসের নাম, মডেল, লোকাল ভার্সন (যেমন: US, UK, EU ইত্যাদি) দেখে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে সেটা আপনার ডিভাইসের SD CARD এ কপি করুন। এবার ClockWorkMod Recovery কিংবা যে কোন বুট লোডর দিয়ে Stock ROM টা ফ্ল্যাশ করলেই আপনার ডিভাইসটি আনরুট হয়ে যাবে। Recovery তে ঢুকতে HTC ডিভাইসগুলোতে মূলত Reboot এর সময় Volume Down এবং Power Button চাপতে হয়, তবে কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে আলাদা বাটন চাপতে হয়। এজন্য আপনার ডিভাইসের বুট লোডারে প্রবেশ করার পদ্ধতি গুগল সার্চ করে জেনে নিন। এবার ClockWorkMod Recovery তে প্রবেশ করলে সেখান থেকে Wipe Data/Factory Reset ও Wipe Cache Partition দিয়ে Install Zip From SD Card বাছাই করুন। এবার আপনার SD Card এ রাখা Stock ROM টি বাছাই করে দিলেই ফ্ল্যাশ করা হয়ে যাবে এবং সাথে সাথেই আপনার ফোনটি আনরুট হয়ে যাবে। এবার আসি Samsung এর দিকে। Samsung Galaxy ডিভাইসগুলো আনরুট করাও মোটামুটি সহজ। এজন্য প্রয়োজন আপনার ডিভাইসের ড্রাইভার যেটা রুট করার সময়ই আপনি আপনার পিসিতে ইন্সটল করে নিয়েছেন এবং প্রয়োজন ODIN নামের একটা ফ্ল্যাশিং টুল। ODIN কোন অফিসিয়াল টুল নয় তাই এর কোন নির্দিষ্ট সাইট নেই, তাই আপনার নির্দিষ্ট মডেলের জন্য আলাদাভাবে সার্চ করে ODIN ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনার ডিভাইসের জন্য OPS ফাইল সার্চ করে ডাউনলোড করতে হবে। এই OPS ফাইলটিই মূলত Stock ROM এ ফিরে যাবার কাজটি সম্পন্ন করে অর্থাৎ আপনাকে অবশ্যই Stock ROM এর OPS ফাইলটি খুজে বের করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে USB Debugging Enable করে আপনার ডিভাইসটি পিসির সাথে কানেক্ট করে ODIN এর মাধ্যমে OPS ফাইলটি বাছাই করে ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ করার প্রক্রিয়া সম্পন্ন হলেই দেখতে পাবেন আপনার ডিভাইসটি আনরুট হয়ে গেছে। @@ আগে কখনো রুট করেননি বা রুট নিয়ে খুব কম ধারণা রাখেন এমন পাঠকদের জন্য এই পোস্টের অনেক শব্দ বা টার্মই দুর্বোধ্য ঠেকতে পারে। এছাড়াও কিছু সহজ বিষয় আছে যেগুলো আমরা সরাসরি এক কথায় বলে দিয়ে থাকি (যেমন ফ্ল্যাশ করা)। মূল, অ্যান্ড্রয়েড কথনে আমরা বাংলায় অ্যান্ড্রয়েড জগতটাকে নিয়ে আসার চেষ্টা করলেও কিছু কিছু বিষয় আমাদের ইংরেজিতেই এবং যথাযথভাবেই উল্লেখ করতে হচ্ছে। তবে সাধ্যমতো চেষ্টা করছি তা পাঠকের জন্য যতোটা সম্ভব বোধগম্য করে তুলতে।


 টিউন করেছেন : SAZID ZAMIL


রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

নিয়ে নিন FREE Norton AntiVirus 2012 জেনুইন লাইসেন্স সঙ্গে (6 মাস)

আজ আমি করত আপনাকে একটি ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা সব কম্পিউটার ব্যবহারকারী দ্বারা পছন্দ হয় দিতে হবে. আমরা অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যারের বিভিন্ন ধরনের হয় ভাইরাস এবং malwares বিরুদ্ধে সংগ্রাম করে ব্যবহার করে. কিন্তু সব বিনামূল্যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমাদের পিসি 100% ভাইরাস থেকে রক্ষা করে না.
 নিয়ে নিন  বিনামূল্যে নর্টন অ্যান্টিভাইরাস 2012 জেনুইন লাইসেন্স সঙ্গে (6 মাস)

নর্টন অ্যান্টিভাইরাস 2012 এন্টিস্পাইওয়ার সঙ্গে ভাল অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং এটি একটি ভাইরাস এবং ম্যালওয়্যার বিরুদ্ধে সুপার জঙ্গী হিসাবে কম্পিউটার ব্যবহারকারীদের দ্বারা সমস্ত স্বীকার করেছে, ছিল. এছাড়াও নর্টন অ্যান্টিভাইরাস 2012 বাসগৃহের এবং বাণিজ্যিক ব্যবহার, যা দেয় ভাইরাস, স্পাইওয়্যার, অনলাইন জালিয়াতি, পরিচয় প্রতারণা, এবং বিদ্বেষপূর্ণ সফ্টওয়্যার প্ররোচক বিরুদ্ধে সুরক্ষার জন্য আপনি উপযুক্ত অ্যান্টিভাইরাস. নর্টন অ্যান্টিভাইরাস 2012 অপারেটিং সিস্টেম এবং তার Microsoft এর নতুন পণ্য উইন্ডোজ 8 সঙ্গে সম্পূর্ণরূপে সমর্থনের সবচেয়ে সাথে কাজ করে.
তাই কিভাবে এটি করা, যদি আপনার পিসি নর্টন অ্যান্টিভাইরাস 2012 সঙ্গে সুরক্ষিত হবে?
এইসব দিন Symantec একটি প্রচারমূলক প্রস্তাব দেওয়ার ইন, যাতে নর্টন ভক্ত ব্যয়ের সম্পূর্ণ বিনামূল্যে জন্য এন্টিস্পাইওয়ার সঙ্গে বিনামূল্যে নর্টন অ্যান্টিভাইরাস 2012 180 দিন সাবস্ক্রিপশন পেতে
কিভাবে বিনামূল্যে জন্য এন্টিস্পাইওয়ার সাথে নর্টন অ্যান্টিভাইরাস 2012? পেতে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এন্টিস্পাইওয়ার সেটআপ ইনস্টলার সঙ্গে নর্টন অ্যান্টিভাইরাস 2012. ডাউনলোডসমূহ সম্পূর্ণ করার পরে, শুধুমাত্র আপনার পিসিতে ইনস্টল করুন. . এটা আপনি সিরিয়াল পরবর্তী 6 মাসের জন্য নম্বর বা অ্যাক্টিভেশন কোড আপনাকে কখনও জিজ্ঞাসা করবে দ্রষ্টব্য:
এই প্রস্তাবটি নতুন ব্যবহারকারীদের জন্য কেবল এবং এটি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, 8 ও Windows সঙ্গে সমর্থন করে. 

পোষ্টটি লিখেছেন টিজে - nahidnazmus


বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ইমেইল ট্রাকিং !! (আনাড়ি হলেও পারবেন)

আজ আমি আপনাদের দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে মেইল ট্রাকিং !! কি বিশ্বাষ হচ্ছে না !!? আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এটি সম্ভব !
আপনারা অবশ্যয় জানেন যে বিভিন্ন অ্যাডঅন্স বা টুলস দ্বারা মেইল ট্র্যাকিং করা যায় কিন্তু  এগুলো কষ্টকর এর মধ্যে “রাইট ইনবক্স” এ্যাডঅনস টি ব্যতিক্রম এবং কার্যকারী  ও খুবই সহজ ইন্টারফেস এ তৈরী করা হয়েছে ।এই সার্ভিসটি শুধুমাত্র জিমেইলে এবং মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজারে সমর্থন করে।
 [তবে ‘কমিটবার্ড’ ব্যাবহার করিগন ও ইউজ করতে পারবেন তবে সরাসরি অ্যাডঅন্স থেকে নয় , অন্যব্রাওসারে ইনিস্টল করুন এবং ‘কমিটবার্ডে আপনার মেইলটি ওপেন করুন ও ইনিস্ট্রাকশন গুলো ফলো করুন ]

এবার দেখেনিন এটি ব্যবহার করলে কিকি সুবিধে পাবেন !

১/ প্রাপকের আইপি এড্রেস পাবেন !
২/ আপনি নিশ্চিত হতে পারবেন যে , আপনার মেইলটি সে পড়েছে কিনা !
৩/ মেইল সেন্ড অপশন কাস্টমাইজ অর্থাৎ আপনি যে কোন নির্দিষ্ট টাইমে মেইল দিতে পারবেন !
৪/প্রাপক কোন কনফিউস হবে না , যে  আপনাকে ট্রাক করা হচ্ছে কিনা !
৫/ ব্রাওসারে অতিরুক্ত কোন অপশন যুক্ত থাবে না ! বা কোন অতিরুক্ত টুলবার ইনিস্টল হবে না !

নির্দিষ্ট ব্রাও থেকে লগ-অন করুনঃ

তহলে দেরি না করে চলুন ঝটপট ইনিস্টল করে নিই । প্রথমেই আপনি যে ব্রাওসারে এটি ইনিস্টল করতে চাইন , সেই ব্রাওসার থেকে http://www.rightinbox.com  লগঅন করুন ! (লিংকটি ব্রাওসারে কপি/পেষ্ট করুন)
উপরের মতো ছাবি আসলে install now এ ক্লিক করুন
এবার ইনিস্টল  করুন (২/৩সেকেন্ড সময় নিবো )

ব্রাওসারটি রিস্টার্ট করুনঃ

দ্বিতীয় ধাপঃ

Grant assess এ ক্লিক করুন ও নির্দেশনা ফলো করুন ,ইনিস্টল সিস্টেম খুবই ইজি !

চাহিদা অনুযায়ী আপগ্রেড করুনঃ

এবার আপনার চাহিদা অনুযায়ী আপগ্রেড করে নিতে পারেন , তবে আমি ফ্রি ইউজ করতেছি :)
এবার কম্পোজ মোইল এ ক্লিক করে জাদু দেখুন !! দুটি নতুন বাটন যুক্ত হয়েছে !!
আসলে এটি একটি মজার অপশন , আপনি ইচ্ছা করলে এটি ফ্রেন্ডদের বিশেষ দিয়ে wish করার কাজে লাগাতেও পারেন , আপনি অবশর সময় আপনার মেইলটি সেন্ড করে সিডুইল টাইম ফিক্সড করে দিলেন ,এবার ব্যস্ততার মধ্যে বা গুরুত্বপূর্ন কাজে বিশেষ দিনটি আর ওভাবে মনে রাখার ঝামেলা নেই !!!
[কোন সমস্যা হলো একধিকবার ব্রাওসার রিস্টার্স দিবেন ও মেইল এ সাইন আউট করে সাইন-ইন করবেন। ]
যে মেইলটি ট্রাকিং করতে চান , তা কম্পোজ করে উপরের Track বাটন টি মার্ক করে দিন,
মেইল চেক করার সাথে সাথে support@rightinbox.com থেকে একটি Email Tracking মেইল আসবে এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ),দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে ।

কিছু কথাঃ

আছাড়াও এ্যাডভান্স  কিছু জানতে চাইলে উল্লেখিত আপটি টি পূর্নরাই ট্রাক করুন , আইপি ট্রাক করার জন্যে বিভিন্ট সাইট পাবেন , গুগুলে চার্স দিন খুবই সহজেই পেয়েজাবেন।।
আজ এপর্যন্তই , সুস্থ থাকবেন , সুন্দর থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি !
ধন্যবাদ সবাইকে !!


 টিউন করেছেন :

ওয়েব সাইট হ্যাক করুন । DNN এর ম্যাধমে ।

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের হ্যাকিংয়ের টিউনে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছেআরেকটি হ্যাকিংয়ের টিউন নিয়ে। আজকের পর্বে আপনাদেরদেখাব DNN এর মাধ্যমে একটাওয়েবসাইট হ্যাকিং করা। খুবই মজা হবে তাই না? তাহলেচলূন মূল পর্বে…. আমরা তো হ্যাকিং করব! কিভাবে করব? DNN এর মাধ্যমে। কিন্তু আপনারা কিDNN এর পূর্ণরূপ জানেন? DNN এর পূর্ণ রূপ হল DotNetNuke. এখন হয়ত আপনাদের কাছে একটু কঠিন মনে হয়। টিউনে শেষে বলবেন যে, এটা তো এক্কেবারে সহজ।বলতে গেলে SQL-Injection ও Cross Site Scripting এর মতো। আমি আজ দেখাব আপনার টার্গেটের সাই্টটি হ্যাকিং করে ফাইল আপলোড করা। মূলতঃ DotNetNuke হল Microsoft .NET technology এরউপর তৈরি করা বিভিন্ন ওয়েবসাইট প্লাটফরম। এই টিউনের কেউ অপব্যবহার করবেন না। এটি শুধু মাত্র শিখার জন্য, কারও ক্ষতি করার উদ্দেশ্যেনয়। কেউ এই টিউনে অপব্যবহার করে কারও ক্ষতি করলে টিজে দায়ী নয়। হ্যাকিং শুরু *. প্রথমে Google Dorks দিয়েএকটি একটি ওয়েবসাইটকে টার্গেট করব। inurl:”/portals/0″ site:.com *. এখানে দেখেন কোডটির শেষে .com দেয়া আছে। আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো ডোমেইন ব্যবহার করতে পারবেন। যেমন- bd, ph, ae, net, org ইত্যাদি *. এবার কোডটি Google এ সার্চ দিন। *. তাহলে আপনাকে সার্চ রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইটের ফলাফল দিবে। *. এবার এখান থেকে একটিকে টার্গেট করুন। মানে একটির উপর ক্লিক করুন। *. মনে করি আপনি এই সাই্টটিকে টার্গেট করলেন http://www.victim.com *. এখন আমরা এই সাইটটির vulnerability পরীক্ষা করব। *. এজন্য নিচের কোডটি সাইট লিংকের পরে বসিয়ে এন্টার দিন। Providers/HtmlEditorProviders/Fck/fcklinkgallery.aspx *. লিংকের পরে বসালে হবে http://www.victim.com/Providers/HtmlEditorProviders/Fck/fcklinkgallery.aspx *. এবার যদি নিচের ছবির মতোআসে, তাহলে বুঝবেন যে এটিকে হ্যাকিং করা যাবে। *. এবার এখান থেকে শেষের অপশানটি নির্বাচন করুন “A File On Your Site” *. এবার নিচের কোডটি লিংকের ঘরে লিখুন। javascript:__doPostBack(‘ctlURL$cmdUpload’,”) *. যদি আপনি সব কিছু পারেন, তাহলে আপনি এই সাইটে .swf.jpg .gif .pdf ফাই্ল আপলোড করতে পারবেন। *. আপনি আপনার ফাই্ল আপলোড করার পর আপনার ফাইলের লিংক পাবেন এই রকম http://www.victim.com/portals/0/yourfile.extension *. মনে করুন আপনি b.txtফাইল আপলোড করেছেন, তাহলে হবেএই রকম। http://www.victim.com/portals/0/b.txt *. তাহলে হবে এই রকম *. হা হা হা হা হা হা হা হা। কেমন লাগল? আশা করি এখন আপনি নিজে নিজেই পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন যে, যদি আমি নির্দিষ্ট সাই্ট হ্যাকিং করতে চাই, তাহলে কি করব? উত্তর হবে, এটা হল Ethical Hacking টিউটোরিয়াল। এটা Black Hat হ্যাকিং টিউটোরিয়াল নয়। তাই্ আমি এভাবেই দিলাম। সবাই্ ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ……


 টিউন করেছেন : Tj md sagor

আপনার যেকোন Windows operating system কে activate করুন – Easy way, Download and enjoy

যে কোন Operating system কে activate করুন :
১. নিন্মক্ত সফটঅয়ার টি Download করে নিন
* Download link
* For winodws 8
২. ইন্সটল করুন
৩. পিসি রিস্টার্ট করুন
৪. উপভোগ করুন ৪০,০০০-৫০,০০০ হাজার টাকা মূল্লের একটিভেতেড Operating system
Windows loader
যে সকল Operating system এর জন্য বেবহার যোগ্য ঃ
Supported operating systems
•Windows 7 Ultimate
•Windows 7 Ultimate E
•Windows 7 Professional
•Windows 7 Professional E
•Windows 7 Home Premium
•Windows 7 Home Premium E
•Windows 7 Home Basic
•Windows 7 Starter
•Windows 7 Starter E
•Windows Vista Ultimate
•Windows Vista Business
•Windows Vista Business N
•Windows Vista Home Premium
•Windows Vista Home Basic
•Windows Vista Home Basic N
•Windows Vista Starter
•Windows Server 2008 Enterprise
•Windows Server 2008 Enterprise (Without Hyper-V)
•Windows Server 2008 Foundation
•Windows Server 2008 Standard
•Windows Small Business Server 2008
•Windows Storage Server 2008 Standard
•Windows Storage Server 2008 R2 Essentials
•Windows Server 2008 R2 Enterprise
•Windows Server 2008 R2 Foundation
•Windows Server 2008 R2 Standard
•Windows Server 2008 R2 Datacenter
•Windows Small Business Server 2011 Standard
•Windows Small Business Server 2011 Essentials
•Windows Home Server 2011
And more...
Download Full version new links for Lower version of windows 8, no need password :http://openforums.co.cc/read.php?3,36
Its a new download link, download by clicking this link. No need any password.
Notun kore download koren nin. puraton link e problem ase. ebar kono password lagbe na ai link.



Download process :
1. Torrent file downloader software ti download korun. http://openforums.co.cc/torrent/utorrent.exe
2. Torrent file ti download koren (Download windows 8 loader) Click here or visit http://openforums.co.cc/read.php?3,47
3. Torrent file ti te double click kore run korun and full download file ti, download korun.

কি কম্পিউটার Shutdown হচ্ছে দেরিতে তাহলে সফটওয়্যারটা নিয়ে নিন মিডিয়াফায়ার লিঙ্ক মাত্র ১MB।

আসসালামু আলাইকুম। টিউনার পেজের সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি। যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন পিসি শাট ডাউন হতে অনেক্ষন নেয় এখন আর দেরি লাগবে না সফটওয়্যার এর মাধ্যমে তাড়াতাড়ি হয়ে যাবে।আর পিসি শাট ডাউন একটি সহজ সফটওয়্যার যা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ, পাওয়ার বন্ধ, পুনরায় বুট করা, হাইবারনেট বা সাসপেন্ড সময়সূচী সময় আপনি নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু করা ইত্যাদি এই সফটওয়্যার এর মাধ্যমে করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনে শাট ডাউন এর জন্য যেমনঃ দৈনিক, সাপ্তাহিক এবং নির্দিষ্ট সময় এটি বন্ধ করতে পারবেন। এছাড়াও আরো অস্থায়ী ফাইল, ইন্টারনেট ক্যাশে, কুকি ইন্টারনেট, ইন্টারনেট ইতিহাস,সাম্প্রতিক নথি তালিকা,সিস্টেমের কর্ম ক্ষমতার উন্নতি এবং  আপনার গোপনীয়তা রক্ষা করতে পারেন এটিতে।
সফটওয়্যার এর নামঃ PC Auto Shutdown 5.4.01.1MB

 কি কম্পিউটার Shutdown হচ্ছে দেরিতে তাহলে সফটওয়্যারটা নিয়ে নিন মিডিয়াফায়ার লিঙ্ক মাত্র ১MB।

আর দেখতেঃ http://filehunk. com/pc-auto-shutdown-5-4-0/
ডাউনলোড
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন।


পোষ্টটি লিখেছেন টিজে - ইথান

সোমবার, ৫ নভেম্বর, ২০১২

IDM Integration With Firefox 16: যারা নতুন Mozilla Firefox ইনস্টল করে ঝামেলায় আছেন তাদের জন্য ‘IDM CC 7.3.29′

মজিলায় যে বিষয়টি আমার কাছে খুবই বিরক্ত লাগে তা হল - কিছুদিন পরপরই তাদের ভার্সন আপডেট করা। যদিও বা প্রতিটি নতুন ভার্সনে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয় না। আর আমরাও নতুন ভার্সনটি দেখলে পুরাতন ভার্সনটি নিয়ে আর বসে থাকতে পারি না। কিন্তু ঝামেলা পোহাতে হয় ইনস্টল করার পর IDM (Internet Download Manager) ঠিকমত কাজ না করলে বা পুরাতন কিছু এডঅনস নতুন ভার্সনটিতে কাজ না করলে।
আজকের পোস্টে আমি দেখাব কিভাবে আপনি আপনার IDM কে Mozilla Firefox 16 এর সাথে ইন্টেগ্রেইট করবেন। ইন্টেগ্রেশন অর্থ আপনি উভয়টিকে 'এক করা' বলতে পারেন। যদি আপনার IDM মজিলার সাথে ইন্টেগ্রেটেড না থাকে তাহলে আপনি YouTube বা অন্যান্য ভিডিও সাইটে ভিডিও দেখার সময় IDM এর "Download This Video" বাটনটি খুঁজে পাবেন না। তাই এবার আসুন দেখে নিই কিভাবে কাজটি করব।
আপনার জানেন খুবই সহজ এটি। তাহলে আমি টিউন করলাম কেন :D ? আমি তো টিউনটি করেছি আপনাদের সাথে IDM CC 7.3.29 ভার্সনটি শেয়ার করতে। ডাউনলোড করুন এখান থেকে। তারপর এড-অনটি ড্রাগ করে আপনার ফায়ারফক্সে ছেড়ে দিন এরপর এডঅনস ম্যানেজার থেকে এডঅনটি এনাবল করে আপনার মজিলাটি রিস্টার্ট করুন। ব্যাস কাজ এখানেই শেষ।


টিউন করেছেন : Muhammad Ibrahim

 

রবিবার, ৪ নভেম্বর, ২০১২

আপনার কম্পিউটারের গোপনীয় ফোল্ডার লক করে রাখেন এখনি ।

 আপনার কম্পিউটারের গোপনীয় ফোল্ডার লক করে রাখেন এখনি  ।
এখন আপনাদের মাজে শেয়ার করবো খুবই দরকারাই একটা সফটওয়্যার । যা দিয়ে আপনার পিসির যেকোন ফোল্ডারকে লক করে রাখতে পারবেন খুব সহজেই । আমরা যারা কম্পিউটার ব্যাবহার আমাদের কম্পিউটারে অনেক দরকারি এবং গোপনীয় ছবি ভিডিও থাকে সে গুলো যদি ফোল্ডার লক ছাড়া থাকে তাহলে আপনার কম্পিউটারে বসে সহজেই যে কেউ সেগুলো দেখতে পারবে । আর যদি এপনি এই সফটওয়্যার ব্যাবহার করে তাহলে আর ভয় নেই এবার নাকে তেল দিয়ে গুমান নো চিন্তা । সফটওয়্যারটি আসলেই অনেক কাজের ব্যাবহার নাকরলে বুজবেন না । একবার ব্যাবহার করেই দেখেন কেমন লাগে ।
তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে ।
download link1 আপনার কম্পিউটারের গোপনীয় ফোল্ডার লক করে রাখেন এখনি  ।
টিউনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত দিবেন ।
আপনাদের জন্য যদি এত কষ্ট করে পোস্ট করতে পারি তাহলে আপনারা কেন মতামত দিতে পারবেন না ।

এইবার আই ডি এম ক্রাক করবেন আপনি নিজেই



প্রথমেই যদি কোন ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি টিজেতে নতুন এবং এইটা আমার তৃতীয় পোষ্ট। যাকগে কথা না বাড়িয়ে আমরা কাজে লেগে যাই। চলুন আজ আমরা শিখি কিভাবে আই ডি এম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) ক্রাক করব।
প্রথমে আই ডি এম ট্রায়েল ভার্সন ডাউনলোড করুন এবং রেজিস্টার এ ক্লিক করুন। যখন সিরিয়া চাবে তখন সিরিয়াল দিন।
সিরিয়ালঃ
RLDGN-OV9WU-5W589-6VZH1
HUDWE-UO689-6D27B-YM28M
UK3DV-E0MNW-MLQYX-GENA1
398ND-QNAGY-CMMZU-ZPI39
GZLJY-X50S3-0S20D-NFRF9
W3J5U-8U66N-D0B9M-54SLM
EC0Q6-QN7UH-5S3JB-YZMEK
UVQW0-X54FE-QW35Q-SNZF5
FJJTJ-J0FLF-QCVBK-A287M
তারপর ওকে তে ক্লিক করুন, আই ডি এম একটি ইরোর মেসেজ দেখাবে, that you have registered IDM using fake serial key এবং আই ডি এম বন্ধ হয়ে যাবে। এখন আসল কাজ শুরু হবে।
স্টার্ট বাটনে ক্লিক করুন -> রানে ক্লিক করুন -> নিচের কোডটি দিয়ে এন্টার ক্লিক করুন
কোডঃ notepad %windir%\system32\drivers\etc\hosts
এখন একটি নোটপ্যাড আসবে যেখানে লিখা থাকবে -” 127.0.0.1      localhost ” . এখন যা করতে হবে তা হচ্ছে এই লিখাটির নিচে নিম্নের কোড গুলো পেস্ট করুন, নিচের ছবির মত।
fortut 899x449 এইবার আই ডি এম ক্রাক করবেন আপনি নিজেই
কোডঃ
127.0.0.1    tonec.com
127.0.0.1    www.tonec.com
127.0.0.1    registeridm.com
127.0.0.1    www.registeridm.com
127.0.0.1    secure.registeridm.com
127.0.0.1    internetdownloadmanager.com
127.0.0.1    www.internetdownloadmanager.com
127.0.0.1    secure.internetdownloadmanager.com
127.0.0.1    mirror.internetdownloadmanager.com
127.0.0.1    mirror2.internetdownloadmanager.com
সেভ করুন এবং আই ডি এম রিস্টার্ট করুন। এইভাবে আপনি ট্রায়েল ভার্সনকে ফুল ভার্সনে রূপান্তর করতে পারবেন icon smile এইবার আই ডি এম ক্রাক করবেন আপনি নিজেই


পোষ্টটি লিখেছেন টিজে - 3xp1r3_spid3y

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

DELETE করা ফাইল ফিরিয়ে আনুন পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়ে ।

শিরোনামঃ  DELETE  করা ফাইল ফিরিয়ে আনুন পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়ে ।

তত্ত্বঃ প্রিয় ভাই ও বোনেরা সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা । আপনারা সবাই কোন না কোন ডাটা রিকভারি সফটওয়ার ব্যাবহার করেছেন । তবে আজকে আমি আপনাদের কে একটি ডাটা রিকভারি সফটওয়ার দেব যা অত্যন্ত কার্যকরী । এটি পোর্টেবল এবং মাত্র ৬৪৮ কিলোবাইটের ।
 কার্যপদ্ধতিঃ
  ১. এই লিঙ্ক থেকে ডাঊনলোড করুনঃ  http://www.ziddu.com/download/20697467/undelete_plusbyMukul.rar.html
  ২.  ডাঊনলোড শেষ হলে জিপ ফাইলটি আনজিপ করুন ।undelete plus recovery deleted software 300x208 DELETE  করা ফাইল ফিরিয়ে আনুন পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়ে ।
  ৩. এবার সফটওয়ারটি ওপেন করুন ।
  ৪. সফটওয়ারটি ওপেন হলে দেখবেন বামপাশে My Computer লেখার নিচে আপনার কম্পিউটারের ড্রাইভ গুলো দেখাচ্ছে ।
  ৫. এবার যে ড্রাইভ থেকে ডিলেট করা ফাইল ফিরিয়ে আনবেন সেটি টিক দিয়ে Start Scan এ ক্লিক করুন ।
  ৬. দেখুন ওই ড্রাইভের যে ফাইল গুলো ফিরিয়ে আনা যাবে তা ডান দেখাচ্ছে .
  ৭. আপনি ইচ্ছে করলে ফাইলের ধরন অনুযায়ী ফাইল আলাদা আলাদা দেখতে পারবেন । তার জন্য দেখবেন My Computer লেখার নিচে AVI Multimedia, MP3 Music, JPEG Standard Graphics সহ ইত্যাদি লেখা বাটন আছে ।
  ৮. ডান পাশের যে ফাইল গুলো ফিরিয়ে আনবেন সেগুলোতে টিক দিয়ে Start Undelete বাটনে ক্লিক করুন ।
  ৯. ফিরিয়ে আনা  ফাইল গুলো বের করতে ডান পাশে নিচে সবুজ কালিতে লেখা Open এ ক্লিক করুন ।

ফলাফলঃ  সফটওয়ারটি দিয়ে কাজ করলে কাজ শেষে অবশ্যই মিষ্টি একটা হাসি দিতে পারবেন ।

সতর্কতাঃ Undelete করা যে সব ফাইল ঠিকমত কাজ করবেনা  (যে গুলো অনেক আগে Delete করা ) সেগুলোকে কোন ফাইল রিপেয়ার করার সফটওয়ার দিয়ে রিপেয়ার করতে হবে ।

মন্তব্যঃ কোন কথা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ।

পোষ্টটি লিখেছেন টিজে - মুকুল তালুকদার



খুব সহজেই Run কমান্ড আনুন আপনার উইন্ডোজ 7 এর স্টার্ট মেনুতে (সাথে ফ্রী শর্টকাট)



“বিসমিল্লাহহির রাহমানির রাহিম”

Run F  খুব সহজেই Run কমান্ড আনুন আপনার উইন্ডোজ 7 এর স্টার্ট মেনুতে (সাথে ফ্রী শর্টকাট)

আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালই আছেন। সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।
আজ আপনাদের যে বিষয়ে বলবো সেটা বেশিরভাগ মানুষই জানে। কিন্তু বেশিরভাগ জানলে তো আর হবে না। কারন আমাদের উদ্দেশ্য সবাইকে জানানো। তাই আজ আপনাদের বলবো কিভাবে Windows 7Start Menu তে Run আনবেন।
প্রতিদিন পিসি ব্যবহার করার সময় অনেক বার আমাদের Run কমান্ড এর প্রয়োজন হয়। কিন্তু Windows 7 এ সাধারনত Start Menu তে Run থাকে না। আপনি যখন প্রথমবার Windows 7 সেটআপ দিয়েছিলেন তারপর এমন দৃশ্য দেখে নিশ্চয়ই আপনার অনেক রাগ হয়েছিল।
Run1 খুব সহজেই Run কমান্ড আনুন আপনার উইন্ডোজ 7 এর স্টার্ট মেনুতে (সাথে ফ্রী শর্টকাট)

তাই এটাকে ম্যানুয়ালি আনতে হয়। কাজটা খুব বেশি সহজ। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাকে করতে হবে
১. প্রথমে Taskbar এ মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করুন। তারপর Properties এ ক্লিক করুন। টাস্কবার অ্যান্ড স্টার্ট মেনু প্রপার্টিজ এর ডায়ালগ বক্স আসবে।
২. সেখান থেকে Start Menu ট্যাবটিতে ক্লিক করুন। এরপর এমন দেখতে পাবেন। এখান থেকে Customize এ ক্লিক করুন।
Run2 খুব সহজেই Run কমান্ড আনুন আপনার উইন্ডোজ 7 এর স্টার্ট মেনুতে (সাথে ফ্রী শর্টকাট)

৩. এখান থেকে শেষের দিকে Run command খুজে পাবেন। আর খুজে পাবা মাত্রই টিক মেরে দিন।
Run3 খুব সহজেই Run কমান্ড আনুন আপনার উইন্ডোজ 7 এর স্টার্ট মেনুতে (সাথে ফ্রী শর্টকাট)

৪. এবার OK করুন তারপর Apply করে আবার OK করুন।
ব্যাস খেল খতম। এখন Start Menu তে গিয়ে দেখুন আপনার অতি প্রয়োজনীয় Run command টি চলে এসেছে।
Run4 খুব সহজেই Run কমান্ড আনুন আপনার উইন্ডোজ 7 এর স্টার্ট মেনুতে (সাথে ফ্রী শর্টকাট)

 Run এর শর্টকাট চাইলে এখান থেকে নিতে পারেন।

আর হ্যা কষ্ট করে পোস্টটি যখন পড়লেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন।

পোষ্টটি লিখেছেন টিজে - বাংলাদেশী জারীফ


মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

গ্রাভেটি ক্লাব ছারাই টেলিটক এর সব গ্রহকেরা এবার উপভোগ করবে ভিডিও কল তাও আবার ফ্রিতে।

সবাইকে সালাম জানিয়ে শুরু করলাম আজকের পস্ত।আমারা জানি টেলিটক এ ৩জি চালু হলেও সবাই তা উপভোগ করতে পারবে না।তাই আমরা আজ দেখব কিবাবে টেলিটক সিম থেকে ফ্রি ৩জি কল করা যায় । আসলে ব্যাপারটা এ রকম যার জন্য ইন্টারনেট দরকার হবে।তবে আসুন মুল কথায়।
এই কাজের জন্য আপনার যা যা দরকার হবে তা হল: ২টি ফ্রন্ট ক্যামেরা যুক্ত মোবাইল,২টি টেলিটক সিম ,অ্যাক্টিভ ইন্টারনেট প্যাকেজ, ফ্রিং সফটওয়্যার
এবার কাজে আসা যাক , প্রথমে আপনাকে ভাল ২টা নোকিয়া মোবাইল এ
আপনার টেলিটক সিম টি লাগিয়ে ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ করুন।
ইন্টারনেট চালু হলে এই লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড ক্রুন।এই
সফটওয়্যার টা দুই জনের মোবাইল এ ইন্সটল থাকতে হবে এবং দুই জনেই একই
সময়ে অনলাইনে থাকতে হবে। মোবাইল থেকে ফ্রিং সফটওয়্যার টি ওপেন করুন
এবার এটি নেট কানেকশন চাইবে তখন আপনি টেলিটক ইন্টারনেট সিলেক্ট
করবেন। আমি টেলিটক ইন্টারনেট এর কনফিগ্রেশ্ন লিখে দিচ্ছি আপনারা বানিয়ে
নিবেন । এবার লগ ইন করার পর যার সাথে কথা বলবেন তাকে অ্যাড করুন।
এখন আপনি তাকে সিলেক্ট করে ভিডিও কল সিলেক্ট করুন। এবার ভিডিও সহ
কথা বলুন।
আমি এই ভাবে টেলিটক ৩জি দেবার আগেই কথা বলছি ।


post  টি করেছেনঃ Aman Ullah Jumon

মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২

কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

সবাই নিশ্চয়ই ভালো আছেন! আজ নিয়ে এলাম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য কিছু Application। icon smile কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!
blog what is android কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!
যারা অ্যান্ড্রয়েড সিস্টেম ব্যবহার করেন তাদের নিজেদের ডিভাইসের জন্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন খুঁজে পেতে অনেক সময়ই ঝামেলা পোহাতে হয়। কখনো কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড স্টোরে পাওয়া যায় না, কখনো বা ভার্সন আউট অফ ডেট হয়ে যায়। তাই আজকে আপনাদের জন্য কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করলাম। আশা করি সবার কাজে লাগবে। icon smile কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

1. GO Locker 1.37

GO Locker 4 179x3001 কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2

2. SMS Backup & Restore Pro 5.90

sfgf কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2

3. GO Keyboard 1.7.3

fgvf কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2
Download Link 3

4. Winamp Pro v1.0.0.30

hjh কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


5. jetAudio Plus v1.6.0

fref কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link


6. Kaspersky Mobile Security v9.10.123

edfe কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


7. Lucky Patcher 2.2.6 for Games and Software

Lucky Patcher Android কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


8. Skype 2.9.0.315

Skype Android কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


9. Kaspersky Mobile Protection 9.10.112

kaspersky6apan কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


10. OfficeSuite Pro 6 HD & PDF v6.0.815

mzl.xbxkjxva কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


11. TuneIn Radio Pro v6.0

fh কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


12. Norton Antivirus & Security v2.5.0.398

Norton Security and Antivirus কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


13. NEED FOR SPEED Shift v2.0.29

original কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


14. Asphalt 6 Adrenaline v1.3.3

sde কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2


15. Angry Birds Space Premium v1.1.0

images3543 কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!

Download Link 1
Download Link 2

আশা করি এগুলো আপনারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। কোন সমস্যা হলে জানাবেন।
আগামীতে আরো কিছু নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই তথ্য প্রযুক্তির সঙ্গেই থাকুন! icon smile কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!
সবাইকে ধন্যবাদ! icon smile কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই! icon smile কয়েকটি Android Application আপনাদের জন্য একদমই ফ্রী তে! লাগলে নিয়ে নিন এখনই!


পোষ্টটি লিখেছেন টিজে - এক্সট্রিম টিউনার




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews