শনিবার, ১১ আগস্ট, ২০১২

◘◘◘ রেজিস্ট্রি হ্যাক করে ইন্টারনেটের স্পিড আপ করুন

আজকে কিছু ট্রিকস দেখবো যা দিয়ে আপনার ইন্টারনেটের স্পিড আপ হবে।। আজকে আমরা দেখবো রেজিস্ট্রি হ্যাক করে কিভাবে নেটের স্পিড আপ করা যায়। খুব সহজ কাজটা খুব কাজের। যারা আগের ট্রিকস মিস করেছেন তারা আগের পোস্ট এক নজর দেখে নিতে পারেন ।নয়ত মিস করবেন অনেক কিছু

 ১। সবার আগে দেখে নিতে পারেন আপনার পিসিতে এগুলো আছে নাকি। কয়েকটা থাকতে পারে, সেগুলো ডিলির করে দিন। কারন আমরা নতুন করে আবার করছি। না থাকলে আর কিছু করতে হবে না।
ডেখার জন্য
go to RUN type regedit তারপর এন্টার দিন।
এখানে যান HKEY_LOCAL_MACHINE
এখন এখানে SYSTEM
এখন এখানে CurrentControlSet
এখন এখানে Services
এখন এখানে Tcpip
এখন এখানে Parameters এবার ডান পাশে খেয়াল করুন নিচের লিখা গুলো আছে নাকি। ভালো করে চেক করুন।
SackOpts,TcpWindowSize,Tcp1323Opts,DefaultTTL,EnablePMTUBHDetect,EnablePMTUDiscovery,GlobalMaxTcpWindowSize


২। রেজিস্ট্রি হ্যাক করতে নিচের কোড গুলো কপি করে নোডপেডে পেস্ট করুন।এবার সেভ এস দিয়ে ফাইলের নাম দিন pp.reg এখন এই ফাইটা ডাবল ক্লিক করুন। অথবা রাইট ক্লিক করে Marge এ ক্লিক করুন। তারপর একটা মেসেজ আসবে ইয়েস এ ক্লিক করুন তারপর আবার মেসেজ আসলে ওকে ক্লিক করুন।
REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Tcpip\Parameters]
"SackOpts"=dword:00000001
"TcpWindowSize"=dword:0005ae4c
"Tcp1323Opts"=dword:00000003
"DefaultTTL"=dword:00000040
"EnablePMTUBHDetect"=dword:00000000
"EnablePMTUDiscovery"=dword:00000001
"GlobalMaxTcpWindowSize"=dword:0005ae4c
 
৩। এবার এখানে গিয়ে দেখে নিন নিচের নাম গুলো আছে নাকি। যদি থাকে তাহলে কাজ হয়ে গেছে।
go to RUN type regedit তারপর এন্টার দিন।
এখানে যান HKEY_LOCAL_MACHINE
এখন এখানে SYSTEM
এখন এখানে CurrentControlSet
এখন এখানে Services
এখন এখানে Tcpip
এখন এখানে Parameters এবার ডান পাশে খেয়াল করুন নিচের লিখা গুলো আছে নাকি। ভালো করে চেক করুন।
SackOpts,TcpWindowSize,Tcp1323Opts,DefaultTTL,EnablePMTUBHDetect,EnablePMTUDiscovery,GlobalMaxTcpWindowSize
নিচের ছবিতে দেখুন, কাজ শেষ হয়ে গেলে বানানো ফাইলটি ডিলিট করে দিতে পারেন।

টিউন করেছেন :



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews