বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

এক ক্লিকে বন্ধ করুন হ্যাং হয়ে যাওয়া Program।Task manager ছাড়া

সবাইকে আসসালামুয়ালাইকুম।
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের মাঝে বেশির ভাগী হলো Windows user. আর এই Windows এর common problem হলো হ্যাং করা। আমরা মোটামুটি সবাই এই সমস্যার সাথে পরিচিত। আনেকেই Ctrl+Alt+Del চেপে task manager এনে এই problem solve করার চেস্টা করি। অনেক সময় এটি কাজও দেয় না।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ১ ক্লিক এ হ্যাং হয়ে যাওয়া program close করা যায়।
প্রথমেই ডেস্কটপ এ রাইট ক্লিক করে New > Shortcut সিলেক্ট করুন। এবার একটি ডায়ালগ বক্স দেখা যাবে যেখানে আপনার শর্টকাট এর লোকেশন জানতে চাইবে। সেখানে নিচের লেখাটি কপি করে পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
taskkill.exe /f /fi “status eq not responding”
শর্টকাটটির পছন্দমত একটি নাম দিন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন।
কাজ শেষ। যদি কোন program কখনো হ্যাং হয় তবে আপনার বানানো short cut টার উপর ডাবল ক্লিক করুন। program টি বন্ধ হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে task manager ওপেন করতে হবে না।
ভাল লাগলে কমেন্ট করুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews