শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

এবার আপনার সিমবিয়ান ফোনে ব্যাবহৃত Opera mini এর internet spreed বাড়িয়ে নিন।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সিমবিয়ান ফোনে ব্যাবহৃত অপেরা মিনির ইন্টারনেট স্প্রিড বাড়িয়ে নিবেন।


যা যা করতে হবে:-

1.প্রথমে আপনার ফোনের অপেরা মিনি ওপেন করুন।

2.এবার Address বারে about:config টাইপ করুন।

3.Browse করুন।নিচের মত একটা পেজ আসবে।

4.Scroll করে নিচে আসুন।খেয়াল করুন আপনি Loading timeout নামে একটা অপশন পাবেন।এখানে ডিফল্ট ভাবে 30 দেওয়া আছে।এটা পরিবর্তন করে 3600 করে দিন।

5.এবার scroll করে একদম নিচে আসুন এবং Save বাটনে ক্লিক করে সেভ করে বেরিয়ে আসুন।
প্রথম কাজ শেষ-
1.এবারXplore ওপেন করুন।Xplore না থাকলে এখান থেকে ডাউনলোড করুন।
2.এবার আপনি যে ড্রাইভে অপেরা মিনি install করেছেন,সেই ড্রাইভের system-apps-operamini ফোল্ডারে প্রবেশ করুন।এখানে আপনি reksio.ini নামে একটা ফাইল পাবেন।

3.এইটা আমাদের এডিট করতে হবে।8 কী প্রেস করুন।নিচের ছবিতে চিহ্নিত এই লেখাটুকু Cluster=1 খুজে বের করুন।

4.এবার Cluster=1 লেখাটুকু পরিবর্তন করে Cluster=0 করে দিন এবং ফাইলটি সেভ করে বেরিয়ে আসুন।
এবার অপেরা মিনি ওপেন করুন এবং browse করুন।দেখুন আগের থেকে ইন্টারনেট স্প্রিড অনেকটা বেড়ে গেছে।
Note: I test it s60v2 handset.Try others at your own risk.
কষ্ট করে আমার টিউনটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আজ এ পর্যন্ত।সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন,বিজ্ঞান ও পযুক্তির সাথে থাকুন।

টিউন করেছেন :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews