বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

বাংলাদেশ থেকে যেভাবে পেজা একাউন্ট ভেরিফাই করবেন !

আমাদের মাঝে অনেকেই আছেন যারা এখনও ভালো করে জানেন না কিভাবে পেজা একাউন্ট ভেরিফাই করতে হয় । অনেকে আবার আনভেরিফাইড একাউন্ট দিয়েই লেনদেন করছেন । ভাবছেন এইতো বেশ কাজ চলে যাচ্ছে । শুধু শুধু ভেরিফাই করে লাভ কি ? কিন্তু এভাবে আর কয়দিন ? একসময় না একসময় পেজ আপনার একাউন্ট হোল্ড/লক করে দেবেই । এর থেকে ভেরিফাই করে ব্যাবহার করাই কি বেশি নিরাপদ না ? অবশ্যই নিরাপদ । আজকে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে সবথেকে সহজ উপায়ে পেজা একাউন্ট ভেরিফাই করবেন ।

যা যা প্রয়োজন :
Document Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে –

1 . আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ।
2. আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )

আর আপনি যদি Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে চাই তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে । উল্লেখ্য যে Photo ID Validation পদ্ধতিতে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই ।

চলুন দেখা যাক কিভাবে ভেরিফাই করবেন আপনার পেজ একাউন্ট ।

আপনার পেজা একাউন্টে লগইন করে নিচের ছবিতে দেখানো অংশে ক্লিক করুন ।

নিচের ছবির মত পেজ আসবে । এখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন । আমি Document Validation অপশনটি বেছে নিলাম ।
বাংলাদেশ থেকে পেজ একাউন্ট ভেরিফাই
Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File থেকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন । এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statement এ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন ।
বাংলাদেশ থেকে পেজ একাউন্ট ভেরিফাই করবেন
সবকিছু ঠিক থাকলে Next চাপুন ।
আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
বাংলাদেশ থেকে পেজ একাউন্ট ভেরিফাই করবেন
সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন ।

এবার দেখা যাক কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন ঃ-
দ্বিতীয় ছবিতে দেখানো যায়গায় Photo ID Validation অপশন সিলেক্ট করুন । নিচের মত পেজ পাবেন ।
বাংলাদেশ থেকে যেভাবে পেজা একাউন্ট ভেরিফাই করবেন
Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড , পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করে Next চাপুন ।
আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
বাংলাদেশ থেকে যেভাবে পেজা একাউন্ট ভেরিফাই করবেন
সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন ।

ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন । আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে ।
বাংলাদেশ থেকে যেভাবে পেজা একাউন্ট ভেরিফাই করবেন

তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি ।
একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :-

1.আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে ।
2. আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে ।
3. আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে ।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানের শেষ করলাম আজকের টিউন । কেমন লাগলো আর্টিকেলটি ? জানাতে ভুলবেন না কিন্তু । কোনো সম্যসা হলে কমেন্টে বলুন , আমি যথাসাধ্য চেষ্টা করবো সমাধান দেবার । লেখাটি সর্বপ্রথম আমার ব্লগে প্রকাশিত । সু্যোগ পেলে একবার ঢু মেরে আসবেন আমার ব্লগে । শুভ রাত্রি :)

টিউন করেছেন :

1 মন্তব্য(গুলি):

Unknown বলেছেন...

টিউন করেছেন : ক্রিস্টাল হার্ট

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews