সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

আপনার পিসি র স্পীড কি কমে যাচ্ছে ? চিন্তার কিছু নাই । একবার দেখেই যান !!!

অনেক দিন ধরে আপনার কম্পিউটার টি যদি ব্যাবহার হতেই থাকে , তবে স্বাভাবিক ভাবেই আপনার কম্পিউটার এর পারফরমেঞ্চ কমে যাবে । আপনি যদি এডভান্স ইউজার না হয়ে থাকেন , তবে আপনি হয়ত জানেন ই না খুব সাধারণ কিছু কাজের ফলে আপনি আপনার প্রিয় কম্পিউটার এর হারানো স্পীড ফেরত পেতে পারেন ।
প্রথমে আপনি নিচের বিষয় গুলোকে খেয়াল করুন -
১. আপনার কম্পিউটার এর বয়স কত ?
২. আপনার কম্পিউটার এর র ্যাম কত ?
৩. আপনার হার্ড ডিস্কের ফাঁকা জায়গা কত টুকু আছে ?
৪. আপনার সি ড্রাইভ এ কত টুকু জায়গা খালি আছে ?
৫. আপনার গ্রাফিক্স কার্ড আছে কিনা ?
৬. আপনি যে ইন্টারনেট কানেকশন , ওয়াই – ফাই , টা কি শেয়ার করা নাকি ব্রডব্যান্ড ।
৭. ইন্টারনেট স্পীড কেমন ?
৮. অ্যান্টিভাইরাস ব্যাবহার করসেন কি ? সেটা কি আপডেট করা ?
৯. আপনার কম্পিউটার এ কি একাধিক অ্যান্টিভাইরাস ইন্সটল করা ?
১০.  ভাইরাস , ওয়ারমস , ট্রোজান , স্পাইওয়্যার ইত্যাদি আছে কিনা ?
১১. একসঙ্গে একাধিক সফটওয়্যার চালু কিনা ?
১২. আপনার কম্পিউটার এর হার্ডওয়্যার আপডেট করেসেন কিনা ?
১৩. আপনার কম্পিউটার এর হার্ড ডিস্ক নিয়মিত ডিফ্রাজ্ঞিং (defragging) করা হয়েছে কিনা ?
১৪. আপনার কম্পিউটার এ কি temporary files, unused DLLs, activeX controls,  ইত্যাদি আছে কিনা ?
যদি নিশ্চিত হন যে আপনার কম্পিউটার এ এতসব সমস্যা রয়েছে তবে নিচের টিপস গুলু ফলো করুন ।
১. পারলে প্রসেসর পালটান । যদি সম্ভব হয় ইন্টেল কোর ফ্যামিলি এর কোন প্রসেসর কিনুন । (i.e – core i3 , core i5, core i 7 ). তবে core 2 duo, কিংবা dual core ও ব্যাবহার করতে পারেন ।
২. আপনার র ্যামযদি ১ জিবি হয় তবে তা পাল্টে ফেলুন । বাজারে র ্যাম এর মূল্য অনেক কম । ২০০০ টাকায় আপনি ৪ জিবি র ্যাম পাবেন ।
৩. সাধারনত ২৫ শতাংশ জায়গা খালি না থাকলে কম্পিউটার এর পারফরমেঞ্চ কমে যায় । চেষ্টা করুন ২৫ শতাংশ জায়গা খালি রাখতে । পারলে হার্ডডিস্ক বারান ।
৪.  সি ড্রাইভ এ খুব কম সফটওয়্যার ইন্সটল করুন ।
৫. গ্রাফিক্স কার্ড থাকলে অবশ্যই পাওয়ার সাপ্লাই নিশ্চিত করুন । চেষ্টা  করুন কম গেম খেলতে । তবে সিরিয়াস গেম আর হলে ভিন্ন কথা ।
৬. এইটা নিয়া আর কি বলব ? বাংলাদেশে ইন্টারনেট স্পীড খুবই কম । কম্পিউটার স্লো আপনা আপনি হয়ে যায় । তবু আশার কথা এখন বাংলাদেশে তিনটা ও্যাইমেক্স (wimax) ইন্টারনেট কোম্পানি আছে যাদের স্পীড ভালো ।
৭. যদি অ্যান্টিভাইরাস কিনার জন্য টাকা দিতে না চান তবে ফ্রী অ্যান্টিভাইরাস চালান । একটু কষ্ট করলেই tunerpage.com এই অনেক অ্যান্টিভাইরাস লাইসেন্স সহ পেয়ে যাবেন । আমি নিজেই avast চালাই । ২০৩৮ সাল পর্যন্ত লাইসেন্স পাইসি । ধন্যবাদ tunerpage । আর হ্যাঁ অবশ্যই আপডেট অ্যান্টিভাইরাস ব্যাবহার করবেন ।
৮. একাধিক অ্যান্টিভাইরাস কখনই চালাবেন না । তাইলে আম ছালা দুইটাই যাইব ।
৯.  পারলে দিনে একবার অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটার স্ক্যান করুন ।
১০. অপ্রয়োজনীয় সফটওয়্যার কখনই ইন্সটল করবেন না । আপনার পিসির বারোটা + ১ তা এরা বাজিয়ে ছারবে ।
১১. নিয়মিত ডিস্ক ডিফ্রাজ্ঞিং (defragging) করুন ।
১২. নিচের লিঙ্ক এ দেয়া সাইট থেকে SLOW-PCfighter নামক  সফটওয়্যার টি ডাঊণলোড করে নিন । এটি ফ্রি ।আপনার উপকারে আসবে ।এর কাজ এর নমুনা দেখুন । আমার কম্পিউটার এ কতো সমস্যা ধরে ছে ।

http://www.spamfighter.com/SLOW-PCfighter/

অনেক ক্ষণ ধরে লিখেই চলেসি । এবার শেষ করার পালা । শেষ করার আগে ভাইজানেরা একটা কথা ছোট বলে কখনো অবহেলা করবেন না  । আমি এবার কেবল এস এস সি দিয়েছি । দুয়া করুন যাতে ভাল একটা রেজাল্ট জেনো পাই । অনেক ক্ষণ সঙ্গে ছিলেন তাই ধন্যবাদ ।


পোষ্টটি লিখেছেন টিজে - আমার আমি ( ৩.০ )


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews