সোমবার, ১ অক্টোবর, ২০১২

চলুন ব্রাউজার এর স্পিড বাড়াই registry edit করে

সবাইকে আসসালামুয়ালাইকুম,
আজ আমি আপনাদের দেখাব কিভাবে registry add করে Browser এর স্পীড বাড়ানো যায়। খুব সহজ একটি পদ্ধতি। তাহলে চলুন কাজে নেমে পড়ি।
start menu> all programs> accessories এ গিয়ে notepad open করুন। আমার  দেয়া নিচের  লেখাগুলি হুবাহু copy করে notepad এ paste করুন।

 Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Dnscache\Parameters]
"CacheHashTableBucketSize"=dword:00000001
"CacheHashTableSize"=dword:00000180
"MaxCacheEntryTtlLimit"=dword:0000fa00
"MaxSOACacheEntryTtlLimit"=dword:0000012d

এরপর save as এ গিয়ে নাম দিন dnscache.reg
ব্যাস কাজ প্রায় শেষ। এবার আপনার  save করা file টিতে double click করুন।
কাজ শেষ হলে আপনার কম্পিউটার restart দিন।
এবার দেখুন কোন change দেখতে পান কি না।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews