বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ইমেইল ট্রাকিং !! (আনাড়ি হলেও পারবেন)

আজ আমি আপনাদের দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে মেইল ট্রাকিং !! কি বিশ্বাষ হচ্ছে না !!? আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এটি সম্ভব !
আপনারা অবশ্যয় জানেন যে বিভিন্ন অ্যাডঅন্স বা টুলস দ্বারা মেইল ট্র্যাকিং করা যায় কিন্তু  এগুলো কষ্টকর এর মধ্যে “রাইট ইনবক্স” এ্যাডঅনস টি ব্যতিক্রম এবং কার্যকারী  ও খুবই সহজ ইন্টারফেস এ তৈরী করা হয়েছে ।এই সার্ভিসটি শুধুমাত্র জিমেইলে এবং মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজারে সমর্থন করে।
 [তবে ‘কমিটবার্ড’ ব্যাবহার করিগন ও ইউজ করতে পারবেন তবে সরাসরি অ্যাডঅন্স থেকে নয় , অন্যব্রাওসারে ইনিস্টল করুন এবং ‘কমিটবার্ডে আপনার মেইলটি ওপেন করুন ও ইনিস্ট্রাকশন গুলো ফলো করুন ]

এবার দেখেনিন এটি ব্যবহার করলে কিকি সুবিধে পাবেন !

১/ প্রাপকের আইপি এড্রেস পাবেন !
২/ আপনি নিশ্চিত হতে পারবেন যে , আপনার মেইলটি সে পড়েছে কিনা !
৩/ মেইল সেন্ড অপশন কাস্টমাইজ অর্থাৎ আপনি যে কোন নির্দিষ্ট টাইমে মেইল দিতে পারবেন !
৪/প্রাপক কোন কনফিউস হবে না , যে  আপনাকে ট্রাক করা হচ্ছে কিনা !
৫/ ব্রাওসারে অতিরুক্ত কোন অপশন যুক্ত থাবে না ! বা কোন অতিরুক্ত টুলবার ইনিস্টল হবে না !

নির্দিষ্ট ব্রাও থেকে লগ-অন করুনঃ

তহলে দেরি না করে চলুন ঝটপট ইনিস্টল করে নিই । প্রথমেই আপনি যে ব্রাওসারে এটি ইনিস্টল করতে চাইন , সেই ব্রাওসার থেকে http://www.rightinbox.com  লগঅন করুন ! (লিংকটি ব্রাওসারে কপি/পেষ্ট করুন)
উপরের মতো ছাবি আসলে install now এ ক্লিক করুন
এবার ইনিস্টল  করুন (২/৩সেকেন্ড সময় নিবো )

ব্রাওসারটি রিস্টার্ট করুনঃ

দ্বিতীয় ধাপঃ

Grant assess এ ক্লিক করুন ও নির্দেশনা ফলো করুন ,ইনিস্টল সিস্টেম খুবই ইজি !

চাহিদা অনুযায়ী আপগ্রেড করুনঃ

এবার আপনার চাহিদা অনুযায়ী আপগ্রেড করে নিতে পারেন , তবে আমি ফ্রি ইউজ করতেছি :)
এবার কম্পোজ মোইল এ ক্লিক করে জাদু দেখুন !! দুটি নতুন বাটন যুক্ত হয়েছে !!
আসলে এটি একটি মজার অপশন , আপনি ইচ্ছা করলে এটি ফ্রেন্ডদের বিশেষ দিয়ে wish করার কাজে লাগাতেও পারেন , আপনি অবশর সময় আপনার মেইলটি সেন্ড করে সিডুইল টাইম ফিক্সড করে দিলেন ,এবার ব্যস্ততার মধ্যে বা গুরুত্বপূর্ন কাজে বিশেষ দিনটি আর ওভাবে মনে রাখার ঝামেলা নেই !!!
[কোন সমস্যা হলো একধিকবার ব্রাওসার রিস্টার্স দিবেন ও মেইল এ সাইন আউট করে সাইন-ইন করবেন। ]
যে মেইলটি ট্রাকিং করতে চান , তা কম্পোজ করে উপরের Track বাটন টি মার্ক করে দিন,
মেইল চেক করার সাথে সাথে support@rightinbox.com থেকে একটি Email Tracking মেইল আসবে এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ),দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে ।

কিছু কথাঃ

আছাড়াও এ্যাডভান্স  কিছু জানতে চাইলে উল্লেখিত আপটি টি পূর্নরাই ট্রাক করুন , আইপি ট্রাক করার জন্যে বিভিন্ট সাইট পাবেন , গুগুলে চার্স দিন খুবই সহজেই পেয়েজাবেন।।
আজ এপর্যন্তই , সুস্থ থাকবেন , সুন্দর থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি !
ধন্যবাদ সবাইকে !!


 টিউন করেছেন :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews