বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

আপনার সিমবিয়ান ফোনকে করে তুলুন গতিময়!

আমার নাম নাফিজ সাদিক। আমি ঢাকা পলিটেকনিক ইনষ্টিটিউট এর ইলেকট্রনিক্স বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। এটি আমার লেখা ১ম পোষ্ট। তাই লেখায় কোন ভূল ভ্রান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটি এমন একটি পদ্ধতি যা প্রথমে আপনাদের কাছে  একেবারেই ফালতু মনে হতে পারে। আমারও প্রথমে তাই মনে হয়েছিল । কিন্তু একবার চেষ্টা করলেই বুঝতে পারবেন এর কার্যকারিতা সম্বন্ধে । বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে আসা যাক ।
2011-02-15_074705
কার্য পদ্ধতি
১। প্রথমে আপনার ফোনের তারিখ পরিবর্তন করে ০১-০৫-২০০৫ দিন ।
২। এবার ক্যালেন্ডারে ঢুকুন ।
৩। এবার দুটি টু-ডু এন্ট্রি তৈরি করতে হবে । ( Option/ New entry/ To-Do )
৪। এই টু-ডু এন্ট্রি গুলোতে নিচের তথ্য গুলো দরকার হবে ।
01. To-Do
Subject : Speed
Due Date : 04.08.2005
Priority : High
02. To-Do
Subject : Qoukie
Due Date : 04.08.2005
Priority : Low
৫। এবার ক্যালেন্ডার বন্ধ না করে প্রথমে ১ নং এবং পরে ২ নং এন্ট্রিকে Done করুন এবং ক্যালেন্ডার বন্ধ করুন ।
৬। এবার তারিখ পরিবর্তন করে আগের তারিখ দিন এবং আপনার গতিময় ফোন ব্যাবহার করুন ।



লিখেছেনঃ নাফিজ সাদিক

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews