বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

কয়েকটি অসাধারণ এন্ড্রয়েড এপ্লিকেশন

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে এন্ড্রয়েড। ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে অনেক এন্ড্রয়েড ডিভাইস আর ব্যবহারও বেশ সহজ। আজ আমি কয়েকটি জনপ্রিয় এড্রয়েড এপ্লিকেশন নিয়ে লিখছি। সবকটি software-ই Root করা ছাড়া মজা করে ব্যাবহার করতে পারবেন। তাহলে শুরু করা যাক।
১. Share Apps

এই Software এর মাধ্যমে আপনার install করা software গুলা যে কাওকে পাঠাতেও পারবেন এবং সাথে সাথে Install করা software গুলার .APK ফাইল গুলা মেমোরি কার্ডে সেইভ করে রাখতে পারবেন। ফাইল গুলা সেন্ড হবে .APK এক্সটেনশনে…
এই Software টা download করুনঃ Play store অথবা এখান থেকে
২. iDisplay

ছবি দেখেই হয়ত বুঝতে পারছেন। তবুও বলি, এই software এর মাধ্যমে আপনার Android মোবাইল কে ২য় মনিটরে পরিণত করতে পারবেন…
এর জন্য আপনার কম্পিউটারে iDisplay software টার PC version টা Download করে নিন এই ওয়েবসাইট থেকে…
এই Software টার Android version টা download করুন Play store অথবা এখান থেকে
৩. Hi-Q MP3 Voice Recorder

একটি অসাধারণ রেকর্ডার। এর রেকর্ড Quality শুনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, এত্ত ক্লিয়ার…
এটি Download করুন Play store অথবা এখান থেকে
৪. App lock

এর মাধ্যমে যেকোনো Application লক করে রাখতে পারবেন…
এটি Download করুন Play store থেকে অথবা এখান থেকে
৫. Xplore

আমার দেখা সেরা File manager। এটা Install না করলে খুব মজার একটা Application মিস করবেন। আর এটা Download করতে হবে সরাসরি Play store থেকেই ;-/


 লিখেছেনঃ ফাইয়াজ বিন সালাম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews