বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

হার্ডডিস্কের ব্যাড সেকটর রিপেয়ার করার কৌশল

ব্যাড সেকটর হলো কিছু মেমোরি নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ হার্ডডিস্কের যেখানে ব্যাড সেকটর পড়ে, সেখানে কোনো তথ্য সংরক্ষিত হয় না। হার্ড ডিস্কের মেমোরির যে অংশটুকু দীর্ঘ সময় ধরে ফাঁকা বা অব্যবহ্রত থাকে, সেখানে ব্যাড সেকটর পড়ে। তাছাড়া পিসি চলতে চলতে হটাৎ বিদুৎ চলে গেলে হার্ড ডিস্কে ব্যাড সেকটর পরতে পারেতাই ইউপিএস ব্যবহার করা উচিত আর হার্ডডিস্ক মাঝে মাঝে ডিফ্রাগমেন্ট করা উচিত। আসুন এবার ব্যাড সেকটর কিভাবে রিপেয়ার করবেন তা জেনে নেই
প্রথমে এই লিঙ্ক থেকে
http://www.mediafire.com/?7vcc2vjdy2fc3nd
HDD Regenerator 2011.zip ফাইলটি নামান এবং আনজিপ করুন।
hr2011 ফাইলটি ইন্সটল করুন



Launch the program থেকে টিক উঠিয়ে দিয়ে ফিনিস করুন। প্রোগ্রামটি রান করবেন না

এবার HDD Regenerator.exe এবং hddreg.exe ফাইল দুটি কপি করে C:\Program Files\HDD Regeneratorফোল্ডারে কপি এন্ড রিপ্লেস করুন



এবার HDD Regenerator ফাইলটি রান করুন। দেখুন রেজিষ্টার্ড ভার্সন হয়ে গেছে

যদি বুটেবল সিডি তৈরী করতে চান তাহলে Bootable CD / DVD তে ক্লিক করুন। পেনড্রাইভ দিয়ে না করাই উত্তম কারন পেনড্রাইভ দিয়ে করতে গিয়ে আমার পেনড্রাইভ সমস্যা করেছিল

সিডি সিলেকট করুন

ব্রান সিডি সিলেকট করুন

তৈরী হয়ে গেল বুটেবল সিডিআর যারা সিডি তৈরী করতে পারেন নাই তারা চিন্তা করবেন নাClick here to repair physical bad sectors on damaged drive surface directly under windows (XP/Vista/7) এ ক্লিক করুন

হার্ড ডিস্কটি সিলেকট করে Start Process এ ক্লিক করুন


Enter Choice  এ 1 দিয়ে এন্টার করুন

আবার Enter Choice  এ 2 দিয়ে এন্টার করুন

বাস কাজ শুরু হয়ে গেছে। এবার আপনি প্রায় এক ঘন্টার একটা ঘুম দিয়ে আসুন

দেখুন স্কান এর বিভিন্ন ধাপ



কাজ শেষ। এখন ক্লোজ করার জন্য যেকোন একটা কি প্রেস করুন

উপভোগ করুন একটি সুস্থসবল হার্ড ডিস্ক

 
লিখেছেনঃ নুরমোহাম্মদ  ভুইয়া

2 মন্তব্য(গুলি):

Unknown বলেছেন...

kaje aste pare.

Unknown বলেছেন...

kajer but onak somoy nay kaj sas korta.

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews