বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

DELETE করা ফাইল ফিরিয়ে আনুন পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়ে ।

শিরোনামঃ  DELETE  করা ফাইল ফিরিয়ে আনুন পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়ে ।

তত্ত্বঃ প্রিয় ভাই ও বোনেরা সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা । আপনারা সবাই কোন না কোন ডাটা রিকভারি সফটওয়ার ব্যাবহার করেছেন । তবে আজকে আমি আপনাদের কে একটি ডাটা রিকভারি সফটওয়ার দেব যা অত্যন্ত কার্যকরী । এটি পোর্টেবল এবং মাত্র ৬৪৮ কিলোবাইটের ।
 কার্যপদ্ধতিঃ
  ১. এই লিঙ্ক থেকে ডাঊনলোড করুনঃ  http://www.ziddu.com/download/20697467/undelete_plusbyMukul.rar.html
  ২.  ডাঊনলোড শেষ হলে জিপ ফাইলটি আনজিপ করুন ।undelete plus recovery deleted software 300x208 DELETE  করা ফাইল ফিরিয়ে আনুন পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়ে ।
  ৩. এবার সফটওয়ারটি ওপেন করুন ।
  ৪. সফটওয়ারটি ওপেন হলে দেখবেন বামপাশে My Computer লেখার নিচে আপনার কম্পিউটারের ড্রাইভ গুলো দেখাচ্ছে ।
  ৫. এবার যে ড্রাইভ থেকে ডিলেট করা ফাইল ফিরিয়ে আনবেন সেটি টিক দিয়ে Start Scan এ ক্লিক করুন ।
  ৬. দেখুন ওই ড্রাইভের যে ফাইল গুলো ফিরিয়ে আনা যাবে তা ডান দেখাচ্ছে .
  ৭. আপনি ইচ্ছে করলে ফাইলের ধরন অনুযায়ী ফাইল আলাদা আলাদা দেখতে পারবেন । তার জন্য দেখবেন My Computer লেখার নিচে AVI Multimedia, MP3 Music, JPEG Standard Graphics সহ ইত্যাদি লেখা বাটন আছে ।
  ৮. ডান পাশের যে ফাইল গুলো ফিরিয়ে আনবেন সেগুলোতে টিক দিয়ে Start Undelete বাটনে ক্লিক করুন ।
  ৯. ফিরিয়ে আনা  ফাইল গুলো বের করতে ডান পাশে নিচে সবুজ কালিতে লেখা Open এ ক্লিক করুন ।

ফলাফলঃ  সফটওয়ারটি দিয়ে কাজ করলে কাজ শেষে অবশ্যই মিষ্টি একটা হাসি দিতে পারবেন ।

সতর্কতাঃ Undelete করা যে সব ফাইল ঠিকমত কাজ করবেনা  (যে গুলো অনেক আগে Delete করা ) সেগুলোকে কোন ফাইল রিপেয়ার করার সফটওয়ার দিয়ে রিপেয়ার করতে হবে ।

মন্তব্যঃ কোন কথা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ।

পোষ্টটি লিখেছেন টিজে - মুকুল তালুকদার



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews