রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

এবার Play Store এর Android Application ডাউনলোড করুন PC থেকে।

PC HELPLINE BD তে আমার প্রথম পোস্ট এটি, ভুল হলে ক্ষমা করবেন।
যারা জানেন তাদের জন্য নয়।
অনেক সময় আমাদের ANDROID APPLICATION DOWNLOAD করার জন্য PLAY STORE থেকে DOWNLOAD দিতে হয়। এতে আমাদের ফোন এ ইন্টারনেট প্যাকেজ এর প্রয়োজন পরে। কিন্তু যদি ইন্টারনেট প্যাকেজ না থাকে ফোন এ???? তাহলে কি আপনি ANDROID APPLICATION DOWNLOAD দিবেননা? এই যুগে কি তা মেনে নেয়া যায়???
আপনার যদি একটি পিসি থাকে ও সেটাতে ইন্টারনেট থাকে আপনি অতি সহজেই PLAY STORE থেকে APPLICATION DOWNLOAD করতে পারবেন ও পরে সেটি আপনার প্রিয় ফোন এ ব্লুটুথ অথবা ডাটা ক্যাবল দিয়ে ট্রান্সফার করে ইন্সটল করতে পারবেন।
নিচে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়মটি দেখানো হলঃ
১. আপনি প্রথমে DESKTOP থেকে GOOGLE CHROME BROWSER টির একটি আলাদা Shortcut কপি বানাবেন, তারপর আপনার পছন্দ মত জায়গায় রাখুন।

২. তারপর GOOGLE CHROME BROWSER Shortcut টিতে রাইট ক্লিক করে নিচের ছবি অনুযায়ী কাজ করুন।
Add   –ignore-certificate-errors    at the end of the target field.
৩. এখন নিচের লিঙ্ক থেকে APK DOWNLOADER EXTENSION for chrome টি DOWNLOAD করুন
http://www.mediafire.com/?fhchd71ljy8vw11
ফাইলটি ২৯.১৭ কেবি মাত্র।
৪. DOWNLOAD করার সময় chrome একটু ঝামেলা করতে পারে


chrome ওপেন করে নিচের ছবি দেখে কাজ করুন।




এভাবে EXTENSION এ গিয়ে আপনি APK DOWNLOADER EXTENSION টি DRAG করে Chrome এ আনবেন। আমি APK DOWNLOADER EXTENSION DESKTOP এ রেখেছি।


APK DOWNLOADER EXTENSION টিতে LEFT MOUSE BUTTON চেপে DRAG করুন DROP to install লেখাটি আসবে।

Add করার পর একটি নতুন Window আসবে

To find device id Open dial pad, call *#*#8255#*#* ( 8255 = TALK ). If it opens “GTalk Service Monitor”, find lines that begin with JID and Device ID. Your email is JID, and your device id is a string that after android- prefix
For example: if it shows android-1234567890abcdef , then your device ID is 1234567890abcdef
Do not type in random email or device ID, it won’t work
JID তে যেই email আছে সেটি ও device ID হিসেবে Device ID : android-XXXaaXXXaXXaXaaX (16  code)

কাজ শেষ এখন শুধু DOWNLOAD আর DOWNLOAD কিন্তু কিভাবে??? খুবই সহজ।
ভিডিওটি দেখুন।
আর একটি কথা Application APK format এ Download হবে।
তারপর আপনার প্রিয় ফোনে সাধের Application APK format ট্রান্সফার করুন।
কিন্তু কিভাবে ইন্সটল করবেন?
GO TO SETTINGS>APPLICATION>UNKNOWN SOURCES>TICK>OK
তারপর আপনি যেখানে Application রেখেছেন সেখান থেকে যেটা ইন্সটল করতে চান সেটা ওপেন করুন।
আপনি যদি Chrome দিয়ে না পারেন তবে Comodo Dragon Use করুন অবশ্যই হবে।
http://www.comodo.com/home/download/download.php?prod=browser
APK DOWNLOADER অফিসিয়াল ওয়েবসাইট হলো এটিঃ http://codekiem.com/2012/02/24/apk-downloader/
শুধুমাত্র FREE APPS ডাউনলোড করা যাবে।
নিজ দায়িত্বে কাজ করবেন কোনো ক্ষতির জন্য লেখক কিংবা সাইট দায়বদ্ধ নয়।
ধন্যবাদ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews