শনিবার, ১১ আগস্ট, ২০১২

Paypal Order Page হ্যাক করে প্রীমিয়াম ডাউনলোড


আজ আমি আপনাদের দেখাব কিভাবে Paypal হ্যাক টাকা pay না করে ডাউনলোড করা যায়।
কিছু কিছু সাইট ভিসিটরদের IP Save করে রাখে। তাই আমি আপনাদের suggest  করবো proxy ব্যবহার করতে।


এবার কাজ শুরু করা যাক।
১।প্রথমে Web Page এ গিয়ে মাউস এর বাম বাটন ক্লিক করে view page source এ যান।
২। প্রাপ্ত page হতে "return" খুজে বের করুন।
৩। এতে আপনি একটি URL পাবেন যা thank you page এর জন্য।
৪। উক্ত URL টি copy করুন এবং আপনার ব্রাউসার এর address bar 
paste করে Inter  চাপুন।
তাহলে আপনি আপনার কাঙ্খিত ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।

 
উদাহরনঃ
Code:
প্রায় Half Page পর আপনি নিম্নক্ত লিঙ্ক টি পাবেন
<input type="hidden" name="return" value="http://www.ramphelp.com/65984523/thanks/68912hp654/26865thankyouhp08363215423.html ">

[This works only if you can download instantly after payment, it will not work if the link needs to be emailed to you.]
 

◘সার্ভার হ্যাক করে ইন্টারনেট স্পিড আপ করুন

আমি কথা দিলাম এই ট্রিকস টা করে সবাই থ হয়ে তাকিয়ে থাকবেন।নিজেই দেখে নিন তাহলে।হেকিং করা আমি খারাপ কিছু মনে করি না যদি সেটা যদি হয় ভালোর জন্য।এই টপিক নিয়ে আমি অনেক গুলো পোস্ট দিবো, সবাই নিয়মিত থাকবেন। আরেকটা কথা আমি সিউর দিয়ে বলতে পারি এমন ট্রিকস আগে কথাও দেখেন নি।তবে সাইটে কিছু মোহা গিয়ানি লোক আছে তাদের কথা বাদ।আমার মত নরমান মানুষ হলে উপকার হবেন।
আজকে আমরা ইন্টারনের এর সার্ভার হেক করে আমাদের ইন্টারনেটের স্পিড বারাবো।এত গুলো টাকা খরচ করেন ইন্টারনেটের জন্য সেটা যদি পেয়সা উসুল না হয় কনো মজা আছে? আমার কথা হলো টাকা যখন দিবই তাহলে এচ্ছা মত আগে মজা নিয়া নেই।হাহাহাহহা.।কি বলেন?খুব সহজে কাজটা করা যায়।


১। run এ ক্লিক করে regedit টাইপ করে enter দিন।
২। এখানে যান
HKEY_CURRENT_USER\Software\microsoft\Windows\CurrentVersion\InternetSettings
৩। ডান পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে নিউ DWORD Value নিন সেটার নাম দিন MaxConnectionsPerServer
এখন এটা ডাবল ক্লিক করে অপেন করে Hexadecimal ক্লিক করে value data জায়গায় 000000a দিন OK দিয়ে বের হয়ে আসুন।
৪। আবার ডান পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে নিউ DWORD Value নিন সেটার নাম দিন MaxConnectionsPer1_0Server
এখন এটা ডাবল ক্লিক করে অপেন করে Hexadecimal ক্লিক করে value data জায়গায় 0000000a দিন OK দিয়ে বের হয়ে আসুন।
৫। আপনার ব্রাউসার বন্ধ করে আবার অন করুন অথবা পিসি রিস্টার্ট দিন।
৬। এখন নিচে কমেন্টস দিন কেমন লাগলো


 টিউন করেছেন :

!!! অসাধারন এক ট্রিকের মাধ্যমে আপনার Mozilla Firefox Browser এর স্পিড দ্বিগুন করে নিন !!

কি অবাক হচ্ছেন তো? আমারও প্রথম প্রথম এ কথা বিশ্বাস হচ্ছিল না কিন্তু যখন নিজের কম্পিউটারে প্রয়োগ করে যখন সাকসেস হয়েছি তখন বিশ্বাস না করে তো আর উপায় নেই।
আমি বেশ কিছুদিন যাবৎ Google Crome ব্রাউসার হিসেবে ব্যবহার করছিলাম এর কারন হল Google Crome অন্য যেকোনো ব্রাউসারের তুলনায় অনেক কম সময়ে যেকোনো পেজ লোড করতে পারে। যারা এখনো ব্যবহার করেননি তাদের আমি Request করছি তারা যেনো একবার হলেও Google Crome ব্যবহার করে দেখেন। তবে Google Crome এর ডাউনলোড করার স্টাইল আমার মোটেই পছন্দের নয় এবং আমার কাছে কেনো যেনো এই ব্রাউজারটাকে সম্পূর্ন মনে হয় না, কিযেনো নাই কিযেনো নাই এরকম লাগে তবে এক্ষেত্রে Firefox Is The Best! তবে একটা সমস্যা হল Firefox এর ব্রাউজিং স্পিড অত্যন্ত কম যা বলার মত না। Google Crome দিয়ে ব্রাউজ করার পর থেকে Firefox ওপেন করতেও মনে চায় না। আমি আমার যে সকল বন্ধু এবং আত্নীয়কে Google Crome ইন্সটল করে দিয়েছি তারা তাদের পূর্বের ব্রাউসার ছেড়ে দিয়ে এখন এটাই ব্যবহার করছে।
হঠাৎ আমার মাথায় প্রশ্ন জাগল যদি Google Crome স্পিডে ব্রাউজ করতে পারে তবে Mozilla Firefox কেনো পারবে না? খুঁজা শুরু করলাম এবং একদিনের মাথায়ই ট্রিকটা পেয়ে গেলাম। তো শুরু করা যাক।
প্রথমে Mozilla Firefox ওপেন করুন। এবার Address bar এ about:config লিখে Enter চাপুন। এখন একটা Warning Report আসতে পারে।যদি আসে তাহলে I will be careful ক্লিক করুন। এবার একটা বিশাল বড় পেজ আসবে এখানে অনেক কিছু লেখা আছে এগুলো সবই সেটিংস! ভয় পাবেন না আমি এতগুলো পরিবর্তন করতে বলছি না আমি আপনাদের গুনে গুনে নয়টা সেটিং পরিবর্তন করতে বলব আপনারা কেবল নামটা খুজে বের করে নিবেন। আমার কথা বিশ্বাস করুন এটা মোটেই কোনো কঠিন কাজ নয়।
  • 1. network.http.max-connection-per-server এ ডাবল ক্লিক করুন এবং 32 লিখে Ok ক্লিক করুন।
  • 2. network.http.max-persistent-connections-per-proxy এ ক্লিক করে 16 লিখে Ok চাপুন।
  • 3. network.http.max-connections এ ক্লিক করে 64 লিখে Ok চাপুন।
  • 4. network.http.max-persistent-connections-per-server এ ক্লিক করে 10 লিখে Ok চাপুন।
  • 5. network.http.pipelining এ ডাবল ক্লিক করুন এতে false থেকে True সিলেক্ট হবে।
  • 6. network.http.pipelining.maxrequests এ ক্লিক করে 200 লিখে Ok চাপুন।
  • 7. network.http.request.max-start-delay এ ক্লিক করে 0 লিখে Ok চাপুন।
  • 8. network.http.proxy.pipelining এ ডাবল ক্লিক করুন এতে false থেকে True সিলেক্ট হবে।
  • 9. network.http.proxy.version এ ক্লিক করে 1.0 লিখে Ok চাপুন।
এবার সর্বশেষ কাজ। যেকোনো জায়গায় Right Mouse ক্লিক করুন এবং New থেকে Integer সিলেক্ট করুন। এখন এটার নাম দিন nglayout.initialpaint.delay এবং Ok চাপুন। এবার 0 লিখে Ok চাপুন। ব্যাস কাজ শেষ। এখন একবার Reload চেপে যেকোনো সাইট এ ব্রাউজ করা শুরু করুন। পরিবর্তন নিজেই টের পাবেন।
এতে করে ব্রাউজিং স্পিড ঠিকই বাড়বে তবে তা Google Crome এর মত হবে না। Google Crome আসলেই অদ্বিতীয় এবং এর স্পীড এর তুলনাই হয় না।

টিউন করেছেন :

◘◘◘ রেজিস্ট্রি হ্যাক করে ইন্টারনেটের স্পিড আপ করুন

আজকে কিছু ট্রিকস দেখবো যা দিয়ে আপনার ইন্টারনেটের স্পিড আপ হবে।। আজকে আমরা দেখবো রেজিস্ট্রি হ্যাক করে কিভাবে নেটের স্পিড আপ করা যায়। খুব সহজ কাজটা খুব কাজের। যারা আগের ট্রিকস মিস করেছেন তারা আগের পোস্ট এক নজর দেখে নিতে পারেন ।নয়ত মিস করবেন অনেক কিছু

 ১। সবার আগে দেখে নিতে পারেন আপনার পিসিতে এগুলো আছে নাকি। কয়েকটা থাকতে পারে, সেগুলো ডিলির করে দিন। কারন আমরা নতুন করে আবার করছি। না থাকলে আর কিছু করতে হবে না।
ডেখার জন্য
go to RUN type regedit তারপর এন্টার দিন।
এখানে যান HKEY_LOCAL_MACHINE
এখন এখানে SYSTEM
এখন এখানে CurrentControlSet
এখন এখানে Services
এখন এখানে Tcpip
এখন এখানে Parameters এবার ডান পাশে খেয়াল করুন নিচের লিখা গুলো আছে নাকি। ভালো করে চেক করুন।
SackOpts,TcpWindowSize,Tcp1323Opts,DefaultTTL,EnablePMTUBHDetect,EnablePMTUDiscovery,GlobalMaxTcpWindowSize


২। রেজিস্ট্রি হ্যাক করতে নিচের কোড গুলো কপি করে নোডপেডে পেস্ট করুন।এবার সেভ এস দিয়ে ফাইলের নাম দিন pp.reg এখন এই ফাইটা ডাবল ক্লিক করুন। অথবা রাইট ক্লিক করে Marge এ ক্লিক করুন। তারপর একটা মেসেজ আসবে ইয়েস এ ক্লিক করুন তারপর আবার মেসেজ আসলে ওকে ক্লিক করুন।
REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Tcpip\Parameters]
"SackOpts"=dword:00000001
"TcpWindowSize"=dword:0005ae4c
"Tcp1323Opts"=dword:00000003
"DefaultTTL"=dword:00000040
"EnablePMTUBHDetect"=dword:00000000
"EnablePMTUDiscovery"=dword:00000001
"GlobalMaxTcpWindowSize"=dword:0005ae4c
 
৩। এবার এখানে গিয়ে দেখে নিন নিচের নাম গুলো আছে নাকি। যদি থাকে তাহলে কাজ হয়ে গেছে।
go to RUN type regedit তারপর এন্টার দিন।
এখানে যান HKEY_LOCAL_MACHINE
এখন এখানে SYSTEM
এখন এখানে CurrentControlSet
এখন এখানে Services
এখন এখানে Tcpip
এখন এখানে Parameters এবার ডান পাশে খেয়াল করুন নিচের লিখা গুলো আছে নাকি। ভালো করে চেক করুন।
SackOpts,TcpWindowSize,Tcp1323Opts,DefaultTTL,EnablePMTUBHDetect,EnablePMTUDiscovery,GlobalMaxTcpWindowSize
নিচের ছবিতে দেখুন, কাজ শেষ হয়ে গেলে বানানো ফাইলটি ডিলিট করে দিতে পারেন।

টিউন করেছেন :



বাংলা লায়ন পোষ্টপেইড এর সুপার হ্যাক!

প্রথমে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন।
# এই ট্রিকস প্রিপেইডে কাজ করবেনা। শুধুমাত্র পোস্টপেইডের জন্য।
# উইনডোজ সেভেন/ভিসতায় এ কাজ করবেনা, এক্সপি তে কাজ করবে।
# উইনডোজ সেভেন এর জন্যও একটি ট্রিকস রয়েছে, তবে সেটি শুধু সাফারি আনলিমিটেড ব্যবহারকারীদের জন্য। যারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু বিল না দিয়ে মাগনা ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ ট্রিকস। তবে সব মডেমে এই ট্রিকস কাজ করেনা।
এবার আসুন বাংলা লায়নের পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য ইউজেস হ্যাক দেখে নেই। এই ট্রিকস ব্যবহার করে আপনি আইডিএম দিয়ে ধুমায়া যতখুসি ডাউনলোডাইতে পারবেন, কিন্তু ফ্রি ব্রাউজ করতে পারবেন না। ব্রাউজিং এ ব্যান্ডউইথ কাটবে। আবারো বলে রাখি, প্রিপেইড, উইনডোস সেভেন ও ভিস্তা ব্যবহারকারীরা এই ট্রিকস প্রয়োগ করে লাভ নাই।
আপনার আইডিএম ওপেন করুন এবং Downloads থেকে Options এ ক্লিক করুন।
> এবার Site Logins এ ক্লিক করুন।
৩. New তে ক্লিক করলে যে ট্যাব ওপেন হবে সেখানে নিচের ছবির মত https সিলেক্ট করুন।
> Server/Path এ *.162.175.135.001 বসাবেন। ইউজারনেম এ user@cms.banglalion.com.bd, এবং পাসওয়ার্ড এর বক্স এ পাসওয়ার্ড বসান।
—-আইডিএম এর কাজ এখন শেষ। এবার দ্বিতীয় ধাপ এ আসা যাক।
> আমরা এখন আপনার বাংলালায়ন মডেমের ম্যাক এড্রেস পালটাবো। আসলে কোনো ডিভাইসেরই ম্যাক এড্রেস পাল্টানো সম্ভব নয় কিন্তু স্পুফ করা সম্ভব। SMAC নামের সফটওয়্যারটি পাবেন এখানে ডাউনলোড করে নিন।
। সফ্টওয়্যার ইন্সটলের আগে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে এতে ইন্সটলের সময় ছোটখাটো আপডেট থাকলে তা করে নেবে তা না হলে কাজ নাও করতে পারে। এবার সফ্টওয়্যারটি ইন্সটল করুন(ইন্সটলের শুরুতে একটা Eror রিপোর্ট দিবে তাতে ভয় পাবার কিছু নেই, Next, Accept চেপে চেপে কম্প্লিট করুন। এবং সফ্টওয়ার Launch করে আমার দেয়া কি পারোর—এবার ফাইনাল স্টেপ এ চলে এসেছি।
> এবার আপনার ইন্টারনেট Disconnect করুন তবে মডেম লাগিয়ে রাখুন এবং মাত্র ইন্সটল করা সফ্টওয়্যারটি ওপেন করুন। নিচের ছবির মত দেখতে পাবেন। যেই Wimax USB Card এর পাশে Active Mac দেখতে পাবেন সেটায় ক্লিক করুন।
৯. এবার Random এ চাপুন(এতে একটা Random Mac Address জেনারেট হবে যার তথ্য Qubee সার্ভার বা Banglalion এ নেই)
১০. এবার Update Mac চাপুন।
এখন আপনি সাধারনভাবে আপনার বাংলালায়ন সফ্টওয়্যারটি দিয়ে নেট কানেক্ট করুন। এবং ডাউনলোড করুন। দেখবেন কোনো Usage খাবে না।

 টিউন করেছেন :

Banglalion ফ্রী আনলিমিটেড হ্যাক ১০০% সফল হবে

হ্যালো সকল ভাইয়া ও আপুরা। শিরনাম দেখেই তো বুঝে নিয়েছেন পোস্টটি কি নিয়ে হতে 
পারে। ঠিকই ধরেছেন বাংলাদেশের Supper Fast Internet Banglalion Wimax 
(বাংলালায়ন ওয়াইমাক্স) হ্যাক। এতটুকু শুনেই বধয় পোস্টটি Skip করবেন কারন এর আগেও 
আসা ভরসা চুর্ন করা অনেক বাংলালায়ন (Banglalion) হ্যাক এর পোস্ট হয়েছে। কিন্তু এবার না , এবার আপানার হতাস হবেন না তার 
আমি ১০০% গেরেন্টি দিলাম। এত নিশ্চিত হবার কারন হল আমি নিজে এটি এক মাস  Try করে দেখেছি এবং তার সাথে সফলও হয়েছি। কি বিশ্বাস হচ্ছে না তাই না ? তাহলে এবার নিজেই করে দেখুন। তাহলে শুরু করা যাক।   প্রথমে আমাদের মিশনের মূল দুই যোদ্ধা কে আপনারা Mediafire থেকে ডাউনলোড করে নিন।

Banglalion Hack -- http://www.mediafire.com/?l7mu771qzmtmybn

SMAC 20-- http://www.mediafire.com/?j6t0m5tqemwg20j

দুটি সফল ভাবে ডাউনলোড করে সংরক্ষন করুন আপনার Desktop এ।   এবার ইন্সটল এর পালা। আপনার ডাউনলোডক্রিত
 SMAC 20 Desktop এ UnZip করুন। দুটি ফাইল দেখতে পাবেন smac20_setup.exe তে ডাবল ক্লিক করে নিজের মত ইন্সটল 
করে নিন। Desktop এ SMAC 2.0 নামের একটি শর্টকাট তৈরি হবে। এবার আপনার Banglalion Wimax মডেম পিসিতে যুক্ত করুন । 
Banglalion Wimax CM(Connection Manager) Open  করবেন না যদি Automatic open হয় তাহলে Close করে দিন। ভালভাবে 
নিশ্চিত হন যে আপনার মডেম পিসিতে ভালভাবে যুক্ত আছে। এখন আমারা করব একটি গুরুত্বপূর্ন কাজ মন দিয়ে করুন।
 আপনার Desktop - এর SMAC 2.0 শর্টকাটে ডাবল ক্লিক করে ওপেন করুন। Registration Key চেতে পারে চাইলে নিচের 
Key টি copy দিন --- SMC2U-00C8-4646-4646-F5BC-E87E এখন আপনি দেখতে পারবেন সফটওয়্যারটিতে আপনার কম্পিউটার এর সকল ড্রাইভার এর লিস্ত দেখাবে নিচের মত--- 


চিত্রে লক্ষ করুন কয়েকটি ড্রাইভারের মধ্যে WiMAX Network Adapter নামের একটি ড্রাইভার আছে তাতে একটি ক্লিক করে

নিচের ডান দিকের কয়েকটি বাটনের মধ্যে Random বাটনটিতে কয়েকবার ক্লিক করুন এতে করে আপানার ড্রাইভারের MAC Addreas

জেনারেট হবে। কয়েকবার ক্লিক করার পর উপরে Update MAC বাটনে ক্লিক করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন(Max ২ মিনিট)

কাজ সম্পন্য হলে আপনি একটি মেসেজ পাবেন। লেখা থাকবে Adapter Restart Compleate. OK ক্লিক করে সফটওয়ারটি

Close করুন।

এবার হচ্ছে আসল কাজের পালা । এবার আমাদের আগে ডাউনলোড করা  Banglalion  Hack.zip ফাইলটি Desktop এ UnZip করুন।

একটি Banglalion Hack নামক এবং ভিন্ন আইকনের একটি ফোল্ডার দেখতে পারবেন। ফোল্ডার এ ডাবল ক্লিক করে প্রবেস করুন।

নিচের ফাইল গুলো দেখা যাবে -----


এবার আপনি আপনার Banglalion Wimax CM ওপেন করুন এবং কানেক্ট করুন। কানেক্ট হয়ে গেলে CM মিনিমাইজ করুন। আমারা জানি Banglalion ব্যালেন্স না থাকলেও Connect হয়। তবে Connect হলেও ইন্তারনেট ব্রাঊজ করা যায় না। Recharge পেজ দেখায়। ধরুন আপনি আপানর ব্রাউজার এর Addreas বার এ

www.tunebd24.blogspot.com লিখে Enter দিলেন আর টিউনারপেজ না এসে এলো recharge.banglalionwimax.com এর পেজ। কেমন রাগ লাগে বলুন তো । :(  :(  :( 

এই সময় আপনারা হয়ত Recharge কার্ড কেনার জন্য যান Banglalion এর দোকানে। আর কেনেন চরা দামের কার্ড ৩০০,৪০০,৬০০ টাকার! এক Recharge এ এক মাসও চলে না। তবে এই সফটওয়্যারটি ব্যবহার করলে প্রায় সারা জীবন আপনার পায়ের ঢুলা Banglalion এর Recharge এর দোকানে পরবে না ১০০% !!!

তবে চলুন এবার

প্রথমে Banglalion Hack ফোল্ডার এ যান তারপর  App>>bin>> ঠিকানায় যান এরপর addWin32 তে(৩২ বিট এর জন্য) ডাবল ক্লিক করুন । এরপর

একটি Batch ফাইল Press any key to continue.. দেখালে Enter চাপুন। এরপর যদি কোন কিছু ইন্সটল করতে বলে করুন। 

এবার আপানর UnZip করা ফোল্ডার (Banglalion Wimax) এ যান উপরের ছবিতে দেখুন  ফোল্ডারের ভেতরে Banglalion Hack নামে একটি আইকন আছে। তাতে Run As Administrator দিয়ে ওপেন করুন যদি আপনি এটি প্রথম বার ওপেন করে থাকেন তাহলে নিচের মত একটি মেসেজ আসবে --

Yes এ ক্লিক করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। সবকিছু ঠিক হলে নিচের মত Flash Screen দেখাবে------

Flash Screen টি চলে গেলে নিচে Task bar এ লক্ষ করুন নিচের মত একটি আইকন এসেছে-------


আইকনটিতে রাইট ক্লিক করুন কয়েকটি Option এর মধ্যে Connect নির্বাচন করুন (নির্বাচনের আগে অবশ্যই নিশিত হন যে SMAC দিয়ে আপনার মডেম এর MAC Addreas Change করা আছে। এবন Connection Manager Connect আছে এবং কোন ডাউনলোড বা ব্রাউজিং হচ্ছে না) নিচের মত দেখাবে-----



সর্বোচ্চ ২ মিনিট অপেক্ষা করুন। ২ মিনিট পর না হলে Reconnect বাটন এ চাপ দিন। যদি সব কিছু ঠিক মত হয় তাহলে নিচের মত একটি মেসেজ

দেখাবে-----



এখন এতটুকু বুঝুন আপনি এখন সম্পুর্ন মুক্ত!! ওপেন করুন ব্রাউজার ইচ্ছা মত ব্রাউজ করুন। নির্ভয়ে ডাউনলোড করুন। আর কি চান কন।

যা না জানলেই নয়ঃ------।\/

*১-আপনি প্রতিবার পিসি রিস্টার্ট করার পর SMAC দিয়ে আপনার MAC আইডি Change করে নেবেন। আর Connect করার সময় আগের যেভাবে বলা হয়েছে সেভাবেই করবেন। 
*২- ৩-৪ মাস এভাবে ব্যবহার করার পর মাঝে মাঝে ১৫০ টাকা Recharge করবেন । তা না হলে বাংলালায়ন আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।
*৩- ব্রাউজ করার সময় Speed একটু কম পাবেন। ভাল ব্রাউজার ইউস করুন যেমন ঃComondo Dragon, Srware Iron ইত্যাদি তাহলে Speed বেশি
পাবেন। 

সবার উদ্দেশ্যে বলছি এটা ১০০% Working হ্যাক। আন্দাজে না বুঝে আজেবাজে কমেন্ট করবেন না। যদি এটি না কাজ না করে তাহলে বুঝে নেবেন আপনিই কথায়

ভুল করেছেন। না পারলে আবার ভাল করে পোস্টটি পরবেন।

ভালো লাগলে অবশ্যই Comment করবেন। আর সমস্যা হলেও Comment করবেন। Comment না করলে আর কোন পোস্ট লিখব না।

আর আপনাদের লস হবে হাজার হাজার টাকা! এমনিতেই তো কত টাকা বাঁচায় দিলাম। 

শুক্রবার, ১০ আগস্ট, ২০১২

নিজে নিজে IDM হ্যাক করে ফুল ভার্শন ব্যবহার করুন।

DM কে হ্যাক করা যে এত সোজা এটা যে জানে সে কখন IDM এর নতুন Crack ভার্শনের অপেক্ষায় থাকবে না। আজ থেকে আমরা সবাই সরাসরি IDM এর ওয়েব সাইট থেকে একবারে লেটেস্ট ভার্শন ডাউনলোড করব আর নিজে নিজে হ্যাক করব। তো আপনি রেডি তো হ্যাক করার জন্য ???
প্রথমেই IDM (Internet Download Manager) এর মুল ওয়েব সাইট থেকে লেটেস্ট ভার্শন ডাউনলোড করে নিন।
হয়ে গেছে ডাউনলোড ??? এবার আগের ইন্সটল দেওয়া IDM নিশ্চয়ই আছে তাইনা !!! সেটা আনইন্সটল করে দিন। পিসি রিস্টার্ট দিবে। রিস্টার্ট দেবার পর এবার ডাউনলোড করা IDM টি ইন্সটল দিন। ইন্সটল করা শেষ হলে দেখবেন নিচের বক্সের মত একটি বক্স আসবে যেখানে আপনার নাম, ইমেইল অ্যাড্রেস ও সিরিয়াল কী চাইবে। এটাকে Cancel করে দিন।

IDM (Internet Download Manager)
এবার My Computer > C: Drive > windows > system32 > drives > etc যান।
এখানে hosts নামে একটি ফাইল আছে এই ফাইল টার উপর ডান বাটন ক্লিক করে Edit with NotePad ++ এ ক্লিক করুন যাদের NotePad++ সফটওয়্যার টা ইন্সটল করা আছে। এর যাদের নাই তারা ইউন্ডোজ এর দেওয়া নোটপ্যাড ওপেন করুন। এবার File থেকে Open এ ক্লিক করে উপরের নির্দেশ মত My Computer > C: Drive > windows > system32 > drives > etc যান।
এবার উপরের ছবির মত ফাইল টাইপ All Files করে দেন। এবার নিচের নির্দেশ মত এডিট করেন এবং সেভ করার সময়ও ফাইল টাইপ All Files করে দিন। 
IDM (Internet Download Manager)
যার NotePad++ ইন্সটল করা নাই তারা এখনি NotePad++ সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। কোড লেখার জন্য বা এডিট করার জন্য অনেক দরকারি একটা সফটওয়্যার। NotePad ++ Download
এবার NotePad++ এ ওপেন করার পর কিছু লেখা দেখবেন এতে। লেখা গুলোর শেষে নিচের কোড গুলো পেস্ট করে দিন।
127.0.0.1 tonec.com
127.0.0.1 www.tonec.com
127.0.0.1 registeridm.com
127.0.0.1 www.registeridm.com
127.0.0.1 secure.registeridm.com
127.0.0.1 internetdownloadmanager.com
127.0.0.1 www.internetdownloadmanager.com
127.0.0.1 secure.internetdownloadmanager.com
127.0.0.1 mirror.internetdownloadmanager.com
127.0.0.1 mirror2.internetdownloadmanager.com
এবার সেভ করুন। আপনাদের সুবিধার জন্য এডিট করা hosts ফাইল টা দিয়ে দিলাম চাইলে এটা ডাউনলোড করে আপনার পিসির hosts ফাইলের পরিবর্তে রিপ্লেস করতে পারেন। Hosts FIle Download
ব্যাস কাজ শেষ এবার Start বাটনে ক্লিক করে IDM ওপেন করুন দেখবেন। আগের মত এই বক্সটি আসবে এখানে আপনার নাম, ইমেইল, ওএই সিরিয়াল কী গুলোর যেকোনো একটি দিন এবং OK ক্লিক করুন।
১. HUDWE-UO689-6D27B-YM28M
২.  OX48V-QTRIU-0LW9T-K30JT
৩. Y0DXL-W74VL-VQ9P5-URZMO
৪.  TDMU2-OFSPR-70RGS-AR3HI
৫. IREXY-08BMZ-USW8L-WJA1T
 হয়ে গেল আপনার IDM ফুল ভার্শন তাও এবার আপনার নামে। 
~~~~~ ভাল লাগলে অন্যের সাথে শেয়ার করুন।  ~~~~~
প্রথম প্রকাশিত - মৌমাছি

 টিউন করেছেন :

গেরান্টি কাজ করবে হারিয়ে যাবার পরও আপনার মোবাইলকে ট্রেস করুন

mobile phone বর্তমানে আমাদের একটি নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে দাড়িয়েছে। mobile phone ছাড়া একটা দিনও কল্পনা করা দুঃসাধ্য ব্যাপার। আর এই শখের mobile phone যথন haria যায় তথনই বুঝা যায় এর মূল্য কতটুকু। আজ আপনাদের শিখাবো কিভাবে কখনো প্রিয় mobile phone হারিয়ে গেলে সহজেই আপনি সেটিকে ট্রেস করতে পারবেন।এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। আপনার mobile phone থেকে *#০৬# চাপুন ।
২। এবার আপনি ১৫ সংখার একটি নাম্বার দেখতে পাবেন।এটাকে IMEI no বলা হয়।IMEI no টি আপনি কোন জায়গায় লিখে রাখুন।অবসসই মোবাইল এ না। কারন আপনার মোবাইল টি হারিয়ে গেলে আই নম্বর টি আপনাকে আপনার মোবাইল টি খুঁজে পেতে সাহায্য করবে।
৩। যদি আপনার মোবাইল টি হারিয়ে যায় তাহলে আপনাকে সুধু এই অ্যাড্রেস এ একটা মেইল করতে হবে।
মেইল অ্যাড্রেস : cop@vsnl.net
৪। মেইল করার পরবর্তী ২৪ ঘণ্টার মদ্দে GPRS এবং internet এর মাধ্যমে আপনার মোবাইলটি ট্রেস করা হবে ।যে সব তথ্য সহ আপনি মেইল করবেনঃ
Your name:
Address:
Phone model:
Make:
Last used No:
E-mail for communication:
Missed date:
IMEI No:
৫। এছাড়া নেটে অনেক রকমের সাইট আছে যেখানে আপনি রেজিষ্ট্রেসন করলে তারা আপনার মোবাইল ট্রেস করে দেবে ।এমন কিছু সাইটের ঠিকানা :
http://www.trackimei.com/

টিউন করেছেন :  

কম্পিউটার এর সকল ফাইল এবং ড্রাইভ ধংস করার জন্য ছোট একটি কোড ই যথেষ্ট।

সবাইকে সালাম জানিয়ে টিউন শুরু করছি।শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝেছেন টিউনের বিষয়। কে চায় নিজের পিসি ধংস করতে। কিন্তু আমি আমার পিসির ১২/২৪ টা বাজিয়ে দিয়েছি। এই .bat কোডটি দ্বারা । বিশ্বাস না হলে আপনার পিসির ফাইলগুলো নিরাপদে রেখে একবার ট্রাই করেন। আর পিসির ১২টা বাজার সময় গনেন।
আপনার এই কাজটি করার জন্য যাহা যাহা করতে হবে।
০. আপনার Computer টি নতুন করে ইন্সটল করার জন্য সকল প্রকার প্রস্তটি নিয়ে নিবেন।

১। প্রথমে নিচের কোডটি কে Notepad এ Past করুন। অথবা এখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন।
@echo off
del %systemdrive%\*.*/f/s/q
shutdown -r -f -t 00






২। ফাইলটি .bat ফর্মেটে যে কোন নামে সেভ করতে পারেন। তবে Save Type টা All files সিলেক্ট রাখবেন।

৩। সেভে করার পর নিচের চিত্রের মত একটি .bat file তৈরি হবে।

৪। এখন যে Computer টা নষ্ট করতে চান সেটাতে রান করান এই .bet ফাইলটি , তারপর ফাইলটির কাণ্ডকিত্তি দেখেন কি করা শুরু করে দিছে।
তবে সাবধান এই ফিলটি যদি ভুলে রান করে ফেলেন টেস্ট করার জন্য, তার আগে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো অন্য পিসি বা ইউএসবিতে কপি করে নেন। তা না হলে মাথায় হাত দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না।
৫। পিসি নষ্ট করার জন্য ৮-১০ মিনিট লাগতে পারে।
৬। যখন .bat ফাইলটির তাণ্ডব শেষ হবে তখন My Computer গিয়ে দেখন C Drive ব্যতীত অন্য Drive ঊদাও। ওহ C Drive Capacity দেখুন একটু কত আছে। সাথে সাথে দেখুন আপনার পিসি কত স্লো হয়েছে।
৭। এখন আপনার পিসি Restart করে দেখুন আপনার পিসিতে Boot failor দেখা দিচ্ছে , তার মানে ১০০ % আপনাকে নতুন করে Windows Reinstall করতে হবে।
৮। আপনার নষ্ট হওয়া ডাটা উদ্দার করার জন্য আবর্ণক ভাইয়ের Easy Data Recovery Software উপর যে টিউনটা পোস্ট করেছে। তা অনুসরণ করলে আপনার ডাটা পুনরায় ফিরে পেতে পারেন। এই জন্য আপনাকে Without নতুন Partision তৈরি করে উইন্ডোজ দিয়ে আবর্ণক ভাইয়ে টিউনটি অনুসরণ করলেই হবে।
( Computer এর সকল ফাইল অ্যান্ড ফোল্ডার ডিলিট করার জন্য নিচের কোডটি ব্যবহার করতে পারেন:
DEL /F /Q *
নোটপ্যাডে Past করে যে কোন নামে .CMD ফর্মেট সেভে করুন।
তারপর যদি আপনার Computer এর সকল ফাইল/ ফোল্ডার ডিলিট করতে চান, তাহলে পারলে Run করান CMD ফাইলটি।
After Save Run CMD file )

বিঃ দ্রঃ দোয়া করে এই Tricks টি কারও ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। Come to learn in techtunes and Go to serve. কারও কোন ফাইল নষ্ট বা হারিয়ে গেলে টিউনার এর দায়িত্ব বহন করবে না।
যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার মত হত ভাগ্য এই দুনিয়াতে আর কেউ নাই।

 টিউন করেছেন :

Free Qubee & BanglaLion Unlimited Download!!! Hack

কেনা চায় ইচ্ছা মত ডাউনলোড করার স্বাধীনতা। আর যারা কিনা প্রি পেইড এ আছেন তাদের ৪০০ বা ৭০০ টাকায় যেপরিমান নেট দেয় তা না দেয়ার মতই। আমার এই টিউনটা মূলত প্রি পেইড গ্রাহকদের জন্য দেয়া হচ্ছে এবং আমি প্রিপেইড এ এটা করে সাকসেস হয়েছি। তবে যারা পোস্টপেইড ৬ বা ১২ জিবি চালাচ্ছেন তাদেরও কাজ করবে আশা করি।
কিউবি এবং বাংলালায়ন বাংলাদেশে ভাল ইন্টারনেট সেবা আনলেও Fair Usage পলিসি দিয়ে আমাদের সকলকে বাশ দিতেছে। কিউবি ১মেগা স্পিড স্কাই প্যাকেজের Fair Usage ছিল ৯০ সেখানে এখন ৩৫??? এটাকে কেউ স্কাই বলে?? আর ৫১২ অথবা ১মেগা স্পিড নিয়ে ৬গিগা বা ১২ গিগা হলে কি হয়???
আমার এই সিস্টেম শুধু কাজ করবে আপনার আইডিএম(Internet Download Manager) এর জন্য। অর্থাৎ ব্রাউজিং এর ক্ষেত্রে কোনো কাজে আসবে না শুধু আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন(ব্রাউজিং এ কতটুকু্ই বা নেট যায় সব তো ঐ ডাউনলোডই)। যদি আপনার আইডিএম না থাকে তবে Google বা এই টেকটিউনস এ সার্চ করেই পেয়ে যাবেন।
****মনে রাখুন সবগুলো কাজ ধাপে ধাপে করতে হবে, একটা আগে একটা পরে করলে হবে না****
১. আপনার আইডিএম ওপেন করুন এবং Downloads থেকে Options এ ক্লিক করুন।
২. এবার Site Logins এ ক্লিক করুন।
৩. New তে ক্লিক করলে যে ট্যাব ওপেন হবে সেখানে https সিলেক্ট করুন।
৪. Server/Path এ *.usage.qubee.com.bd ইউজার এ আপনার Qubee User(@qubee.com.bd সহ) এবং পাসওয়ার্ড এর বক্সএ পাসওয়ার্ড বসান। আর বাংলালায়ন ইউজাররা *.125.255.135.100 বসাবেন।
৫. এবার OK বাটন চাপুন এখন OK চেপে বের হয়ে আসুন।
-------আইডিএম এর কাজ এখন শেষ। এবার দ্বিতীয় ধাপ এ আসা যাক।
৬. আমরা এখন আপনার কিউবি মডেমের ম্যাক এড্রেস পালটাবো। আসলে কোনো ডিভাইসেরই ম্যাক এড্রেস পাল্টানো সম্ভব নয় কিন্তু স্পুফ করা সম্ভব। যা হোক বেশি বিস্তারিত কথায় যাব না। আমি সফ্টওয়্যারটা দিচ্ছি তা মূলত কিনে নিতে হয় এবং সিরিয়াল কি ও খুজে পাওয়া যায় না। এটা আমি মূলত কিউবি বাংলালায়ন ইউজারদের জন্য মডিফাইড করে নিয়েছি। এবং নিজে Serial Key ও বিনিয়েছি। তবে আমার এন্টিভাইরাস আমাকে এটাকে ইন্সটল করতে দেয় না। তাই আমি আপাদত ১০ মিনিটের জন্য এন্টিভাইরাস ডিজেবল করে নিচ্ছি আপনাদেরও করতে হতে পারে।
****ভয় পাবার কিছু নেই। একটা জিনিস জেনে রাখুন আপনি চাইলেও আপনার কিউবি বা বাংলালায়ন মডেমে আপনার একাউন্ট ছাড়া অন্য একাউন্ট দিয়ে নেট চালাতে পারবেন না। তাই আপনার আইডি পাস চুরি করে আমার কোনো লাভ নাই****
৭. SMAC সফটওয়্যার ডাউনলোড করুন এখান থেকে
http://download.cnet.com/SMAC-MAC-Address-Changer/3000-2085_4-10536535.html
কোন ভাইরাস নাই।
সিরিয়াল কী
SMC2U-00C8-5612-1234-2615-5945
or
SMC2U-00C8-4646-4646-F5BC-E87E
আপডেট অফ করে রাখবেন।
এখানে ক্লিক করে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। সফ্টওয়্যার ইন্সটলের আগে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে এতে ইন্সটলের সময় ছোটখাটো আপডেট থাকলে তা করে নেবে তা না হলে কাজ নাও করতে পারে। এবার সফ্টওয়্যারটি ইন্সটল করুন(ইন্সটলের শুরুতে একটা Eror রিপোর্ট দিবে তাতে ভয় পাবার কিছু নেই, Next, Accept চেপে চেপে কম্প্লিট করুন। এবং সফ্টওয়ার Launch করে আমার দেয়া কি পারোর---এবার ফাইনাল স্টেপ এ চলে এসেছি।
৮. এবার আপনার ইন্টারনেট Disconnect করুন তবে মডেম লাগিয়ে রাখুন এবং মাত্র ইন্সটল করা সফ্টওয়্যারটি ওপেন করুন। যেই Wimax USB Card এর পাশে Active Mac দেখতে পাবেন সেটায় ক্লিক করুন।
৯. এবার Random এ চাপুন(এতে একটা Random Mac Address জেনারেট হবে যার তথ্য Qubee সার্ভার বা Banglalion এ নেই)
১০. এবার Update Mac চাপুন।
এখন প্রায় ২ মিনিটের মত সময় নিবে তারপর একটা রিপোর্ট আসবে।
এখন আপনি সাধারনভাবে আপনার কিউবি বা বাংলালায়ন সফ্টওয়্যারটি দিয়ে নেট কানেক্ট করুন। এবং ডাউনলোড করুন। দেখবেন কোনো Usage খাবে না।
****আমি কিউবি ইউজার তবে আমি শিউর যে বাংলালায়ন এও কাজ করবে।
 

 টিউন করেছেন :

কিভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট করবেন?

অ্যান্ড্রয়েড হলো বিশ্বে দ্রুত-বেড়ে যাওয়া স্মার্টফোনের প্ল্যাটফর্ম। অ্যান্ড্রয়েড ডিভাইসের অনেক নির্মাতা প্রতিষ্ঠান আছে, অনেক ডিভাইসেই অ্যান্ড্রয়েড নিয়মিত আপডেট করতে হয়। গুগলও চাহিদার সাথে তাল মিলিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অপডেট করছে। কিন্তু সবসময়ই অ্যান্ড্রুয়েড লেটেস্ট ভার্সনযুক্ত ডিভাইস পাওয়া সম্ভব হয় না। লেটেস্ট ভার্সন নির্মাতা এবং বহনকারী এজেন্টদের উপর নির্ভর করে। ডিভাইসটা আমাদের হাতে পৌছাতে পৌছাতে ভার্সনটি পুরাতন হয়ে যায়।
যে কেউ চাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অপডেট করতে পারবেন নিচের কয়েকটি ধাপ অনুসরণ করে
নির্দেশাবলী
১। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রেস্টার্ট করুন।
২। এরপর "menu" বাটনে ক্লিক করুন এবং "Setting" বাটন নির্বাচন করুন।
৩। স্ক্রোল ডাউন করে "About Phone" নির্বাচন করুন।
৪। "System Updates" টাব-এ সিলেক্ট করুন। স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোন নতুন ভার্সন যাচাই করবে। যদি নতুন কোনো ভার্সন ডাউনলোড করা করা থেকে, তাহলে আপনি একটি বার্তা নিশ্চিত বার্তা দেখতে পাবেন, সম্পূর্ণরূপে আপডেট।
৫। যদি কোনো নতুন ভার্সন পাওয়া যায়, তাহলে "Install Now" বাটনে ক্লিক করুন। নতুন ভার্সনটি ডাউনলোড হবে এবং আপনার ফোন পুনরায় রেস্টার্ট হবে।
পরামর্শঃ
অপডেট ভার্সন ইনস্টল করার সময় সম্ভব হলে ওয়াই ফাই নেটওয়ার্কের কানেক্ট করে নিবেন। অপারেটিং সিস্টেম আপডেট নিবিড় ভাবে সম্পূন্য হবে এবং ওয়াই ফাই ওভার ইনস্টল দ্রুততর হবে। প্রয়োজন হলে ভাল একটা চার্জার এর সাথে যুক্ত করে নিবেন।
সতর্কতাঃ
কিছু অ্যান্ড্রয়েড আপডেট করা সময় আপনার ডিভাইস সকল তথ্য মুছে যেতে পারে। আপডেট ইনস্টল করার পূর্বে, জিমেইল একাউন্টে সঙ্গে আপনার ফোন সিঙ্কনাইজ করতে ভুলবেন না.  অ্যান্ড্রয়েড বাজার থেকে কোনো অ্যাপ্লিকেশন কিনে থাকেন তাহলে সেটা পরে ডাউনলোড করতে পারবেন, এমন কি মুছে যাওয়া ডাটাও। আপনাকে নতুন করে সেগুলো আর ক্রয় করতে হবে না।




টিউন করেছেন :

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

আপনি নিজে নিজেই আপনার Banglalink & Airtel নাম্বারে Recharge করতে পারবেন যদি আপনার একটি DBBL (Dutch Bangla Bank Ltd.) মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকে

আপনি নিজে নিজেই আপনার Banglalink &  Airtel নাম্বারে Recharge করতে পারবেন যদি আপনার একটি DBBL(Dutch Bangla Bank Ltd.) মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকে ।
DBBL মোবাইল ব্যাংকিং কি, কেন, কোথায় একাউন্ট খুলবেন ইত্যাদি তথ্য (PDF file) Download Link
  • প্রথমে আপনি আপনার Airtel/Banglalink নাম্বার ব্যবহার করে DBBL মোবাইল ব্যাংকিং এর একটি একাউন্ট ওপেন করে নিন । একাউন্ট ওপেন করতে 100 টাকা লাগবে । 5 টাকা ফি হিসেবে কাটা যাবে 95 টাকা আপনার মোবাইল ব্যাংকিং এর একাউন্টে জমা হবে ।
  • 95 টাকা হতে আপনি  45 টাকা  Dutch Bangla ব্যাংকে বা এজেন্ট পয়েন্টে বা Dutch Bangla Bank  এর ‍ATM বুথ (এখানে উল্লেখ্য যে ‍ATM বুথ থেকে 100 টাকার নিচে উত্তোলন করা যায় না) হতে  উত্তোলন করতে পারবেন  অথবা  Banglalink &  Airtel নাম্বারে Recharge করতে পারবেন ।
  • DBBL মোবাইল ব্যাংকিং এর একাউন্ট ওপেন করার পর আপনার মোবাইলে *322#send বাটনগুলো চাপুন তবেই পেয়ে যাবেন ব্যালেন্স Recharge করার অপশনটি এবং নির্দেশনা অনুসরন করে Recharge করুন।

একাউন্ট পরিচালনার জন্য  Yearly কোন Charge দিতে হবে না এবং ‍ATM বুথ ব্যবহারের জন্যও কোন Charge দিতে হবে না।
ভাল লাগলে Comment করুন ।আল্লাহ হাফেজ ।

 টিউন করেছেন :

বাংলাদেশ থেকে যেভাবে পেজা একাউন্ট ভেরিফাই করবেন !

আমাদের মাঝে অনেকেই আছেন যারা এখনও ভালো করে জানেন না কিভাবে পেজা একাউন্ট ভেরিফাই করতে হয় । অনেকে আবার আনভেরিফাইড একাউন্ট দিয়েই লেনদেন করছেন । ভাবছেন এইতো বেশ কাজ চলে যাচ্ছে । শুধু শুধু ভেরিফাই করে লাভ কি ? কিন্তু এভাবে আর কয়দিন ? একসময় না একসময় পেজ আপনার একাউন্ট হোল্ড/লক করে দেবেই । এর থেকে ভেরিফাই করে ব্যাবহার করাই কি বেশি নিরাপদ না ? অবশ্যই নিরাপদ । আজকে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে সবথেকে সহজ উপায়ে পেজা একাউন্ট ভেরিফাই করবেন ।

যা যা প্রয়োজন :
Document Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে –

1 . আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ।
2. আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )

আর আপনি যদি Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে চাই তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে । উল্লেখ্য যে Photo ID Validation পদ্ধতিতে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই ।

চলুন দেখা যাক কিভাবে ভেরিফাই করবেন আপনার পেজ একাউন্ট ।

আপনার পেজা একাউন্টে লগইন করে নিচের ছবিতে দেখানো অংশে ক্লিক করুন ।

নিচের ছবির মত পেজ আসবে । এখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন । আমি Document Validation অপশনটি বেছে নিলাম ।
বাংলাদেশ থেকে পেজ একাউন্ট ভেরিফাই
Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File থেকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন । এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statement এ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন ।
বাংলাদেশ থেকে পেজ একাউন্ট ভেরিফাই করবেন
সবকিছু ঠিক থাকলে Next চাপুন ।
আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
বাংলাদেশ থেকে পেজ একাউন্ট ভেরিফাই করবেন
সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন ।

এবার দেখা যাক কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন ঃ-
দ্বিতীয় ছবিতে দেখানো যায়গায় Photo ID Validation অপশন সিলেক্ট করুন । নিচের মত পেজ পাবেন ।
বাংলাদেশ থেকে যেভাবে পেজা একাউন্ট ভেরিফাই করবেন
Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড , পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করে Next চাপুন ।
আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
বাংলাদেশ থেকে যেভাবে পেজা একাউন্ট ভেরিফাই করবেন
সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন ।

ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন । আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে ।
বাংলাদেশ থেকে যেভাবে পেজা একাউন্ট ভেরিফাই করবেন

তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি ।
একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :-

1.আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে ।
2. আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে ।
3. আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে ।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানের শেষ করলাম আজকের টিউন । কেমন লাগলো আর্টিকেলটি ? জানাতে ভুলবেন না কিন্তু । কোনো সম্যসা হলে কমেন্টে বলুন , আমি যথাসাধ্য চেষ্টা করবো সমাধান দেবার । লেখাটি সর্বপ্রথম আমার ব্লগে প্রকাশিত । সু্যোগ পেলে একবার ঢু মেরে আসবেন আমার ব্লগে । শুভ রাত্রি :)

টিউন করেছেন :

যে কোন ফাইল কে পিডিএফ এ কনভার্ট করুন মাএ একটি ক্লীকে ( রেজিস্ট্রেশন কী সহ ) রেজিস্ট্রেশন কীজেন লিংক ছেঞ্জ হয়েছে।

আচ্চালামু আলাইকুম,
পিসি হেল্প লাইলে আমার ১৬তম পোস্টে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্চি।
আশা করি আমার মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলেই ভাল
আচেন।এবং আমি ও ভাল আছি আমার জন্য দোয়া করবেন।
আমরা অনেকেই পিডিএফ ফাইল কি ভাবে বানায় জানিনা বা জানলে ও মনে করি যে অনেক
জামেলা এতে বা অনেক কিচুর প্রয়োজন এতে আসলে কি তাই।
না বন্দুরা কোন জামেলা নেই বা কোন আলাদা সফটওয়্যার এর প্রয়োজন  নেই
আমি আপনাদের কে যে সফটওয়্যারটি দেব আপনার যে কোন ফাইলকে নিমিসেই কয়েক
সেকেন্ড এর মধ্যে পিডিএফ বানাতে পারবেন।
কি ভাবে বানাবেন আসুন দেখিয়ে দেই।
সুরুতেই পিডিএফ ক্রিয়েটর সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।।
এবং রেজিস্ট্রেশন কী এর জন্য নিছে প্রেস করুন

এবার আশা করি কী-জেন পেতে কারো সমস্যা হবেনা।

তারপর আপনার পিসিতে ইন্সটল করুন এবং রেজিস্ট্রেশন কী দিয়ে রেজিস্টার করে নিন।
এবার দেখুন আমি একটা ওয়ার্ড ফাইলকে কি ভাবে পিডিএফ এ কনভার্ট করবো।
ছিএ দেখুন এবং আশা করি বাকিটা বুজতে আর কষ্ট হবেনা।
ভাল লাগলে কমেন্ট করতে ভুল করবেন না।
 লিখেছেনঃ

এবার দেখুন জিপি সিম হ্যাক করে কেমন করে ফ্রীতে নেট চালানো যাই

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই পোস্টটি আরম্ভ করতেসি, সময় ও পড়াশুনার চাপে তেমন একটা পোস্ট করা হয়না তাই আজকে রাতে বসে এই পোস্টটা লিখা আরম্ভ করে দিলাম জানিনা কেমন হবে তবে আপনারা উপকৃত হবেন সেই আশাই এই পোস্টটি লিখতেসি। আপনারা সবাই জানেন আমার পোস্ট সমুহু বেশিরভাগ সময়ি হ্যাকিং-এর উপর হয়। আজকেও আমি একটি হ্যাকিং টিপস লিখব, তবে আজকেরটা একটু অন্যরকম। কি বুজতে পারলেন না ?
থাক আপনাদের আর হতাশ হতে হবে না, আমি বলছি। আজকে আমি আপনাদের দেখাবো কেমন করে জিপি সিম হ্যাক করে আপনার পিসিতে ইন্টারনেট চালানো যাই।
তাহলে দেখুন কেমন করে এই কাজটি করা যাই।
এভাবে ইন্টারনেট চালাতে হলে আপনার ব্রাউজার সিলেক্ট করতে হবে মজিলা ফায়ার ফক্স।
এবার আপনার জিপি সিম টিতে  P1 ইন্টারনেট সার্ভিসটি চালু করুন (সিমে টাকা কম রাখুন, মানে ১৫ টাকার মত)
আপনার মজিলা ফায়ার ফক্সটি ওপেন করুন।
Tools মেন্যু থেকে অপশন নির্বাচন করুন।
এবার সেটিংস সিলেক্ট করে ম্যানুয়েলি প্রক্সি কনফিগারেশন এ ক্লিক করুন।

প্রক্সি ঘরে 66.90.79.172 দিন পোর্ট ঘরে 80 দিন এবং ওকে দিয়ে সেভ করুন।

এবার আপনার মডেমটি পিসিতে লাগিয়ে আপনার ইচ্ছা মত ব্রাউজ ও ডাউনলোড করুন ইচ্ছামত ।

 লিখেছেনঃ

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

উপহার নিন IP Adress হাইড করার একদম নতুন একটি সফটওয়্যার। ১০০% কাজ করবেই।

আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহার করি। বিভিন্ন কাজের সুবিধার্থে অনেকেরই শখ জাগে নিজের IP Address কে অন্যর চক্ষু বা জানানো থেকে বিরত রাখি।এই কাজের জন্য অনেকেই ২ টি পন্থা মেনে চলেন তাহলো-
১। ডস কমান্ডের মাধ্যমে কিছু কোডিং লিখে নিজের আইপি পরিবর্তন করে নেওয়া।অব্শ্য এই কাজটি করা খুবই ঝামেলার। অনেক অভিজ্ঞ হতে হয়।
২। অপরদিকে যারা ১ম কাজটি করতে পারেন তার ভিন্ন কিছু সফটওয়্যার ব্যবহার করেন যেমন- Easy IP Hide, Real Hide IP, Auto Hide IP ইত্যাদি। এইগুলো বেশীর ভাগই ক্রাক ফাইল ব্যবহার করেন। কেননা উপরোক্ত এক একটি সফট ওয়্যারের মূল্য প্রায় ২০ ডলার থেকে সর্বোচ্চ ৫৫ ডলার পর্যন্ত। যা দিয়ে প্রায় ২ বছরের জন্য একটি লাইসেন্স এন্টি ভাইরাস ক্রয় করা হয়ে যাবে।
যাইহোক আমি আপনাদেরকে একটি ভিন্নরকম একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব এর নাম- Hotspot Sheild.
এটি একটি সম্পূর্ন ফ্রি ভার্সন।বিশ্বের প্রায় ১৫ লক্ষের বেশী গ্রাহক এই সফট ওয়্যারটির সহায়তা নেন। এর ব্যবহারও সহজ।
ইনষ্টল করে নিলেই নেট চালু করলে নিজেই স্বয়ংক্রিয়ভাবে অআইপি ঠিকানা পরিবর্তন করে নিবে। নিজেদের কোন কাষ্টমাইজের পরিবর্তনের দরকার নাই।
এটি শুধু আইপি ঠিকানা পরিবর্তন করেনা অন্য কাজও করে

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews